Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ১৩—ইস্হাককে বলিদান করা : বিশ্বাসের পরীক্ষা

    অব্রাহাম এক পুত্রের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা গ্রহণ করলেন কিন্তু ঈশ্বর নিজ সময় অনুসারে যে তাঁর প্রতিজ্ঞা পূরণ করবেন তার জন্য তিনি অপেক্ষা করতে পারলেন না। তার বিশ্বাসের পরীক্ষা করার জন্য একটু বিলম্ব ঘটতে দেয়া হল, কিন্তু তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না । PPBeng 92.1

    তার বৃদ্ধ বয়সে স্ত্রী সারা পরামর্শ দিলেন যে, স্বর্গীয় উদ্দেশ্য পূর্ণ করার পরিকল্পনাস্বরূপ অব্রাহাম তার পরিচারিকাদের একজনকে দ্বিতীয় স্ত্রীরূপে গ্রহণ করতে পারেন। বহু বিবাহ ত পাপ ছিল না কিন্তু তাতে ঈশ্বরের আইন অমান্য করা হত এবং পরিবারের শান্তির জন্য খুবই বিপজ্জনক ছিল। স্ত্রী হাগারকে অব্রাহামের বিয়ে করা শুধু যে তার ঘরে বিপদ ডেকে এনেছিল তা নয়, কিন্তু ভবিষ্যতের প্রজন্মের জন্যও বিপদ ডেকে এনেছিল। PPBeng 92.2

    অব্রাহামের স্ত্রী হিসেবে তার নূতন অবস্থানের আনন্দে, এবং তার (আব্রাহাম) থেকে এক বৃহৎ জাতির মা হবার প্রত্যাশায়, হাগার গর্বিত হয়ে উঠলেন। পরস্পরের প্রতি হিংসা এককালের সুখী গৃহের শান্তি বিনষ্টের কারণ হয়ে পড়ল। উভয়ের অভিযোগ শুনতে বাধ্য হওয়া সত্ত্বেও অব্রাহাম গৃহে শান্তি স্থাপন করতে অক্ষম হলেন। যদিও স্ত্রী সারার অনুরোধে তিনি হাগারকে বিবাহ করেছিলেন, কিন্তু এখন তিনি তাকেই এই বিয়ের জন্য দায়ী করতে থাকলেন। তিনি চাইলেন যে তার প্রতিদ্বন্দ্বীকে নির্বাসন দেয়া হোক। কিন্তু অব্রাহাম তা করতে অসম্মত ছিলেন কেননা হাগার সন্তান সম্ভবা ছিলেন, এবং তিনি খুব আশা করেছিলেন যে এই সন্তান হবে প্রতিজ্ঞাত ছেলে। যেহেতু তিনি সারার দাসী ছিলেন তাই অব্রাহাম তাকে তার প্রভুর নিয়ন্ত্রণেই রাখলেন। তাহাতে সারী (সারার আসল নাম) হাগারকে দুঃখ দিলেন আর সে তাঁহার নিকট থেকে পলায়ন করলেন । PPBeng 92.3

    তিনি মরুভূমিতে পালিয়ে গেলেন এবং একাকী এবং বন্ধুবান্ধব বিহীন অবস্থায় যখন একটি ঝর্ণার কাছে বিশ্রাম করছিলেন তখন একজন দূত তার কাছে উপস্থিত হলেন। “সারীর দাসী হাগার” রূপে আহবান করার পর দূত তাকে আদেশ দিলেন, “তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্র ভাবে তাহার হস্তের বশীভূতা হও।” এই ভর্ৎসনার সাথে আনন্দের বাণীও মিশ্রিত ছিল: “সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন।” “আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে, বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে।” তাকে বলা হল যে তিনি তার ছেলের নাম রাখবেন, ইশ্মায়েল। “ঈশ্বর শুনেন।” PPBeng 92.4

