Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দাদ জানেন যে তার পাপের ফলে এই বিপর্যয় ঘটেছে

    যদিও তার বিশ্বস্ত প্রজারা তার এই ভাগ্য পরিবর্তনে হতবাক্ হয়ে গিয়েছিল, তথাপি রাজার নিকট এটি কোন রহস্যজনক বিষয় ছিল না। এই ধরণের একটি সময় যে আসবে সে বিষয়ে তিনি আগে হতেই অনুভব করতে পেরেছিলেন । তিনি বরং এই জন্য আশ্চর্যান্বিত হয়েছিলেন যে ঈশ্বর এতকাল যাব তার পাপকে সহ্য করেছিলেন। আর এখন তার বিশ্বস্ত ও দুঃখজনক অবস্থায় তিনি তার রাজধানীর বাক্য স্মরণ করলেন যে রাজধানী তার পাপের দৃশ্য ছিল । যখন তিনি ঈশ্বরের ধৈর্য্যের কথা স্মরণ করলেন, তখন তিনি অনুভব করলেন যে সদাপ্রভু অনুগ্রহ সহকারে তার সাথে ব্যবহার করবেন। PPBeng 535.5

    দায়ূদ তার পাপ স্বীকার করেছিলেন এবং ঈশ্বরের বিশ্বস্ত দাস হিসাবে আপন কর্তব্য করতে চেষ্টা করছিলেন। তিনি রাজ্যের উন্নতির জন্য পরিশ্রম করেছিলেন। ঈশ্বরের ধর্মধাম নির্মাণের জন্য তিনি অনেক সামগ্রী সংগ্রহ করেছিলেন। এবং এত বসরের কঠোর পরিশ্রমের ফল কি তার বুদ্ধিহীন, বিশ্বাসঘাতক ছেলের হাতে গিয়ে পড়বে? PPBeng 536.1

    তার পাপের মধ্যেই তিনি তার বিপর্যয়ের কারণ খুঁজে পেলেন। নিষ্ঠুর অন্যায় ও অসম্মানের মধ্যেও তিনি নিজেকে নম্র, নিঃস্বার্থপর, দয়ালু ও আত্মত্যাগী বলে প্রমাণ করলেন। এই গভীর অসম্মানের মধ্যে ইস্রায়েলের এই রাজা যত সত্যিকার মহ ছিলেন, ঈশ্বরের চোখে এর আগে কখনও তিনি এত মহ ছিলেন না । PPBeng 536.2

    যে অভিজ্ঞতার মাধ্যমে তিনি দায়ূদকে দিন যাপন করতে দিয়েছিলেন তাতে এই প্রমাণিত হয় যে সদাপ্রভু কখনও পাপ সহ্য বা ক্ষমা করতে পারেন না। দায়ূদের কঠোর বিচার সময়ের ইতিহাস আমাদের ঈশ্বরের অনুগ্রহের কার্যকারীতা বুঝতে সাহায্য করে। তিনি দায়ূদের বিচার করলেন সত্য, তবে তিনি তাকে ধ্বংস করলেন না। এই আগুন সংশোধনের আগুন ছিল, সম্পূর্ণ ধ্বংস করার আগুন ছিল না । PPBeng 536.3