Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দায়ূদ নিঃস্বার্থ ভাবে ধর্মধামের জন্য সম্পদ ও অর্থ সংগ্রহ করেন

    দায়ূদের রাজত্ব প্রথম দিন থেকেই তার সবচেয়ে আকাঙ্খিত পরিকল্পনা ছিল সদাপ্রভুর জন্য মন্দির নির্মাণ করা। তিনি অনেক দামী দামী বস্তু সংগ্রহ করেছিলেন- সোনা, রূপা, মনি-পাথর, বিভিন্ন রঙের পাথর, মার্বেল পাথর ও মূল্যবান কাঠ। আর এখন ঈশ্বরের উপস্থিতির প্রতীক নিয়ম সিন্দুকের জন্য অন্য কেহ ঘরটি তৈরী করবে। PPBeng 546.3

    এখন তার শেষ মুহূর্ত উপস্থিত জেনে, রাজা দেশের প্রত্যেক অঞ্চল হতে প্রতিনিধিদের ডেকে পাঠালেন যেন তারা তার উত্তরাধিকারী গ্রহণ করেন। তার দৈহিক দুর্বলতার জন্য এই হস্তান্তরের সময় তার দৈহিক উপস্থিতি কামনা করা হয় নি; কিন্তু ঈশ্বররের আত্মা তার উপর আসলেন, এবং শক্তি ও উদ্দীপনার সহিত শেষবারের মত তিনি তার লোকদের উদ্দেশে কথা বলতে পারলেন। মন্দির নির্মাণের জন্য তার আকাঙ্খার বাক্য, ও ঈশ্বরের আদেশ যে তার ছেলে শলোমন তা তৈরী করবেন এই কথা তিনি তাদের বললেন। আর দায়ূদ বললেন, “অতএব এখন সদাপ্রভুর সমাজ সমস্ত ইস্রয়েলের সাক্ষাতে ও আমাদের ঈশ্বরের কর্ণগোচরে তোমরা যত্নপূর্বক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আজ্ঞার অনুশীলন কর, যেন এই উত্তম দেশের স্বত্ব ভোগ করিতে পার, এবং তোমাদের পরে তোমাদের সন্তানগণের চিরস্থায়ী অধিকারার্থে তাহা রাখিয়া যাও।” PPBeng 546.4

    দায়ূদ তার সমস্ত অন্তঃকরণ দিয়ে একান্ত ভাবে এই অনুরোধ করলেন যেন ইস্রায়েলদের নেতাগণ ঈশ্বরের অনুগত থাকেন, এবং যে পাপ তার পিতার কর্তৃত্বকে দুর্বল করে তুলেছিল, তার জীবনকে তিক্ততায় ভরে তুলেছিল, এবং ঈশ্বরের অসম্মানের কারণ হয়েছিল, সেই পাপ হতে শলোমন যেন দূরে থাকতে পারেন। যে ছেলেকে তার উত্তরাধিকারীরূপে ইতিমধ্যেই স্বীকার করে নেয়া হয়েছিল, সেই ছেলের দিকে ফিরে তিনি বললেন, “হে আমার পুত্র শলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা কর; কেননা...কল্পনা বুঝেন;... এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য একটি গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন।” PPBeng 547.1

    ধর্মধাম তৈরীর জন্য দায়ূদ শলোমনকে পুঙ্খানুপুঙ্খরূপে নির্দেশ দিলেন । শলোমন তখনও যুবক ছিলেন এবং ধর্মধাম তৈরীর দায়িত্ব ও ঈশ্বরের লোকদের শাসন কার্য চালানোর দায়িত্ব নিতে ভয় পেতেন। তাই দায়ূদ বললেন, “তুমি বলবান হও, সাহস কর, কার্য কর, ভয় করিও না, নিরাশ হইও না, কেননা সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর, তোমার সহবর্ত্তী আছেন, ...তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না।” PPBeng 547.2

    আবারও দায়ূদ সমাজের উদ্দেশে অনুরোধ করলেন: “ঈশ্বর কেবল আমার পুত্র শলোমনকে মনোনীত করিয়াছেন; সে এখনও অল্পবয়স্ক ও কোমল, আর এই কার্য্য অতি মহ, কেননা এই প্রাসাদ মনুষ্যের নিমিত্ত নয়, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত।” তিনি বললেন “আমার যতটা ক্ষমতা আছে, তদনুসারে আমি আমার ঈশ্বরের গৃহের নিমিত্তে...আয়োজন করিয়াছি।” আর তিনি জিনিস পত্র সংগ্রহ করেছিলেন, তার বিবরণ দিলেন। যে সমাজের জনতা তাদের উদার দান নিয়ে এসেছিল, তাদের উদ্দেশে তিনি বলেন, “ভাল, আজকে সদাপ্রভুর উদ্দেশে নিজের হস্তপূরণের জন্য ইচ্ছাপূর্বক দান করে?” সমাজ হতে অত্যন্ত উদার সাড়া পাওয়া গেল। “তাহাতে লোকেরা নিজ ইচ্ছায় দান করিবার জন্য আনন্দ করিল, কেননা তাহারা একাগ্রচিত্তে সদাপ্রভুর উদ্দেশে নিজ ইচ্ছায় দান করিল, এবং দায়ূদ রাজাও মহানন্দে আনন্দ করিলেন।” PPBeng 547.3

    “আর দায়ূদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। দায়ূদ বলিলেন, হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল হইতে চিরকাল পর্য্যন্ত।...আর এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমার স্তব করিতেছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে, আমরা এই প্রকার ইচ্ছাপূর্ব্বক দান করিতে সমর্থ হই? সমস্তই ত তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি, তাহাই তোমাকে দিলাম ।...আর আমার পুত্র শলোমনকে একাগ্র চিত্ত প্রদান কর, যেন সে তোমার আজ্ঞা, তোমার প্রমাণবাক্য ও তোমার বিধিকলাপ পালন করিতে ও এই সমস্ত কার্য্য করিতে পারে, এবং আমি যে প্রাসাদের জন্য আয়োজন করিয়াছি, তাহা নির্মাণ করিতে পারে।” PPBeng 547.4