Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    প্রজ্ঞার পথ

    যুবকেরা প্রায়ই সনির্বন্ধ অনুরােধ জানায় যে, চিত্ত-বিনােদনের জন্য এবং মনকে প্রাণবন্ত করার জন্য তাদের কিছু একটা করা প্রয়ােজন। খ্রীষ্টিয়ানদের যা প্রয়ােজন তা হল আশা। ধর্ম হল বিশ্বাসীদের জন্য সানাদানকারী একটি প্রমাণিত সত্য, প্রকৃত সুখের ঝরণার দিকে একটি নিশ্চিত পথ প্রদর্শক। যুবক-যুবতিদের উচিৎ ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা, এবং প্রার্থনা ও ধ্যানে নিজেদের নিয়ােজিত রাখা। তারা দেখবে যে তাদের অবসর মুহূর্তগুলাে অন্য কোন অপেক্ষাকৃত ভালাে কাজে নিয়ােজিত করা যায় না। প্রজ্ঞার “পথ সকল মনােরঞ্জনের পথ, তাহার সমস্ত মার্গ শান্তিময়।” হিতােপদেশ ৩:১৭।MYPBen 360.1

    পৌল তীতের কাছে যুবক-যুবতিদের মিতাচার সম্পর্কিত উপদেশমূলক চিঠি লেখেন: “সেইরূপে যুবকদিগকে সংযত হইতে আদেশ কর। আর আপনি সর্ববষয়ে সৎক্রিয়ার আদর্শ হও, শিক্ষাতে আবিকাৰ্যৰ্ত, ধীরতা, এবং অদূষ্য নিরাময় বাক্য প্রদর্শন কর; যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়।” তাঁত ২:৬-৮।MYPBen 360.2

    আমি যুবক-যুবতিদের তাদের জীবনের স্বার্থে সনির্বন্ধ অনুরোধ জানাই, প্রেরিত পৌলের এই সনির্বন্ধ অনুরােধটির প্রতি তারা যেন মনােযােগ দেয়। মহা মূল্যবান এই পরামর্শগুলাে, সতর্কবাণীগুলাে, এবং ভৎসনাগুলাে হয়। জীবনের জন্য জীবন রক্ষাকারী হবে নতুবা মৃত্যুর উপর মৃত্যুর কারণ হবে।MYPBen 360.3

    যুবক-যুবতিরা স্বাভাবিকভাবে এমনটি ভেবে থাকে যে তাদের প্রতি কারও তেমন কোনাে দায়-দায়িত্ব নেই, কেউ তেমন এটা যত্নশীল নয়, অথবা তারা গলগ্রহ স্বরূপ। তবে বাইবেলের আদর্শে পৌছানাের জন্য প্রত্যেকের প্রতি নৈতিক বাধ্যবাধকতা আরওপ করা রয়েছে। বাক্যের পরিচর্যার মধ্যে যে অনুগ্রহ এবং সুযােগ-সুবিধাসমূহ, পরামর্শ, সতর্ক বাণী এবং ভৎসনার আলাে ছড়িয়ে আছে, তা চরিত্রকে খাটি করবে, অথবা অসতর্ক ব্যক্তিকে দোষারােপ করবে। এই আলােয় যুবক-যুবতিরা এবং একইভাবে বয়স্করা আনন্দে উদ্বেলিত হবে। এখন ঈশ্বরের পক্ষে কে দাঁড়াবে, কারা তাঁর প্রতি সেবাকে তাদের জীবনের প্রথম স্থানে রাখবে? কারা ভারবাহী হবে?MYPBen 360.4

    “যৌবন কালে তুমি তােমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর।” যাদের উপরে যৌবনের শিশির পতিত হয়েছে যীশু তাদের কাছ থেকে সেবা প্রত্যাশা করেন। তিনি চান তারা যেন অমরত্বের অধিকারী হয়। তারা যেন এক একজন মহৎ নর ও নারীরূপে গড়ে ওঠে, তথাপি নৈতিক দূষণ এতটাই প্রকট যে অনেক যুবক-যুবতিরা তাদের বাল্যকালেই দূষিত হয়ে পড়ে। তারা খ্রীষ্টকে গ্রহণ করে স্বাধীন হতে পারে; তারা আলাের সন্তান, অন্ধকারের নয়।MYPBen 360.5

    ঈশ্বর প্রত্যেক যুবক এবং যুবতিকে কাজে পরিশ্রমী হতে, আত্মায় উত্তপ্ত হতে, প্রভুর সেবা করতে এবং প্রতিটি মন্দ অভ্যাসে আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে আহ্বান জানান। তারা অলস হয়ে পড়ে থাকবে না, মন্দ অভ্যাসকে জয় করার প্রচেষ্টা থেকে অথবা আচরণের উন্নতি করা থেকে বিরত থাকবে না। তাদের প্রার্থনার সরলতার মাধ্যমে তাদের মানসিক গুণাগুণ প্রমাণিত হবে যে তারা ঈশ্বরের আজ্ঞাগুলাে পালন করতে সচেষ্ট । প্রতিটি পদক্ষেপে তারা মন্দ অভ্যাস ও মন্দ সঙ্গকে আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করবে, আর তারা বিশ্বাস করবে যে প্রভু তাঁর পবিত্র আত্মার মাধ্যমে বিজয়ী হতে তাদের শক্তি প্রদান করবেন।MYPBen 361.1