Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৪২—ঈশ্বর একটি নতুন প্রজন্মকে তাঁর ব্যবস্থা শিক্ষা দেন

    ঈশ্বর মোশিকে জানালেন যে কনান দখল করার সময় নিকটবর্তী। যখন বৃদ্ধ ভাববাদী চূড়ার উপর দাঁড়িয়ে প্রতিজ্ঞাত দেশের প্রতি দৃষ্টিপাত করলেন, তখন গভীর মিনতি সহকারে অনুনয় করলেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি আপন দাসের কাছে আপন মহিমা ও বলবান হস্ত প্রকাশ করিতে আরম্ভ করিলে; তোমার কার্য্যের মত কার্য, ও তোমার বিক্রম কর্মের মত কর্ম করিতে পারে, স্বর্গে কি পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে? বিনয় করি, আমাকে ওপারে গিয়া যৰ্দ্দনপারস্থ সেই উত্তম দেশ, সেই রমণীয় গিরিপ্রদেশ ও লিবানোন দেখিতে দেও।” PPBeng 328.1

    উত্তর হল, “তোমার পক্ষে এই যথেষ্ট, এ বিষয়ের কথা আমাকে আর বলিও না। পিগার শৃঙ্গে উঠ, আপন চক্ষে নিরীক্ষণ কর, কেননা তুমি এই যৰ্দ্দন পার হইতে পাইবে না।” PPBeng 328.2

    কোন অভিযোগ ছাড়াই মোশি ঈশ্বরের আদেশ মেনে নিলেন । এবং এখন ইস্রায়েলের জন্য তার দুশ্চিন্তা শুরু হল। এক পরিতৃপ্ত হৃদয় হতে তিনি এই প্রার্থনা পেশ করলেন, “সর্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর সদাপ্রভু মন্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন, যে তাহাদের...ভিতরে আইসে; যেন সদাপ্রভুর মন্ডলীর অরক্ষক মেষপালের ন্যায় না হয় ।” গণনা ২৭:১৬, ১৭। PPBeng 328.3

    আর উত্তর আসল, “নূনের পুত্র যিহোশূয় আত্মাবিশিষ্ট লোক; তুমি তাহাকে লইয়া তাহার মস্তকে হস্তার্পন কর, এবং ইলিয়াসর যাজকের ও সমস্ত মন্ডলীর সম্মুখে তাহাকে উপস্থিত করিয়া তাহাদের সাক্ষাতে তাহাকে আদেশ দেও। আর তাহাকে তোমার সম্মানের ভাগী কর, যেন ইস্রায়েলসন্তানগণের সমস্ত মন্ডলী আজ্ঞাবহ হয় ৷” গণনা ২৭:১৮-২০। PPBeng 328.4

    মোশি লোকদের সামনে দাঁড়িয়ে তার সতর্কবাণী ও তার উপদেশ প্রদান করলেন । তার মাথার চুল ছিল সাদা ও তার মুখ ছিল এক পবিত্র আলোতে উজ্জ্বল। কিন্তু তার দেহ ছিল সোজা ও তার চোখ ছিল পরিস্কার। গভীর অনূভূতির সহিত তিনি তাদের সর্বশক্তিমানের রক্ষকের প্রেম তাদের নিকট প্রকাশ করলেন। PPBeng 328.5

    “স্বর্গের এক প্রান্ত হইতে অন্য প্রান্তকে জিজ্ঞাসা কর, এই মহা কার্য্যের তুল্য কার্য্য কি আর কখনও হইয়াছে? কিংবা এমন কি শুনা গিয়াছে? তোমার মত কি আর কোন জাতি অগ্নির মধ্য হইতে বাক্যবাদী ঈশ্বরের রব শুনিয়া বাঁচিয়াছে? কিংবা তোমাদের ঈশ্বর সদাপ্রভু মিসরে তোমাদের সাক্ষাতে যে সকল কর্ম্ম করিয়াছেন, ঈশ্বর কি তদনুসারে গিয়া পরীক্ষাসিদ্ধ প্ৰমাণ, চিহ্ন, অদ্ভুত লক্ষণ, যুদ্ধ, বলবান হস্ত, বিস্তারিত বাহু ও ভয়ঙ্কর মহামহাকর্ম্ম দ্বারা অন্য জাতির মধ্য হইতে আপনার জন্য এক জাতি গ্রহণ করিতে উপক্রম করিয়াছেন? দ্বিতীয় বিবরণ 4:32-34 । PPBeng 329.1

    “কিন্তু সদাপ্রভু তোমাদিগকে প্রেম করেন, এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তাহা রক্ষা করেন, তন্নিমিত্তে সদাপ্রভু বলবান হস্ত দ্বারা তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, এবং দাসগৃহ হইতে, মিসররাজ ফরৌণের হস্ত হইতে, তোমাদিগকে মুক্ত করিয়াছেন। অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর; তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাঁহাকে প্রেম করে, ও তাঁহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন।” দ্বিতীয় বিবরণ ৭:৮, ৯। PPBeng 329.2

