Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    প্রকৃত ও জোরপূর্বক আদায়কৃত স্বীকারোক্তির মধ্যে পার্থক্য

    যতক্ষণ না পাপকে অনুসন্ধান করে তা দূর করা হয় ততক্ষণ একজন লোকের পাপের জন্য মন্ডলীর উপর ঈশ্বরের অসন্তুষ্টি অবস্থান করবে। যে প্রভাবকে সবচেয়ে বেশী ভয় করতে হবে তা প্রতিরোধকারী, অবিশ্বাসী, অথবা নিন্দাকারীর প্রভাব নয়, বরং আত্ম-বিরোধী সদস্যদের প্রভাব যা ইস্রায়েলের ঈশ্বরের আশীর্বাদকে দূরে সরিয়ে দেয় এবং তাঁর লোকদের মধ্যে দুর্বলতা আনয়ন করে । বিনম্রভাবে প্রত্যেকে নিজ নিজ হৃদয়ের অনুসন্ধান করুক এবং ঈশ্বরের সম্মুখে বাধা প্রদানকারী গোপন পাপ খুঁজে বের করুক। PPBeng 353.1

    আখন দেখতে পেয়েছিল যে অয় হতে ইস্রায়েলরা পরাজিত ও নিরুসাহিত হয়ে ফিরে এসেছে, তথাপি সে তার পাপ স্বীকার করতে এগিয়ে আসে নি। সে দেখেছিল যে গভীর ও অবর্ণনীয় দুঃখে সাধু যিহোশূয় ও প্রাচীনেরা মাটিতে উবুড় হয়ে পড়ে আছেন। তথাপি সে নীরব থাকল। সে ঐ ঘোষণা শুনেছিল যে একটি মহা পাপ সাধিত হয়েছে এবং পাপের চারিত্রিক বর্ণনাও সে শুনেছিল । কিন্তু তার ওষ্ঠদ্বয় বন্ধই থেকে গেল। যখন সে দেখতে পেল যে তার বংশকে, তার গোত্রকে, এবং তারপর তার পরিবারকে নির্দেশ করা হচ্ছে, তখন তার হৃদয় ভয়ে কম্পিত হতে লাগল । তথাপি যতক্ষণ পর্যন্ত সে কোন স্বীকারুক্তি করল না। তারপর, যখন আর তার পাপ কোন ভাবেই গোপন করা সম্ভব হয়ে উঠল না, তখন সে সত্যকে স্বীকার করল। PPBeng 353.2

    কোন সত্য প্রমাণিত হবার পর স্বীকার করা আর যে পাপ শুধুমাত্র আমরা জানি ও ঈশ্বর জানেন তা স্বীকার করার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আখনের স্বীকারোক্তি শুধু এই প্রমাণ করল যে তার শাস্তি উপযুক্ত ও ন্যায় হচ্ছে। তার কোন প্রকৃত অনুতাপ হয় নি, কোন মনোবেদনা হয় নি, জীবনের লক্ষ্যের কোন পরিবর্তন হয় নি, মন্দের প্রতি ঘৃণার সৃষ্টি হয় নি । PPBeng 353.3

    এই ভাবেই মৃত্যু ও জীবনের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা সমাপ্ত হবার পরই দোষী ব্যক্তিরা ঈশ্বরের আদালতে নিজ পাপের স্বীকারোক্তি করবে । বিচার ও শাস্তি প্রাপ্তির এক ভয়ঙ্কর অনুভূতি স্বীকারোক্তির জন্য আত্মাকে বাধ্য করবে। কিন্তু ঐ ধরণের স্বীকারোক্তি পাপীদের আর রক্ষা করতে পারবে না। যখন স্বর্গীয় হিসাবের পুস্তক খোলা হবে, বিচারক তখন কোন ব্যক্তিকে তার দোষ দেখিয়ে দেবেন না, কিন্তু শুধুমাত্র একটি গভীর, হৃদয়স্পর্শী, অভিযোগকারী দৃষ্টি নিক্ষেপ করবেন, আর দোষী ব্যক্তির স্মৃতিতে তখন জীবনের সকল কাজ, জীবনের সকল আদান প্রদান, উদিত হবে। মানুষের নিকট গোপনকৃত পাপ সকল তখন সমগ্র পৃথিবীর নিকট প্রকাশ করা হবে । PPBeng 353.4