Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অকালে আসক্তির বিপদ

    শৈশবে যে আসক্তি সৃষ্টি হয় তা প্রায়ই ঘৃণাযােগ্য যােগাযােগে বা দুঃখজনক ছাড়াছাড়িতে পরিণত হয়। যদি পিতামাতার পরামর্শ ছাড়া অনুপযুক্ত সময়ে যােগাযােগ সম্পর্ক গঠিত হয়, তা কদাচিৎ সুখের হয়। যে পর্যন্ত না পর্যাপ্ত বয়স হবে এবং অভিজ্ঞতা এটিকে সম্মানজনক এবং সুশৃঙ্খলমুক্ত করতে নিরাপদ করবে ততক্ষণ পর্যন্ত তরুণ বয়সের প্রেমপীড়া দমন করতে হবে। যারা বিরত না হবে, তারা অসুখী অস্তিত্বের মধ্যেই থাকবে। কৈশর পার না হলে তার সঠিক জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তার বিচার শক্তি পরিপক্ব হয় না। তাদের বিচারবুদ্ধি পরিপক্ব হবার পর, তারা দেখে যে, তারা একে অন্যের কাছে বাঁধা, এবং তারা মােটেই যেন সুখী নয়। পরবর্তীতে; তারা তাদের ভাগ্য সর্বোত্তম আশা করার পরিবর্তে পাল্টা অভিযােগ করতে থাকে, যাবৎ না দূরত্ব ও একে অন্যকে তুচ্ছ করার বিষয়টি মিটমাট না হয় ততদিন পর্যন্ত অশান্তি বাড়তেই থাকে। তাদের কাছে গৃহ শব্দটির মধ্যে কিছুই পবিত্র নেই। একই পারিপার্শ্বিক অবস্থা প্রেমহীন বাক্য এবং তীক্ত ভৎসনা দ্বারা তিক্ত হয়ে যায়। - “ A Solemn Appeal,” pp. 11, 12 (Edition: Signs Publishing Company Limited).MYPBen 443.2