    যখন অব্রাহামের বয়স প্রায় একশ বৎসর হল, একটি ছেলের প্রতিজ্ঞা পুনরাবৃত্তি করা হল। “তোমার স্ত্রী সারা অবশ্য তোমার নিমিত্ত পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইস্হাক (হাস্য) রাখিবে, আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব।” ঈশ্বর আরও বললেন, “আর ইশ্মায়েলের বিষয়েও আমি তোমার প্রার্থনা শুনিলাম; দেখ, আমি তাহাকে আশীর্বাদ করিলাম,...ও আমি তাহাকে বড় জাতি করিব।” PPBeng 93.1

    বহু-বিবাহ দুঃখের সৃষ্টি করে

    ইস্হাকের জন্ম অব্রাহামের ও সারার তাঁবু আনন্দে পূর্ণ করল, কিন্তু হাগারের নিকট এই ঘটনার অর্থ ছিল তার বহু কাঙ্খিত উচ্চাকাঙ্খার অবসান। সবাই জানত যে ইশ্মায়েল হলেন অব্রাহামের সকল সম্পত্তির উত্তরাধিকারী এবং তার বংশকে প্রতিজ্ঞা করা সকল আশীর্বাদের অধিকারী। এখন সহসা তাকে এক পাশে সরিয়ে দেয়া হচ্ছে। মা ও ছেলে তাই সারার সন্তানকে ঘৃণা করতে লাগলেন । PPBeng 93.2

    স্বাভাবিক আনন্দ তাদের হিংসা বৃদ্ধি করতে লাগল, এমনকি পরিশেষে ইশ্মায়েল ঈশ্বরের প্রতিজ্ঞার উত্তরাধিকারীকে খোলাখুলি ঠাট্টা-বিদ্রূপ করতে লাগলেন । ইশ্মায়েলের অশান্ত প্রকৃতির মধ্যে সারা ভবিষ্যৎ দ্বন্দ্বের উৎস দেখতে পেলেন এবং তিনি অব্রাহামকে অনুরোধ জানালেন যেন হাগার ও ইশ্মায়েলকে দূরে পাঠিয়ে দেওয়া হয়। PPBeng 93.3

    গোত্রপতি এক মহা বিপদে পড়লেন। কি করে তিনি তার ছেলে যাকে তিনি এখনো খুবই ভালবাসেন সেই ইশ্মায়েলকে, বিতাড়িত করতে পারেন? হতবুদ্ধি হয়ে তিনি ঈশ্বরীয় পরিচালনা কামনা করলেন। এক পবিত্র দূতের মাধ্যমে ঈশ্বর তাকে সারার আকঙ্খা পূর্ণ করতে বললেন; শুধু এই উপয়েই তিনি নিজ পরিবারে ঐক্য ও শান্তি পুনঃ স্থাপিত করতে পারেন। দূত তাকে এই প্রতিশ্রুতি দিলেন যে ঈশ্বর ইশায়েলকে ছেড়ে যাবেন না এবং তিনি এক মহা জাতির পিতা হবেন। অব্রাহাম আদেশ মানলেন, কিন্তু অনেক মনোকষ্ট ব্যতিরেকে নয় । যখন পিতা তার ছেলে ও হাগারকে দূরে পাঠিয়ে দিলেন তখন তার হৃদয় দুঃখ ভারাক্রান্ত ছিল । PPBeng 93.4

    বিবাহিত সম্পর্কের পবিত্রতা সকল যুগের জন্য এক বিশেষ শিক্ষাতে পরিণত হল। মহা ত্যাগের মাধ্যমেও এই সম্পর্কের অধিকার ও সুখ বজায় রাখতে হবে। সারাই অব্রাহামের আসল স্ত্রী ছিলেন। অন্য কেউ তার অধিকারে অংশ গ্রহণ করতে পারত না। তিনি অনিচ্ছুক ছিলেন যে অব্রাহামের স্নেহ অন্য কাউকে দান করা হোক, এবং তার প্রতিদ্বন্দ্বীকে বিতাড়িত করার জন্য ঈশ্বর তাকে তিরস্কার করলেন না। PPBeng 94.1