Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    দায়ূদ তার পাপের জন্য শাস্তি পান

    ঈশ্বরের দ্রুত বিচারের ফলে যদি তিনি পাপীরূপেও ক্ষমা না পেয়ে মারা পড়েন এই ভয়ে দায়ূদ কম্পিত হলেন। কিন্তু ভাববাদী তাকে সংবাদ দিলেন, “সদাপ্রভুও আপনার পাপ দূর করিলেন ।” তথাপি ন্যায় বিচার প্রয়োজন ছিল। মৃত্যু এখন দায়ূদের উপর হতে তার পাপের ফল যে সন্তান, তার উপর পড়ল । এই ভাবে রাজাকে অনুতাপ করার সুযোগ দেয়া হল, আর তার দন্ডের অংশ হিসাবে তার সন্তানের কষ্টভোগ ও মৃত্যু তার নিজ মৃত্যুর চাইতে অধিক যাতনাদায়ক ছিল । PPBeng 525.3

    যখন তার ছেলে অসুস্থ হল, তখন দায়ূদ উপবাস রেখে ও অত্যন্ত বিনতীর সাথে তার জীবন ভিক্ষা চাইলেন। রাতের পর রাত তিনি তার পাপের জন্য যাতনারত তার সন্তানের জন্য ভগ্ন হৃদয়ে ঈশ্বরের কাছে অনুরোধ করতে থাকলেন। যখন শুনতে পেলেন যে ছেলের মৃত্যু হয়েছে, তখন তিনি ঈশ্বরের বিচার মেনে নিলেন। যে প্রতিদানকে তিনি নিজে ন্যায্য বলে ঘোষণা করেছিলেন, তার প্রথম আঘাত তাঁর উপর পড়ল । PPBeng 525.4

    দায়ূদের এই পতনের ইতিহাস পড়ে অনেকেই প্রশ্ন করে থাকেন, “যে ব্যক্তি স্বর্গে এত সম্মানিত, তার জীবনের এই কালো অধ্যায় কেন ঈশ্বর পৃথিবীর চোখে তুলে ধরলেন?” অবিশ্বাসীরা বিদ্রূপের সাথে বলেছে, এই হল ঈশ্বরের একমাত্র প্রিয় দাস। এই ভাবে ঈশ্বর ও তার বাক্যের অবমাননা করা হয়েছে, আর অনেকে ধার্মিকের ভান করে আরও সাহসীকতার সাথে পাপ করেছেন। PPBeng 526.1

    কিন্তু দায়ূদের ইতিহাস পাপকে সহ্য করার কোন প্রমাণ দেয় না । যখন তিনি ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলছিলেন তখন তাকে ঈশ্বরের একমাত্র প্রিয় দাস বলা হয়েছিল। কিন্তু যখন তিনি পাপ করেছিলেন তখন তিনি আর ঐটি তার বিষয়ে ততক্ষণ প্রযোজ্য ছিল না যতক্ষণ না তিনি অনুতাপ করে ঈশ্বরের কাছে ফিরে আসেন । দায়ূদ যা করেছিলেন তা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ ছিল। আর যদিও দায়ূদ অনুতপ্ত হয়েছিলেন ও পাপ স্বীকার করেছিলেন, তবুও তিনি যে বীজ বুনেছিলেন তার অশুভ ফল পেতে হয়েছিল। তার যে বিচার হয়েছিল তা প্রমাণ দেয় যে ঈশ্বর পাপকে কত ঘৃণা করেন । PPBeng 526.2

    পাপের অবগতি ও এর সুদূর প্রসারী ফল দায়ূদের মন ভেঙ্গে দিয়েছিল । তিনি তার প্রজাদের দৃষ্টিতে অবনমিত বোধ করতেন। তার প্রভাব দুর্বল হয়ে পড়েছিল। তার পাপের বাক্য জানার পর তার প্রজারা আরো সাহসীকতার সাথে পাপ করতে পারত। তার নিজের পরিবারের উপর তার কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। যখন পাপকে দেখিয়ে দেয়া প্রয়োজন হত, তখন তার অপরাধবোধ তাকে নীরব করে ফেলত। তার মন্দ দৃষ্টান্ত তার ছেলেদের উপর প্রভাব বিস্তার করেছিল, এবং এর ফল প্রতিরোধের জন্য ঈশ্বর হস্তক্ষেপ করেন নি। এইরূপে দায়ূদ কঠোর ভাবে তিরস্কৃত হয়েছিলেন । অনেক অনুতাপের পরও যে অমঙ্গল রোধ সম্ভব নয়, সেই অমঙ্গল, হৃদয়ের যাতনা, এবং অপমান তার পার্থিব জীবনকে অন্ধকার করে ফেলেছিল। PPBeng 526.3

    যারা দায়ূদের দৃষ্টান্ত দেখায় তাদের নিজ পাপের গুরুত্বকে লঘু করতে চান, পবিত্র বাইবেলের এই প্রতিবেদন হতে জানতে পারেন যে ব্যবস্থা লঙ্ঘন করা খুবই কঠিন। এই জীবনেই পাপের ফলকে খুবই তিক্ত ও সহ্যের অতীত বলে মনে হবে। PPBeng 526.4

    ঈশ্বর চেয়েছিলেন যে দায়ূদের পাপের ইতিহাস একটি সতর্ককারীরূপে কাজ করবে যে, যে সমস্ত লোকদের ঈশ্বর অশেষ দয়া করেছেন তারাও যেন পাপের বিষয়ে নিরাপদ বোধ না করেন। আর যারা নম্রতার সাথে তার প্রদত্ত শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন, তাদের জন্য এটি যথেষ্ট সহায়ক হয়েছে। সদাপ্রভু এত সম্মান দিয়েছিলেন, সেই দায়ূদের এই পাপ তাদের মধ্যে নিজের প্রতি অবিশ্বাসের জন্ম দিয়েছে। শুধু ঈশ্বরের উপর নির্ভরশীলতায়ই শক্তি ও নিরাপত্তা পাওয়া যায়, এই জ্ঞান তাদের শয়তানের ফাঁদে প্রথম পদক্ষেপ করা হতে বিরত রেখেছে । PPBeng 526.5

    দায়ূদের বিপক্ষে ঈশ্বরের বিচার নেমে আসার আগেই তিনি ব্যবস্থা লঙ্ঘনের ফল ভোগ করতে শুরু করেন । তিনি হৃদয়ের মধ্যে যে যাতনা ভোগ করছিলেন তা গীতসংহিতা বত্রিশের মধ্যে দেখা যায় : PPBeng 527.1

    “আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতে ছিলাম । PPBeng 527.2

    কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল।” গীতসংহিতা ৩২:৩, ৪ । PPBeng 527.3

    আর ঈশ্বর যখন তাকে তিরস্কার করার পর গীতসংহিতা একান্নতে তার অনুতাপের ভাষা পাওয়া যায় : PPBeng 527.4

    “হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর,
    আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও ।
    তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না,
    তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না ।
    হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর,
    রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর,
    আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে ।
    PPBeng 527.5

    গীতসংহিতা ৫১:১০, ১১, ১৪।

    এই ভাবে ইস্রায়েলের রাজা তার পাপ, তার অনুতাপ, এবং ঈশ্বরের অনুগ্রহের জন্য তার পাপ ক্ষমার আশার বাক্য ব্যক্ত করেছিলেন। তার ইচ্ছা ছিল যে তার পাপের ইতিহাস হতে অন্যেরা উপদেশ লাভ করবেন। PPBeng 527.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents