Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    একটি খ্ৰীষ্টিয়ান পরিবার — ১০৭

    প্রাচীন পিতৃকুলদের মত, যারা ঈশ্বরকে ভালােবাসে বলে দাবী করে তাদের উচিৎ তারা যেখানেই বাস করার জন্য তাদের গৃহ বা তাবু স্থাপন করুক না কেন সেখানেই প্রভুর জন্য একটি বেদি স্থাপন করুক। যদি এমন কোনাে সময় এসে থাকে যখন প্রতিটি ঘর হবে এক একটি প্রার্থনার গৃহ, আর সেই সময়টি এখন । পিতা এবং মাতার উচিৎ যখনই তারা সময় পাবেন তখনই তারা যেন হৃদয় উত্তোলনপূর্বক তাদের ও তাদের সন্তানদের জন্য বিনীতভাবে প্রভুর কাছে প্রার্থনা করেন। পরিবারের পিতা হবেন একজন পুরােহিতের মত, যিনি সকাল ও রাতের উৎসর্গের সময় ঈশ্বরের সম্মুখে বেদি স্থাপন করবেন, আর তখন গৃহিনী এবং সন্তানেরা সেখানে প্রার্থনা ও প্রশংসার জন্য উপস্থিত হবে। এই রকম একটি সংসারে, যীশু বসবাস করতে ভালােবাসেন।MYPBen 317.1

    প্রতিটি খ্রষ্টিয় পরিবার থেকে পবিত্র আলােক রশ্মি উজ্জ্বলভাবে নিঃসৃত হওয়া উচিৎ। প্রেম কাজের মাধ্যমে প্রকাশিত হওয়া উচিৎ। এটি সচিন্ত দয়ায়, মৃদুতায় ও নিঃস্বার্থ শিষ্টাচারসহ ঘরে সমস্ত ঘরােয়া ব্যাপারে প্রদর্শিত হওয়া প্রয়ােজন। অনেক পরিবার আছে যেখানে এই নীতি অনুসরণ করা হয়,—-আর সেই সমস্ত পরিবারে ঈশ্বরের ভজনা করা হয়, এবং সেখানে প্রকৃত প্রেম রাজত্ব করে। আর এই সমস্ত পরিবার থেকে সকালের ও রাতের প্রার্থনার মিষ্টি সুবাস ঈশ্বরের কাছে পৌঁছায়, আর তখন সেই সমস্ত পরিবারের উপরে তার দয়া ও আশীর্বাদ ভােরের শিশিরের মত নেমে আসে।MYPBen 317.2

    একটি সুবিন্যাস্ত খ্রীষ্টিয় পরিবার হল খ্রীষ্টিয়ান ধর্মের বাস্তবতার সপক্ষে একটি শক্তিশালী যুক্তি,—সে যুক্তি অবিশ্বাসীরা অস্বীকার করতে পারবে না । সকলে দেখতে পাবে যে পরিবারে ঐশ্বরিক শক্তির এমন একটি প্রভাব রয়েছে। যা সন্তানদের উপরে কাজ করে, আর সেখানে অব্রাহামের ঈশ্বর তাদের সঙ্গে আছেন—“পেট্রিয়ার্স অ্যান্ড প্রফেটস,” পৃষ্ঠা ১৪৪।MYPBen 317.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents