Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ভবিষ্যৎ আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি গ্রহণ

    পৃথিবীকে সতর্ক করে দিতে হবে, এবং কোনাে ব্যক্তিই সত্যের ভাসা ভাসা জ্ঞান দ্বারা সন্তুষ্ট হবে না। তুমি জান না তােমাকে কেমন কর্ম দায়িত্ব দেওয়ার জন্য তােমাকে আহ্বান জানান হবে। তুমি জান না তােমাকে কোথায় সত্যের সাক্ষ্য দেবার জন্য আহ্বান করা হবে। অনেককে বিধান সভার কোর্টে দাঁড়াতে হবে, কোন কোন ব্যক্তিকে তাদের বিশ্বাসের জবাব দেবার জন্য রাজন্যবর্গ এবং পৃথিবীর জ্ঞানী ব্যক্তিদের সম্মুখে দাঁড়াতে হবে।MYPBen 178.5

    যাদের কেবল সত্যের ভাসা ভাসা জ্ঞান রযেছে, তারা পরিষ্কাররূপে শাস্ত্র ব্যাখ্যা করতে পারবে না এবং তাদের বিশ্বাসের নিশ্চিত কারণ বলতে পারবে না। তারা ঘাবড়ে যাবে এবং তারা এমন কার্যকারী হবে না যাদের লজ্জিত হবার প্রয়ােজন হবে না। কেউ কল্পনা না করুক যে যেহেতু তাকে পবিত্র মঞ্চে প্রচার করতে হবে না, তাই তাকে অধ্যয়ন করার প্রয়ােজন হবে না, তুমি হয়ত জান না ঈশ্বর তােমার কাছে কি চান ।MYPBen 179.1

    এটি একটি শােচনীয় বিষয় যে শিক্ষিত শ্রমিকদের দুষ্প্রাপ্যতা দ্বারা অগ্রগতির পথ বাধাগ্রস্ত হয়। যারা তাদেরকে বিশ্বাসভূমির পদের জন্য উপযুক্ত করেছে; সহস্র জনকে তার বিশাল ক্ষেত্রে কাজের জন্য গ্রহণ করবেন, কিন্তু অনেকে নিজেকে কাজের জন্য যােগ্য করে তুলতে ব্যর্থ হয়েছে। কিন্তু যে খ্রীষ্টের কাজকে সমর্থন করেছে, যে নিজেকে প্রভুর ক্ষেত্রে একজন সৈন্য হিসাবে উৎসর্গ করেছে, তাকে নিজেকে এমন স্থানে স্থাপন করতে হবে, যেখানে সে বিশ্বস্তভাবে শিক্ষা দিতে পারবে। ধর্ম, মুখে স্বীকারকারী খ্রীষ্টের অনুসারী ব্যক্তিবর্গের কাছে খুব সামান্যই অর্থবহ; কেননা ঈশ্বরের এরূপ ইচ্ছা নয় যে, বুদ্ধি এবং জ্ঞান হাতের নাগালে থাকা সত্ত্বেও সে অজ্ঞান থাকে। -“ Fundamental of Christian Education,” pp. 616, 217.MYPBen 179.2