Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিদ্রোহীদের প্রতি ঈশ্বরের বিচার

    এই ভাবে ইস্রায়েলের বিদ্রোহে প্ররোচনা দানকারীরা ধ্বংস প্রাপ্ত হল । অহীথোফল আত্ম হত্যা করে মারা গেলেন। যার সৌন্দর্য ইস্রায়েলের গর্বের বিষয় ছিল সেই অবশালোম যুব বয়সেই নিহত হলেন, তার দেহ একটি গর্তে ফেলে দিয়ে পাথর দ্বারা চাপা দেয়া হল, আর এই ছিল চিরন্তন তিরস্কারের প্রতীক। PPBeng 541.3

    বিদ্রোহী নেতাদের নিহত হবার পর রাজার নিকট সংবাদ দেবার জন্য দ্রুত দু'জন সংবাদবাহক প্রেরণ করা হল । PPBeng 541.4

    দ্বিতীয় সংবাদবাহক চিৎকার করে বল্‌ল, “আমার প্রভু মহারাজের জন্য সমাচার আনিয়াছি, আপনার বিরুদ্ধে যাহারা উঠিয়াছিল, সেই সকলের হস্ত হইতে সদাপ্রভু অদ্য আপনার বিচার নিষ্পত্তি করিয়াছেন।” পিতার মুখ হতে ... প্রশ্ন হল, “যুবক অবশালোমের কি মঙ্গল?” দুঃখজনক সংবাদ গোপন করতে না পেরে সংবাদবাহক উত্তর দিল, “আমার প্রভু মহারাজার শত্রুগণ ও যাহারা অমঙ্গলার্থে আপনার বিরুদ্ধে উঠে, তাহারা সকলে সেই যুবকের মত হউক।” দায়ূদ আর প্রশ্ন করলেন না, কিন্তু নত মস্তকে “নগর-দ্বারের ছাদের উপরিস্থ কুঠরীতে উঠিয়া রোদন করিতে লাগিলেন, এবং গমন করিতে করিতে কহিলেন, হায়! আমার পুত্র অবশালোম! আমার পুত্র। আমার পুত্র অবশালোম! কেন তোমার পরিবর্তে আমি মরি নাই? হায় অবশালোম! আমার পুত্র! আমার পুত্র!” PPBeng 541.5

    বিজয়ী সৈন্যদল শহরের নিকটবর্তী হল, তাদের বিজয়ের চিকার নিকটস্থ পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু যখন তারা শহরের সদর দরজা অতিক্রম করল, তখন তাদের বিজয় রব স্তিমিত হয়ে পড়ল, আর তাদের হাতের পতাকা নীচু হয়ে পড়ল, কেননা তাদের স্বাগতম জানানোর জন্য রাজা উপস্থিত ছিলেন না । নগর-দ্বারের ছাদের উপরের কামরা হতে তার কান্নার ধ্বনি শোনা যাচ্ছিল, “আমার পুত্র, আমার পুত্র অবশালোম! কেন তোমার পরিবর্তে আমি মরি নাই? হায় অবশালোম! আমার পুত্র! আমার পুত্র!” PPBeng 542.1

    যোয়াব অত্যন্ত ক্রোধান্বিত হলেন। ঈশ্বর তাদের বিজয় ও আনন্দের সুযোগ দিয়েছিলেন, ইস্রায়েলের ইতিহাসের বৃহত্তম বিদ্রোহ দমন করা হয়েছিল। তথাপি যার অপরাধের কারণে হাজার হাজার সাহসী লোকের জীবন ধ্বংস হয়েছিল তার জন্যই তাদের বিজয়কে শোকে পরিণত করা হয়েছে। দুর্বিনীত ও স্পষ্ট-বাদী সেনাপতি দরজা ঠেলে রাজার সামনে উপস্থিত হয়ে নির্ভীক ভাবে বললেন, “যাহারা আজ আপনার প্রাণ, আপনার পুত্র-কন্যাদের প্রাণ...রক্ষা করিয়াছে, আপনার সেই দাসগণকে আপনি আজ বিষণ্নবদন করিলেন। বস্তুতঃ আপনি আপন বিদ্বেষিগণকে প্রেম ও আপন প্রেমকারিগণকে দ্বেষ করিতেছেন; ফলে আপনি অদ্য প্রকাশ করিতেছেন যে, অধ্যক্ষেরা ও দাসেরা আপনার কাছে কিছুই নয়, কেননা অদ্য আমি দেখিতে পাইতেছি, যদি অবশালোম বাঁচিয়া থাকিত, আর আমরা সকলে আজ মরিতাম, তাহা হইলে আপনি সন্তুষ্ট হইতেন। অতএব এখন আপনি উঠিয়া বাহিরে গিয়া আপন দাসগণকে চিত্ততোষক কথা বলুন। আমি সদাপ্রভুর নামে শপথ করিতেছি, যদি আপনি বাহিরে না যান, তবে এই রাত্রি আপনার সহিত এক জনও থাকিবে না, এবং আপনার যৌবনকাল হইতে এখন পর্য্যন্ত যত অমঙ্গল ঘটিয়াছে, সে সকল অপেক্ষাও আপনার এই অমঙ্গল অধিক হইবে।” PPBeng 542.2

    এই তিরষ্কার খুবই নির্মম ও কঠোর ছিল, কিন্তু দায়ূদ এতে ক্রোধান্বিত হলেন না । সেনাপতি যে ঠিক বাক্য বলছেন তা বুঝতে পেরে তিনি সিঁড়ি দিয়ে নীচে গেলেন, আর যখন তার সাহসী সৈন্যরা মার্চ করে তাকে অতিক্রম করে চলতে লাগল, তখন তিনি তাদের উসাহজনক বাক্য দ্বারা স্বাগতম জানালেন । PPBeng 542.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents