মোশির শেষ আশীর্বাদ
শেষবারের মত মোশি তার লোকদের মন্ডলীর সামনে দাঁড়ালেন। আবারও ঈশ্বরের আত্মা তার উপর আসলেন আসলেন এবং মহিমান্বিত ও হৃদয়স্পর্শকারী ভাষায় তিনি প্রত্যেক বংশের জন্য প্রার্থনা করলেন এবং সবার জন্য শেষ প্রার্থনা করলেন:- PPBeng 334.2
অনাদি ঈশ্বর তোমার বাসস্থান,
নিম্নে অনন্তস্থায়ী বাহু-যুগল; ...
তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে,
যাকোবের উস একাকী থাকে,
আহত শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে;
আর তাহার আকাশ হইতেও শিশির ঝরে।
হে ইস্রায়েল! ধন্য তুমি,
তোমার তুল্য কে?
তুমি সদাপ্রভু কর্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি,
তিনি তোমার সাহায্যের ঢাল,
তোমার ঔকর্ষের খড়গ। PPBeng 334.3
দ্বিতীয় বিবরণ ৩৩:২৭-২৯।
মোশি মন্ডলীসমূহ ত্যাগ করে, নীরবে এবং একাকী, “নবো পর্বতে,...পিগা-চূড়ায়” উঠিলেন। ঐ উচ্চ চূড়ায় নির্জনতায় তার সম্মুখে প্রসারিত দৃশ্যের দিকে অপলক চোখে তাকিয়ে দেখলেন । PPBeng 335.1
পশ্চিম দিকে দূরে বিশাল সমুদ্রের জল দেখা যাচ্ছিল। উত্তর দিকে আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হর্মোণ পর্বত। পূর্ব দিকে ছিল মোয়াবের মালভূমি। পেছনে ছিল বাশন, ইস্রায়েলদের বিজয়ের স্মারক-চিহ্ন আর দক্ষিণে ছিল তাদের দীর্ঘ যাত্রার স্মৃতিবাহক মরু প্রান্তর। রাজ দরবারের সম্মান ও মিসরীয় রাজ্য পরিত্যাগ করে, ঈশ্বরের লোকদের সহিত নিজ ভাগ্য যুক্ত করার পর হতে আরম্ভ করে তার জীবনের কঠিন দিনগুলির কথা মোশি একাকী বসে স্মরণ করতে লাগলেন । প্রান্তরে দীর্ঘকাল যিথ্রোর মেষপাল চরাণোর দিনগুলির কথা, জ্বলন্ত ঝোপে ঈশ্বরের দূতের উপস্থিতির কথা, এবং ইস্রায়েলকে মুক্ত করতে আহুত হওয়ার কথা তার স্মরণে আসল। মনোনীত লোকদরে পক্ষে ঈশ্বরের অলৌকিক প্রকাশ এবং তাদের ইতস্ততঃ যাত্রা ও বিদ্রোহের সময় তার ধৈর্য্যশীলতার আশীর্বাদ, আবার তার চক্ষের সম্মুখে ভেসে উঠল। যে বিশাল সৈন্যদল মিসর ত্যাগ করেছিল তার মধ্যে মাত্র দু'জনকেই প্রকৃত বিশ্বাসীরূপে পাওয়া গেছে যারা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারবে। তার কষ্টভোগ ও আত্মত্যাগের জীবন যেন ব্যর্থ হয়ে গিয়েছে বলে মনে হল । PPBeng 335.2
তথাপি তিনি জানতেন যে তার কষ্ট ও কাজ ঈশ্বর নিযুক্ত করে দিয়েছিলেন। ইস্রায়েলদের দাসত্ব থেকে মুক্ত করার আহবান যখন প্রথম তার কাছে এসেছিল, তিনি ঐ দায়িত্ব গ্রহণ করতে সঙ্কুচিত হয়েছিলেন, কিন্তু তিনি ঐ বোঝা ঝেড়ে ফেলে দেন নি। এমন কি যখন ঈশ্বর ইস্রায়েলদের ধ্বংস করে দিয়ে তাকে ঐ দায়িত্ব হতে নিষ্কৃতি দিতে চেয়েছিলেন, তখনও মোশি এতে রাজী হতে পারেন নি । তিনি ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করেছিলেন; মরু প্রান্তরে অবস্থান কালে তার সহিত প্রেমের যোগাযোগ স্থাপনের মাধ্যমে তিনি এক অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা লাভ করেছিলেন। কিছু সময়ের জন্য আমোদ- প্রমোদে ডুবে না থেকে ঈশ্বরের লোকের সংগে কষ্ট ভোগ করতে সিদ্ধান্ত নিয়ে তিনি এক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তার ধারণা হল । PPBeng 335.3
যখন তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার দিকে পেছন ফিরে দেখলেন, তখন দেখতে পেলেন যে একটি অন্যায় কার্য্য তার ইতিহাসকে কলঙ্কিত করেছে। তার মনে হচ্ছিল ঐ একটি অন্যায় কার্য্য মুছে ফেলা যেত তবে তিনি মৃত্যুর মোকাবেলা করতে পিছুপা হতেন না। তাকে নিশ্চিত করা হয়েছিল যে, অনুতাপ ও প্রতিজ্ঞাত মুক্তিদাতার উপর বিশ্বাসই ঈশ্বরের একটি মাত্র দাবী, আর আবারও মোশি তার পাপ মেনে নিলেন এবং যীশুর নামে ক্ষমা ভিক্ষা করলেন। PPBeng 335.4
এখন আবার প্রতিজ্ঞাত দেশের একটি বিস্তারিত দৃশ্য তার কাছে তুলে ধরা হল, খুব দূরে অস্পষ্ট ও অনিশ্চিত নয়, কিন্তু তার আনন্দিত চোখে এটি স্বচ্ছ, স্পষ্ট, ও খুব সুন্দর ভাবে ফুটে উঠেছিল। এই দৃশ্যে দেশটি তখন যে রকম ছিল তার চিত্র ছিল না, কিন্তু তা ছিল, ঈশ্বরের আশীর্বাদে ভবিষ্যতে এটি যে রকম হবে তারই দৃশ্য। তাতে ছিল অগুরু বৃক্ষ শোভিত পর্বতরাজ, পাহাড় সমূহ ছিল জলপাই গাছ দ্বারা ধূসরিত এবং আঙ্গুরের গন্ধে মোহিত, প্রসারিত সবুজ মাঠ ফুলে, ফুলে, ও খেজুর গাছে পরিপূর্ণ ছিল, গম ও যবে মাঠসমূহ দোলায়িত ছিল, সূৰ্য্যস্নাত উপত্যকা নদীর কলকল্ ও পাখীর কলগানে মুখরিত ছিল, সুন্দর সুন্দর শহর ও মনোরম বনরাজি ছিল, হ্রদ সামুদ্রিক জীবে পরিপূর্ণ ছিল, পাহাড়ের গায়ে গায়ে পশুপাল চরাচ্ছিল, এবং এমন কি গাছে গাছে মৌমাছি তাদের সম্পদ সঞ্চয়ে ব্যস্ত ছিল। ঈশ্বরের আত্মার পরিচালনায় মোশি ইস্রায়েলদের নিকট ঠিক যে রকম বর্ণনা দিয়েছিলেন, ঐ দেশ বাস্তবিকই ঐ রকম ছিল । PPBeng 336.1