Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের অনুগ্রহ দ্বারা বেষ্টিত

    ঈশ্বরের অনুগ্রহ তােমাকে প্রতিক্ষণে ঘিরে আছে; এবং কিভাবে এবং কোথা হতে প্রতিদিন তােমার আশীর্বাদ আসে তা বিবেচনা করা তােমার জন্য মঙ্গলজনক। অবিরত প্রেমপূর্ণ দয়া তােমার কাছে প্রকাশিত হচ্ছে, কেননা সেগুলাে শক্তিদায়ক অগণিত বৃষ্টির ফোঁটা। অনুগ্রহের মেঘমালা তােমার ওপরে অবস্থান করছে আর তা তােমার ওপরে নেমে আসার জন্য প্রস্তুত। যদি তুমি পরিত্রাণের মূল্যবান দানের প্রশংসা কর, তাহলে তুমি প্রাত্যহিক সজীবতা এবং যীশুর সুরক্ষা ও প্রেমের বিষয়ে জ্ঞান লাভ করবে; তুমি শান্তির পথে পরিচালিত হবে MYPBen 401.2

    প্রকৃতির মধ্যে ঈশ্বরের গৌরবময় বিষয় সমূহের প্রতি দৃষ্টিপাত কর; এবং তােমার হৃদয় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুক। প্রকৃতির পুস্তকের মধ্যে মনের জন্য মূল্যবান অধ্যয়নের বিষয় রয়েছে। কৃতজ্ঞতা শূন্য এবং অসংযত হইও না। তােমার জ্ঞান চক্ষু খুলে দেও; প্রকৃতিতে ঈশ্বরের ব্যবস্থার মধ্যে চমৎকার ঐক্য লক্ষ কর, এবং সম্ভ্রমে তােমার স্রষ্টাকে শ্রদ্ধা কর, যিনি স্বর্গ ও পৃথিবীর সর্বাধিনায়ক। বিশ্বাসের চোখে তার দিকে দৃষ্টিপাত কর, দেখ, তিনি প্রেমভরে নুয়ে আছেন, করুণা ভরে বলছেন, “আমার পুত্র, আমার কন্যা, তােমার হৃদয় আমাকে দেও।” যীশুর কাছে উৎসর্গীকৃত হও এবং অতঃপর কৃতজ্ঞচিত্তে তুমি বলতে পার, “আমি জানি আমার ত্রাণকর্তা জীবিত।” প্রতিটি উদ্দেশ্যে যীশুতে তােমার বিশ্বাস শক্তি যােগাবে, চরিত্রের প্রতি সঙ্গতি প্রদান করবে।MYPBen 401.3

    সব সুখ, শান্তি, আনন্দ, এবং ইহ জীবনের কৃতজ্ঞতা ঈশ্বরের আস্থাপূর্ণ প্রকৃত বিশ্বাসের উপর নির্ভরশীল। এই বিশ্বাস ঈশ্বরের আজ্ঞাসমূহের প্রতি প্রকৃত আজ্ঞাবহতা তৎপর করবে। ঈশ্বরে তােমার জ্ঞান এবং বিশ্বাস, প্রতিটি মন্দ অভ্যাসের বাধা এবং সকল উত্তমতার চালিকা শক্তি।MYPBen 402.1

    যীশুতে বিশ্বাস কর, যিনি তােমার সমস্ত পাপ ক্ষমা করেন, যিনি চান, তিনি তােমার জন্য যে বাটী প্রস্তুত করতে গিয়েছেন, সেখানে তুমি সুখী হও। তিনি চান যেন তাঁর সান্নিধ্যে জীবন যাপন কর; যেন তুমি অনন্ত জীবন এবং প্রতাপের মুকুট লাভ করতে পার। - “ The Youth Instructor, January 5, 1887.MYPBen 402.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents