Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পবিত্রতা পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল নয়

    কেউই আমাদের ত্রাণকর্তা অপেক্ষা অধিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিশুদ্ধ খ্রীষ্টিয় চরিত্রের অধিকারী হতে পারবে না। খ্ৰীষ্ট ত্রিশ বছর যাবৎ নাসারতে ছিলেন, যা থেকে অনেকে বিস্ময়ে ভেবেছে এখান থেকে কি উত্তম কিছু আসতে পারে, এটি যুবকদের প্রতি একটি তিরস্কার স্বরূপ যারা চিন্তা করে যে, তাদের ধর্মীয় চরিত্র পরিস্থিতির অনুরূপ হওয়া উচিৎ। যদি যুবকদের পরিবেশ অশােভনীয় এবং নিশ্চিত ভাবে মন্দ হয়, তাহলে অনেকে এটিকে খ্রীষ্টিয় চরিত্র গঠন করার একটি অযুহাত হিসেবে তুলে ধরত। খ্রীষ্টের আদর্শ এই ধারণাটিকে ভৎসনা করবে যে, তার অনুসারীগণ স্থান, ভাগ্য, অথবা উন্নয়নের উপরে নির্ভরশীল, যেন নিষ্কলঙ্ক জীবন যাপন করতে পারে। খ্রীষ্ট তাদেরকে শিক্ষা দেবেন যে, তাদের বিশ্বস্ততায় যে কোনাে স্থান অথবা অবস্থানকে এমনভাবে সৃষ্টি করবে, যেখানে ঈশ্বর তাদের সম্মানজনক, বিনম্র বলে আখ্যায়িত করবেনMYPBen 73.1

    খ্রীষ্টের জীবন এটি দেখাবার জন্য পরিকল্পিত ছিল যে পবিত্রতা, স্থিরতা এবং নীতির দৃঢ়তা, কখনওই অভাব ও দুর্দশামুক্ত জীবনের উপর নির্ভর করেMYPBen 73.2

    । পরীক্ষা এবং একাকিত্ব এমন একটি বিষয়, যে বিষয়ে বহু সংখ্যক যুবকযুবতি অভিযােগ করে, কিন্তু খ্রীষ্ট বিনা বচসায় তা সহ্য করেছেন। আর এই নিয়মানুগ অভ্যাসই যুবকদের অর্জন করতে হবে, যা তাদের চরিত্রের দৃঢ়তা এনে দেবে, এবং প্রলােভন প্রতিরােধ করার জন্য খ্রীষ্টের ন্যায় আত্মায় শক্তিশালী করবে। যারা তাদেরকে দূরে সরিয়ে নিয়ে শয়তানের চাতুরী দ্বারা বিজয়ী হয়ে তাদের নৈতিকতাকে ভ্রষ্ট করে, তাদের প্রভাব থেকে যদি তারা বিচ্ছিন্ন হয়, তবে মন্দ লােকেরা তাদের ভ্রষ্ট করতে পারবে না। ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনার মাধ্যমে, তারা তাঁর কাছ থেকে জ্ঞান এবং অনুগ্রহ লাভ করে জীবনের সংঘাত এবং অদৃশ্য বাস্তবতা বহন করতে এবং বিজয়ী হতে পারে। সতর্কতা এবং প্রার্থনা দ্বারা যেন মনের বিশ্বস্ততা ও সততা ধরে রাখতে। পারে । খ্রীষ্টের জীবন ছিল অধ্যবসায়ী শক্তির উদাহরণ যা গ্লানি, উপহাস, অনাহার অথবা দুঃখ-কষ্ট দ্বারা দুর্বল করা যেত না।MYPBen 73.3

    যুবক-যুবতিদের ক্ষেত্রেও এরূপ হতে হবে। যদি তাদের ওপর পরীক্ষা প্রবল হয়, তারা যেন বুঝতে পারে যে, ঈশ্বর তাদের বিশ্বস্ততা পরীক্ষা এবং প্রমাণ করছেন। আর ঐভাবেই তারা নিরূৎসাহের মধ্যে তাদের চরিত্রের অখণ্ডতা চালিয়ে রাখে, তাদের সহিষ্ণুতা, দৃঢ়তা, এবং সহ্যশক্তি বৃদ্ধি পাবে, এবং তারা আত্মায় শক্তিশালী হবে। - The Youth Enstructor, March, 1872.MYPBen 74.1

    ______________________________________