৪৪—যদ্দন নদী পার হওন
যতক্ষণ পর্য্যন্ত না তাদের বিদায়ী নেতাকে তাদের মধ্য হতে তুলে নেয়া হল ততক্ষণ পর্যন্ত ইস্রায়েলের তার বুদ্ধিপূর্ণ পরামর্শ, তার পিতৃসুলভ যত্ন, ও তার অনঢ় বিশ্বাসের গুরুত্ব বুঝতে পারে নি। PPBeng 341.1
মোশি মৃতুবরণ করেছিলেন, কিন্তু তার প্রভাব অনেক দিন পর্যন্ত বেঁচে থাকার কথা। যেরূপ অস্তগামী সূর্য্য তার আলোয় পর্বতের চূড়া রাঙ্গিয়ে দেয় এবং পর্বতের পেছনে সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর পর্যন্ত চূড়া আলোকিত থাকে, তেমনি পবিত্র ও ধার্মিক লোকেরা পৃথিবীকে তাদের মৃত্যুর পর অনেক দিন পর্যন্ত পৃথিবীকে আলোকিত করে রাখেন। “ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে।” গীতসংহিতা ১১২:৬। PPBeng 341.2
তাদের মহা-ক্ষতিতে যদিও লোকেরা দুঃখ ভারাক্রান্ত ছিল, তথাপি তারা একা ছিল না ৷ সমাগম তাঁবুর উপরে দিনের বেলা মেঘস্তম্ভ ও রাতের বেলা অগ্নিস্তম্ভ বিরাজ করছিল। যদি তারা তাঁর ব্যবস্থা নির্ধারিত পথে চলে তবে ঈশ্বর তখনও তাদের পথপ্রদর্শন ও সাহায্যকারী থাকবেন। PPBeng 341.3
যিহোশূয়কে এখন নেতা হিসাবে ইস্রায়েলরা স্বীকার করে নিল। সাহসী, অধ্যবসায়ী, স্বীয় স্বার্থে অমনোযোগী, এবং সর্বোপরী, জীবন্ত বিশ্বাসে অনুপ্রাণিত ইস্রায়েলদের সৈন্যবাহিনীর পরিচালনা দানকারী চরিত্র এরূপ ছিল । তিনি মোশির প্রধান মন্ত্রীরূপে কাজ করেছিলেন, এবং নীরব, ভন্ডামী বিহীনরূপে বিশ্বস্ত, যখন অন্যেরা অস্থির হয় তখন তিনি অনঢ়, বিপদের মুখেও সত্য সংরক্ষণ করা, এই সমস্ত দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে তিনি মোশির উত্তরাধিকারী হবার উপযুক্ত। PPBeng 341.4
গভীর দুশ্চিন্তা সহকারে যিহোশূয় তার করণীয় কার্যের দায়িত্ব গ্রহণ করলেন; কিন্তু ঈশ্বরের নিশ্চয়তা প্রদানে তার ভয় দূর হল, “আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব; আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না । ... কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে।” “যে কোন স্থানে তুমি উপস্থিত হইবে,...সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি।” “তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস রাখ; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন কর...তোমার মুখ হইতে এই ব্যবস্থাপূর্বক বিচলিত না ইউক;...তুমি দিবারাত্র তাহা ধ্যান কর।” তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না;...কেননা তাহা করিলে তোমার উন্নতি হইবে ও তুমি কৃতকার্য হইবে” । PPBeng 341.5
যিহোশূয়কে ঈশ্বর যে বাণী দিয়েছিলেন, তা হল, “উঠ, তুমি এই সমস্ত লোক লইয়া এই যৰ্দ্দন নদী পার হও, এবং তাহাদিগকে অর্থাৎ ইস্রায়েল- সন্তানদিগকে আমি যে দেশ দিতেছি, সেই দেশে যাত্রা কর।” যিহোশূয় জানতেন যে ঈশ্বর যে আদেশ দেন, সেই আদেশ মানার জন্য তিনি তার লোকদের জন্য পথও প্রস্তুত করেন। এই বিশ্বাসেই দুঃসাহসী নেতা এগিয়ে যাবার প্রস্তুতি শুরু করলেন। PPBeng 342.1
ইস্রায়েলরা যেখানে শিবির স্থাপন করেছিল তার ঠিক উল্টাদিকে ছিল অতি সুরক্ষিত যিরীহো নগর, সমস্ত দেশ দখল করার চাবি। এটি ইস্রায়েলদের জন্য এক কঠিন বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং যিহোশূয় দু'জন যুবককে গুপ্তচররূপে ওখানে পাঠালেন যেন তারা এর জনসংখ্যা, সম্পদ ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত ভাবে জেনে আসে। শহরের লোকেরা ভীত ও সন্ধিহান, আর তারা সতর্কতা অবলম্বন করল, আর ফলে ঐ গুপ্তচরেরা মহা বিপদের সম্মুখীন হল। কিন্তু যিরীহোর এক মহিলা, রাহব নিজ জীবনের ঝুঁকি নিয়ে তাদের রক্ষা করল। তার দয়ার বিনিময়ে তারা প্রতিজ্ঞা করল যে যখন নগরটি দখল করা হবে তখন তাকে রক্ষা করা হবে । PPBeng 342.2