নিস্তারপর্ব যীশু খ্রীষ্টের প্রতি নির্দেশ করে
নিস্তারপর্ব হল একটি স্মারক ও একটি প্রতীক, ইহা শুধু অতীতকালে মিসর হতে মুক্তি লাভেরই স্মারক নয়, কিন্তু ভবিষ্যতে যীশু খ্রীষ্ট যে নিজ লোকদের পাপের বন্ধন হতে মুক্ত করবেন এরও একটি নিদর্শন। বলির মেষটি হল “ঈশ্বরের মেষশাবকেরই” প্রতীক যার উপর আমাদের পরিত্রাণের প্রত্যাশা নির্ভরশীল। প্রেরিত পৌল বলেন, “আমাদের নিস্তার পব্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রীষ্ট।” ১ করিন্থীয় ৫৪৭। নিস্তার পর্বের মেষশাবক বলীকৃতই যথেষ্ট ছিল না; এর রক্ত দরজার চৌকাঠে ছিটিয়ে দিতে হত; তাই খ্রীষ্টের রক্তের গুণাগুণ আমাদের আত্মার উপর প্রয়োগ করতে হবে। আমরা বিশ্বাস আনব যে, তিনি সমস্ত পৃথিবীর জন্য মরেছেন সত্য, কিন্তু তিনি আমাদের প্রত্যেকের জন্য মরেছেন। PPBeng 194.3
এসোব ছিল পবিত্র পরিষ্কার হওয়ার প্রতীক। “এসোব দ্বারা আমাকে মুক্তপাপ কর, তাহাতে আমি শুচি হইব; আমাকে ধৌত কর, তাহাতে আমি হিম অপেক্ষা শুরু হইব।” গীতসংহিতা ৫১:৭। PPBeng 195.1
কোন হাড় না ভেঙ্গে মেষশাবককে আস্ত কাবাব তৈরি করার কথা বলা হয়েছিল; তদ্রূপ ঈশ্বরের মেষশাবকেরও কোন হাড় ভাঙা হবে না, যিনি আমাদের জন্য মরবেন। যোহন ১৯:৩৬ দেখুন । PPBeng 195.2
মাংস খেতে হত। পাপের ক্ষমার জন্য খ্রীষ্টের উপর বিশ্বাস আনাই যথেষ্ট নয়; আমাদের বিশ্বাসে তাঁর পবিত্র বাক্যের মাধ্যমে অনবরত জীবন খাদ্য খেতে হবে। খ্রীষ্ট বলেছেন, “তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁহার রক্ত পান না কর, তোমাদিগেতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে।” “আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি, তাহা আত্মা ও জীবন।” যোহন ৬:৫৩, ৫৪, ৬৩। খ্রীষ্টের অনুসারীরা ঈশ্বরের বাক্য পাঠ করবে যেন এগুলি জীবন ও কাজের শক্তির উস হয়। খ্রীষ্টের ক্ষমতায় তারা তাঁর আকৃতি প্রাপ্ত হবে এবং ঈশ্বরের প্রতিমূর্ত্তির প্রতিফলন করবে। PPBeng 195.3
মেষশাবকের মাংস তিতা শাকের সহিত খেতে হত যা মিসরে বন্ধীত্বের তীক্ততার প্রতি ইঙ্গিত করে। এইজন্য যখন আমরা খ্রীষ্টের বিষয়ে চিন্তা করি, আমাদের পাপের জন্য তখন আমাদের হৃদয় যেন মর্মপীড়া হয়। তাড়ীবিহীন রুটিরও গুরুত্ব রয়েছে। যারা খ্রীষ্টের জীবন ও খাদ্য গ্রহণ করবে তারা পাপের তাড়ী জীবন হতে দূর করে দেবে। তাই প্রেরিত পৌল করিন্থীয় মন্ডলীর লোকদের লিখছেন, “পুরাতন তাড়ী বাহির করিয়া দেও; যেন তোমরা নূতন তাল হইতে পার। - অতএব আইস, আমরা পুরাতন তাড়ী দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ী দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়ীশূন্য রুটি দিয়া পর্বটী পালন করি ।” ১ করিন্থীয় ৫:৭, ৮ PPBeng 195.4
স্বাধীনতা লাভের পূর্বে দাসদের মহা মুক্তির উপর বিশ্বাস রাখতে হবে, এবং তারা ও তাদের পরিবাররা মিস্ত্রীয়দের কাছ হতে আলাদা হয়ে আপন আপন ঘরের ভিতর থাকতে হবে। যারা ঈশ্বরের নির্দেশের অবমাননা করবে তারা ঘতকের হাতে আপন আপন প্রথমজাতককে হারাবে । PPBeng 196.1