    মরুপ্রান্তরে তাদের দীর্ঘ ভ্রমণের জন্য, ইস্রায়েলরা প্রায়ই অধৈর্য ও বিদ্রোহী হয়ে উঠত; কিন্তু কনান দখলের এই বিলম্বের জন্য সদাপ্রভু দায়ী ছিলেন না। তাদের চেয়ে বরং তিনিই অধিক দুঃখিত ছিলেন যে দ্রুত প্রতিজ্ঞাত দেশ দখলের জন্য তাদের ঐ দেশে নিয়ে যেতে পারছিলেন না এবং পৃথিবীর সমস্ত জাতিগণের নিকট তাঁর শক্তি ও ক্ষমতা প্রকাশ করতে পারছিলেন না। ঈশ্বরের উপর অনাস্থা থাকার জন্য তারা কনানে প্রবেশ করতে প্রস্তুত ছিল না। যদি তাদের পিতৃপুরুষরা ঈশ্বরের ব্যবস্থার প্রতি আনুগত্য দেখিয়ে তাঁর নির্দ্দেশ মত চলতেন তবে অনেক আগেই তারা কনানে বসতি স্থাপন করতে পারত এবং একটি উন্নত, পবিত্র ও আনন্দিত জাতিতে পরিণত হত। তাদের বিলম্ব ঈশ্বরের জন্য অসম্মানজনক ছিল এবং চতুর্দিকের জাতির সম্মুখে তাঁর গৌরব ক্ষুন্ন হচ্ছিল । PPBeng 329.3

    মোশি বললেন, “দেখ, আমার ঈশ্বর সদাপ্রভু আমাকে যেরূপ আদেশ দিয়াছিলেন, আমি তোমাদিগকে সেইরূপ নিয়ম ও আজ্ঞা শিক্ষা দিয়াছি; যেন তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশের মধ্যে সেই মত ব্যবহার কর। অতএব তোমরা সেই সমস্ত মান্য করিও; কেননা জাতি সমূহের সমক্ষে তাহাই তোমাদের জ্ঞান-বুদ্ধিস্বরূপ হইবে, এই সকল নিয়ম শুনিয়া তাহারা বলিবে, সত্যই, এই মহাজাতি জ্ঞানবান্ ও বুদ্ধিমান লোক।” PPBeng 329.4

    আর তিনি যিহূদীবাহিনীকে এই বলে চ্যালেঞ্জ করলেন, “আর আমি আজ তোমাদের সাক্ষাতে যে সমস্ত ব্যবস্থা প্রদান করিতেছি, তাহার মত যথার্থ নিয়ম ও আজ্ঞা কোন বড় জাতির আছে?” যে সমস্ত ব্যবস্থা ঈশ্বর তাঁর প্রাচীন লোকদের দিয়েছিলেন সেগুলি পৃথিবীর সবচেয়ে সভ্য জাতির নিয়ম-কানুনের চেয়ে যুক্তিপূর্ণ, উত্তম, ও অধিক মানবীয় ছিল। ঈশ্বরের ব্যবস্থা স্বৰ্গীয় সীল- মোহর ধারণ করে। PPBeng 330.1

    এই বাক্যগুলি ইস্রায়েলদের হৃদয়কে কি কঠোর ভাবেই না বিদ্ধ করে ছিল যখন তারা স্মরণ করতে পারল যে, তাদের পাপের ফলেই, যে ব্যক্তি অত্যন্ত উজ্জ্বল ভাবে ঐ উত্তম দেশের আশীর্বাদসমূহের বর্ণনা দিয়েছেন, তিনিই আজ তার লোকদের উত্তরাধিকারের অংশী হতে পারবেন না । PPBeng 330.2

    “তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ, সে পর্বত ও উপত্যকা-বিশিষ্ট দেশ, এবং আকাশের বৃষ্টির জল পান করে;” সেই দেশে উপত্যকা ও পর্বত হইতে নির্গত জলস্রোত, ফোয়ারা ও গভীর জলাশয় আছে; সেই দেশে গোধূম, যব, আঙ্গুরলতা, ডুমুর গাছ ও দাড়িম্ব, এবং তেলদায়ক জলপাই গাছ ও মধু উৎপন্ন হয়; সেই দেশে আহারের বিষয়ে কৃপন হইতে হইবে না, তোমার কোন বস্তুর অভাব হইবে না; সেই দেশের পাথর লৌহ, ও সেখানকার পর্বত হইতে তুমি পিতল খুঁদিবে”; “সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে; বসরের আরম্ভ হইতে বসরের শেষ পর্য্যন্ত তাহার প্রতি সর্বদা তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে।” PPBeng 330.3

    “তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি যাহা গাঁথ নাই, এমন বৃহ বৃহ ও সুন্দর সুন্দর নগর, এবং যাহাতে কিছুই সঞ্চয় কর নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল গৃহ, ও যাহা খুদ নাই, এমন সকল খণিত কূপ, এবং যাহা প্রস্তুত কর নাই, এমন সকল দ্রাক্ষাক্ষেত্র ও জিতক্ষেত্র পাইয়া যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, তকালে আপনার বিষয়ে সাবধান থাকিও,... সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না।” “তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাকিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সহিত যে নিয়ম করিয়াছেন, তাহা ভুলিয়া যাইও না,...কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু গ্রাসকারী অগ্নিস্বরূপ, তিনি নিজের গৌরব রক্ষা করিতে উদ্যোগী ঈশ্বর।” মোশি আরও বললেন যে যদি তারা সদাপ্রভুর চক্ষুতে যা মন্দ সে ধরণের কাজ করে, তবে “তোমরা যে দেশ অধিকার করিতে যদন পার হইয়া যাইতেছে, সেই দেশ হইতে শীঘ্র সম্পূ ধ্বংস হইবে। PPBeng 330.4

    যা ঈশ্বর তাকে দিয়েছিলেন মোশি সেই সমস্ত ব্যবস্থা, সংবিধি, ও বিচারব্যবস্থা, এবং যজ্ঞ সম্পর্কিত সমস্ত নিয়ম-কানুন লেখা শেষ করলে। যে বইতে এই সমস্ত ছিল, নিরাপদে রক্ষার জন্য, তা নিয়ম সিন্দুকের পাশে রাখা হল । PPBeng 331.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents