Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিয়ে করার পূর্বে

    যে প্রতিজ্ঞার মাধ্যমে সমস্ত পৃথিবী অনুগ্রহ যুক্ত হত, ইস্হাক সেই প্রতিজ্ঞার উত্তরাধিকারী ছিলেন; তথাপি চল্লিশ বৎসর বয়সেও স্ত্রী মনোনয়নের ব্যাপারে তিনি তার পিতার নিকট আত্ম সমর্পণ করেন। আর ঐ বিয়ের ফল ছিল গৃহে আনন্দ ও শান্তির এক সুন্দর দৃষ্টান্ত; “ইস্হাক রিবিকাকে গ্রহণ করিয়া সারা মাতার তাঁবুতে লইয়া গিয়া তাঁহাকে বিবাহ করিলেন, এবং তাঁহাকে প্ৰেম করিলেন । তাহাতে ইস্হাক মাতৃ বিয়োগের শোক হইতে সান্ত্বনা পাইলেন।” PPBeng 115.3

    যুবক যুবতীরা মনে করেন যে সত্যিকারে প্রেমের সিদ্ধান্ত শুধু নিজে একাই নিতে হয়। তার পিতামাতার সহায়তা ছাড়া তারা তাদের মনোয়ন করিতে সক্ষম বলে মনে করে থাকেন। কয়েক বৎসর বিবাহিত জীবন যাপনের পরই তারা তাদের ভুল দেখতে পান; কিন্তু তখন অনেক দেরী হয়ে যায়। বিজ্ঞতা ও আত্ম-নিয়ন্ত্রণের অভাব যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে, সেই অভাবই অমঙ্গলকে আরো গভীর করে তোলে, আর তখন বিয়ে একটি কয়েদীর যোয়ালীতে পরিণত হয়। এই ভাবে অনেকে এই জীবনের সুখ ধ্বংস করেন এবং পরবর্ত্তী জীবনের আশা বিনাশ করেন।PPBeng 115.4

    যদি কোন বিশেষ সময়ে বাইবেলের উপদেশ প্রয়োজন হয়, যদি কখনো প্রার্থনার মাধ্যমে স্বর্গীয় পরিচালনা চাওয়ার প্রয়োজন হয়, তবে তা হল দুই ব্যক্তি সারা জীবনের জন্য যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেই সময়ে । PPBeng 116.1

    সন্তানদের ভবিষ্যৎ সুখের বিষয়ে পিতামাতা নিজ দায়িত্ব যেন কখনো অবহেলা না করেন। যদিও অব্রাহাম তার সন্তানদের কাছে থেকে পিতা মাতার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন দাবী করতেন, তথাপি তার দৈনন্দিন জীবন- যাপন প্রমাণ করত যে এই দাবী স্বার্থপর বা এক তরফা নয়, কিন্তু এটা প্রেমের উপর প্রতিষ্ঠিত এবং সন্তানদের মঙ্গল ও সুখই ছিল এর আসল লক্ষ্য। PPBeng 116.2

    পিতামাতা সন্তানদের এমন ভাবে পরিচালনা করবেন যেন উপযুক্ত সাথীর সহিত তাদের প্রেমের সম্পর্ক স্থাপিত হয়। সন্তানদের চরিত্র এমন ভাবে গড়ে তুলুন যেন তারা বাল্যকাল হতেই খাঁটি ও মহৎ চরিত্রের অধিকারী হয় এবং যা মঙ্গলজনক ও যা সত্য শুধু তার প্রতিই আকৃষ্ট হয়। হৃদয়ের মধ্যে সত্য, পবিত্রতা, এবং মঙ্গলের প্রতি ভালবাসার বীজ বপন করুন, আর তাতে যুবক-যুবতীরা তাদের প্রতি আকৃষ্ট হবে যাদের মধ্যে ঐ সব রয়েছে। PPBeng 116.3

    পিতামাতার দৃষ্টান্ত দ্বারা স্বর্গীয় পিতার প্রতি তাদের প্রেমের পরিচয় দিন। গৃহ যেন আনন্দের সূর্য্যালোকে আলোকিত থাকে । আর ঐশর্য্য কি, ভূমির চেয়ে তাই হবে আপনাদের সন্তানদের নিকট অধিক মূল্যবান। তাদের হৃদয়ে গৃহের ছবি যেন জীবন্ত থাকে যার ফলে তারা স্বর্গের পরই তাদের বাল্যকালের গৃহকে শান্তি ও আনন্দের স্থানরূপে মনে রাখবে । PPBeng 116.4

    সত্যিকার প্রেম একটি উঁচু ও পবিত্র নীতি যা ঐ ক্ষণিকের প্রেম থেকে সম্পূর্ণ ভিন্ন যা কঠোর পরীক্ষার মুহূর্ত্তে মৃত্যুবরণ করে। পিতামাতার গৃহে সন্তানরা তাদের নিজ গৃহ স্থাপনের প্রস্তুতি নেবে। এখানে যেন তারা আত্ম ত্যাগ, দয়া, সৌজন্য, এবং খ্রীষ্টীয় সহানুভূতি শিক্ষা করে। PPBeng 116.5

    যে ব্যক্তি ঐ ধরণের গৃহ হতে বেরিয়ে আসে সে জানে, যখন সে নিজ গৃহের প্রধানরূপে ভূমিকা গ্রহণ করে, তখন কি ভাবে তার সুখ বৃদ্ধি করবে যাকে সে জীবন সঙ্গিনীরূপে বেছে নিয়েছে। বিবাহ তখন প্রেমে শেষ পরিণতি না হয়ে তা প্রেমের আরম্ভ হবে। PPBeng 116.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents