Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দশমাংশ-১০০

    যে মহৎ কাজের বিষয়ে যীশু ঘােষণা করেছিলেন যে, তিনি পৃথিবীতে যা করতে এসেছিলেন তা তাঁর শিষ্যদের উপর অর্পণ করেছেন। আমাদের মস্তক স্বরূপ খ্রীষ্ট পরিত্রাণের মহৎ কাজে পরিচালনা দান করেন, এবং তিনি তার দৃষ্টান্ত অনুসরণ করার আদেশ প্রদান করেন। তিনি আমাদের কাছে এক বিশ্বব্যাপি বার্তা রেখেছেন। এই সত্য সমগ্র বিশ্ব, ভাষা, এবং লােকবৃন্দের কাছে ছড়িয়ে দিতে হবে। শয়তানের শক্তির সঙ্গে প্রতিযােগিতা চলবে, এবং সে, খ্রীষ্ট এবং তার অনুসারীদের দ্বারা পরাজিত হবে। অন্ধকারের শক্তির বিরুদ্ধে একটি ব্যাপক সংগ্রাম হবে। আর এই কাজ কৃতকার্যতার সঙ্গে করতে হলে অর্থ কড়ির প্রয়ােজন। ঈশ্বর সরাসরি স্বর্গ হতে এ সম্পদ প্রেরণ করেন। কিন্তু এই যুদ্ধ পরিচালনার জন্য তিনি অনুসারিগণের হস্তে সম্পদের তালন্ত প্রদান করেন।MYPBen 296.1

    তিনি তাঁর প্রজাগণকে পর্যাপ্ত অর্থ সম্পদ অর্জনের পরিকল্পনা প্রদান করেছেন যেন তারা তাদের কর্ম প্রচেষ্টা ধরে রাখতে পারে। দশমাংশ দানের পদ্ধতি অতি চমৎকার; এর সারল্য এবং সমতা রয়েছে। সকলেই এটা থেকে বিশ্বাস ও উৎসাহ নিতে পারে, কেননা আদি হতেই এটি স্বর্গীয় পরিচালনায় চলে আসছে। এর মধ্যে সরলতা এবং উপযােগিতা রয়েছে, আর এটি বােঝার জন্য বুদ্ধি লাভ এবং সম্পাদনের গভীরতার প্রয়ােজন হয় না। সকলেই উপলব্ধি করতে পারে যে, তারা পরিত্রাণের বহুমূল্য কাজ এগিয়ে নেয়ায় অংশ নিতে পারে। প্রত্যেক নর-নারী এবং যুবক-যুবতি প্রভুর জন্য একজন ধনাধ্যক্ষ হতে পারে এবং একজন দোসর হতে পারে, ধনাধ্যক্ষতার দাবি পূরণ করতে পারে। প্রেরিত বলেন, “তােমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় কর।”MYPBen 296.2

    এই পদ্ধতি দ্বারা মহান উদ্দেশ্য সাধিত হয়। যদি একজন এবং সকলে এটি গ্রহণ করত প্রত্যেকে ঈশ্বরের জন্য বিশ্বস্ত ধনাধ্যক্ষ এবং সতর্ক প্রহরী হতে পারত, তাহলে বিশ্বে শেষ সতর্কবাণী উচ্চারণের মহান কাজ সম্মুখে নিয়ে যেতে অর্থের অভাব হত না। যদি সকলে এই পদ্ধতি অনুসরণ করত তাহলেMYPBen 296.3

    ধন ভাণ্ডার পূর্ণ হয়ে যেত, এবং দাতারা কখনও দরিদ্র হয়ে থাকত না। প্রতিটি বিনিয়ােগের মাধ্যমে তারা বর্তমান সত্য প্রচারে অধিক ঘনিষ্ঠ হত। তারা “তাদের নিজেদের স্বার্থে ধন গচ্ছিত রেখে আসন্ন সময়ের বিরুদ্ধে তারা অনন্ত জীবন আঁকড়ে ধরে রাখতে পারে।” Testimonies for the Church, Vol. 3, pp. 388, 389.MYPBen 297.1