Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শিথিলতা এবং আমােদ প্রমােদ

    যারা পড়াশুনায় নিয়ােজিত থাকে তাদের বিরতী এবং বিশ্রামের প্রয়ােজন। মনকে অবিরত সব সময় বদ্ধ চিন্তার মধ্যে রাখতে নেই, কেননা সূক্ষ মানসিক কলকজা ক্ষয় হতে থাকে। মনের এবং শরীরের ব্যায়াম হওয়া উচিৎ। কিন্তু অন্যান্য কাজের ন্যায় আমােদ প্রমােদে মিতাচারী হওয়া বিশেষ প্রয়ােজন। আর এ সব আমাদের রীতিনীতি সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। প্রত্যেক যুবককে নিজেকে জিজ্ঞেস করতে হবে, এ সব আমােদ প্রমােদ শারীরিক, মানসিক, নৈতিক স্বাস্থ্যের উপর কি প্রভাব রাখবে? আমার মন কি এতই প্রণােদিত হবে যে ঈশ্বরকে ভুলে যাবে? আমি কি আমার সম্মুখে তার প্রশংসা করতে ভুলে যাব?MYPBen 371.2

    তাস খেলা নিষিদ্ধ রাখতে হবে। এই মেলামেশা এবং ঝোঁক বিপজ্জনক। ... এরূপ আমােদপ্রমােদের মধ্যে আত্মা ও শরীরের কোনাে উপকার নেই। চিন্তাশক্তি বৃদ্ধি করার কিছুই নেই, ভবিষ্যতের মূল্যবান ধারণার সঙ্গে জমা করে রাখার কিছুই নেই। কথা বার্তা প্রায়ই অকিঞ্চিৎকর এবং অপমানজনক বিষয়ের ওপরে হয়ে থাকে ।MYPBen 371.3

    কার্ড চালনার অভিজ্ঞতার প্রায়ই ব্যক্তিগত কামনার এবং সুবিধার দিকে পরিচালনা করে। প্রথমে সামান্য পরিমাণ অর্থ বাজি ধরা হয় এবং পরে একটি বড় অংকের অর্থ, যে পর্যন্ত না খেলার পিপাসা সৃষ্টি হয়, যা পরবর্তীতে ধ্বংসের দিকে নিয়ে যায়। কত জনকে এই অনিষ্টকর আমােদ-প্রমােদ পাপপূর্ণ অভ্যাস, দারিদ্র, কারাগার, নরহত্যা, এবং ফাসিকাষ্ঠের দিকে নিয়েছে! আর তথাপি বহুসংখ্যক পিতামাতা ধ্বংসের ভয়াবহ আবর্ত দেখে না যা আমাদের যুকবযুবতিদের গ্রাস করার জন্য হাই তুলছে।MYPBen 371.4

    একটি অতীব বিপজ্জনক আমােদ প্রমােদের স্থান হল থিয়েটার। নৈতিকতা এবং গুণের বিদ্যালয় হবার পরিবর্তে প্রায়ই পাপবৃদ্ধির অনুকূল স্থান। বলে দাবি করে। লাম্পট্যের, অভ্যাস এবং পাপপূর্ণ প্রবণতা এ সব চিত্ত বিনােদন দ্বারা দৃঢ়বদ্ধ হয়। নিম্ন মানের সংগীতমালা, খারাপ অঙ্গভঙ্গিমা, মুখাবয়ব এবং চালচলনের ভাবভঙ্গী কল্পনাকে নীতি ভ্রষ্ট করে এবং নৈতিকতাকে অবনত করে। প্রত্যেক যুবক-যুবতি, যে অভ্যাসগত ভাবে এরূপ প্রদর্শণীতে যােগদান করে সে নীতি ভ্রষ্ট হবে। আমাদের দেশে কল্পনাকে বিষাক্ত করতে ধর্মীয় প্রভাবকে ধ্বংস করতে এবং শান্ত আমােদপ্রমােদকে উপভােগ করতে এবং জীবনের বাস্তবতাকে সংযত করার কোনাে প্রভাব নেই যা নাট্যশালার আমােদ প্রমােদের ন্যায় প্রভাব ফেলতে পারে।MYPBen 372.1

    যেমন উত্তেজক পানীয় ব্যবহারের বাসনা শক্তিশালী করে একই ভাবে এ সব দৃশ্যাবলির জন্য আসক্তি, প্রতিটি চরিতার্থতার সঙ্গে বৃদ্ধি পায়। থিয়েটার, সার্কাস এবং অন্যান্য আপত্তিকর আমােদ প্রমােদ থেকে রক্ষার একমাত্র নিরাপদ উপায় হল উপরােক্ত বিষয়গুলাে পরিত্যাগ করাMYPBen 372.2

    খেলাধুলার কিছু ধরণ রয়েছে যা শরীর ও মনের প্রতি অত্যধিক পরিমাণে উপকারী। কেবল নিরাপদ উৎস থেকে নয় কিন্তু উদ্দেশ্যপূর্ণ জ্ঞান থেকে একটি আলােকিত, পার্থক্য নিরূপক মন আমােদ প্রমােদ এবং চিত্ত বিনােদনের পথ খুঁজে পাবে। উন্মুক্ত স্থানে খেলাধুলা, এবং প্রকৃতির মাঝে ঈশ্বরের কাজ নিয়ে ধ্যান করলে সর্বোচ্চ উপকার পাওয়া যায়। “Testimonies for the Church.” vol. 4. pp. 651-653.MYPBen 372.3