Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    খ্রীষ্টের প্রতি আনুগত্য

    যারা রাজ কুমার ইম্মায়েলের রক্ত রঞ্জিত পতাকার নীচে দণ্ডায়মান তাদের খ্রীষ্টের সৈন্য দলে বিশ্বস্ত সৈনিক হতে হবে। তারা কখনও অবিশ্বস্ত হবে না, কখনও অসাধু বা প্রতারক হবে না। যুবক-যুবতিদের মধ্যে অনেকে স্বেচ্ছায় জীবনের রাজপুত্র যীশুর সঙ্গে দাঁড়াবে। কিন্তু যদি তারা অবিরত তার সঙ্গে দণ্ডায়মান থাকে তবে তারা তাদের ক্যাপ্টেন, এবং তার আদেশ মান্য করার জন্য বিরামহীন ভাবে যীশুর প্রতি দৃষ্টিপাত করবে। যারা খ্রীষ্টের সৈনিক হতে পারে না, তথাপি তারা শয়তানের ষড়যন্ত্রে লিপ্ত থেকে তাকে সাহায্য করবে, কেননা এভাবে তারা খ্রীষ্টের শত্রু হবে। তারা পবিত্র প্রত্যাশার বিশ্বাস ঘাতকতা করে। তারা শয়তান এবং বিশ্বস্ত সৈন্যদের মধ্যে একটি যােগসূত্র গঠন করবে যেন এ সব সজীব প্রতিনীধিদের মাধ্যমে শত্রু অবিরত কাজ করতে পারে, খ্রীষ্টের সৈন্যদের হৃদয় চুরি করে নিতে পারে।MYPBen 132.1

    প্রিয় যুবক-যুবতিগণ, আমি তােমাদেরকে জিজ্ঞেস করি, যারা তােমরা যীশু খ্রীষ্টের সৈনিক বলে স্বীকার কর, তােমরা কিভাবে যুদ্ধ করেছ? তােমরা কোন প্রকার যুদ্ধে নিয়ােজিত ছিলে? যখন ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে তােমার। কাজ দেখিয়ে দিয়েছে, তুমি কি তা করতে অস্বীকার করেছ যেহেতু তা তােমার ইচ্ছা মত হয় নি? জগতের প্রতি আসক্তি কি তােমাকে খীষ্টের সেবা থেকে বেশি মুগ্ধ করেছে? শয়তান সুন্দর প্রতীয়মান প্রলােভনকারী কাজে নিয়ােজিত রয়েছে; আর আজ্ঞালন যা খুব সামান্য ব্যাপার বলে মনে হয়, তদ্বারা তােমাকে যীশুর নিকট থেকে আকর্ষণ করে, অতঃপর ঈশ্বরের নিকট হতে তােমাকে সম্পূর্ণরূপে প্রলুব্ধ করার জন্য বড় রকমের প্রলােভন উপস্থিত করে।MYPBen 132.2

    মণ্ডলীর খাতায় তােমার নাম থাকতে পারে এবং তুমি ঈশ্বরের একজন সন্তান বলে দাবী করতে পার, তথাপি তােমার আদর্শ, তােমার প্রভাব খ্রীষ্টের চরিত্রের মিথ্যা পরিচয় দেয় এবং তুমি অন্য লােকদের তার নিকট থেকে দূরে সরিয়ে নেও। একজন আত্মস্বীকৃত বিশ্বাসী যার সম্পূর্ণ মন প্রাণ প্রভুর দত্ত কমদায়িত্বে নিয়ােজিত নয়, তার কোনাে সুখ নাই, শান্তি নাই, আনন্দ নাই। সে অবিরত জগৎকে মণ্ডলীর মধ্যে নিয়ে আসছে, অনুতাপ এবং পাপ স্বীকারের মাধ্যমে ঈশ্বরের নিকটে আত্ম-সমর্পণ দ্বারা নয়, কিন্তু আরও অধিকরূপে জগতের নিকট আত্মসমর্পন দ্বারা, এবং খ্রীষ্টের পক্ষে না থেকে বরং শয়তানের পক্ষে সংগ্রামে নিয়ােজিত রয়েছে।MYPBen 133.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents