Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বালাক আবারও চেষ্টা করলেন

    বালাক মনে করলেন যে যিহূদীদের বিশাল শিবির শ্রেণীর মনোরম ও ভীতিকর দৃশ্য বিলিয়মকে এত ভীত করে তুলেছিল যে তিনি তার যাদুবিদ্যা তাদের প্রয়োগ করতে সাহস পান নাই। তাই রাজা সিদ্ধান্ত নিলেন যে ভাববাদীকে এমন এক স্থানে নিয়ে যাবেন যেখানে ঐ সৈন্যবাহিনীর অল্প একটু দেখা যাবে। আবারও সাতটি যজ্ঞবেদী তৈরি করা হল, যার উপর আগের মতই উসর্গের প্রাণী রাখা হল। রাজা ও রাজপুত্ররা বলির কাছে অপেক্ষা করলেন, আর ঈশ্বরের সহিত সাক্ষাতের জন্য বিলিয়ম চলে গেলেন। আবারও ভাববাদীকে স্বর্গীয় বার্তা দেয়া হল যা পরিবর্তন বা রোধ করার ক্ষমতা তার থাকল না। PPBeng 317.3

    যখন তিনি তাদের নিকট উপস্থিত হলেন, তাকে প্রশ্ন করা হল, “সদাপ্রভু কি বলিলেন?” তার উত্তর রাজা ও রাজপুত্রের অন্তরে ভীতির সঞ্চার করল, PPBeng 317.4

    ” ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন ; ......
    দেখ, আমি আশীর্বাদ করিবার আজ্ঞা পাইলাম,
    তিনি আশীর্বাদ করিয়াছেন, আমি অন্যথা করিতে পারি না। তিনি যাকোবের অধর্ম দেখিতে পান নাই,
    ইস্রায়েলে উপদ্রব দেখেন নাই,
    উহার ঈশ্বর সদাপ্রভু উহার সহবর্ত্তী,
    রাজার জয়ধ্বনি উহাদের মধ্যবর্তী।”
    PPBeng 317.5

    মহা যাদুকর তার যাদুবিদ্যার শক্তি তাদের উপর প্রয়োগের চেষ্টা করেছিলেন, কিন্তু যতদিন তারা স্বর্গীয় তত্ত্বাবধানের অধীনে থাকবে, ততদিন শয়তানের সকল ক্ষমতার সহায়তায় কোন জনগোষ্ঠি বা জাতি তাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। সারা পৃথিবী বিস্ময়ে হতবাক্ হয়ে যাওয়া উচিত যে একজন মানুষকে স্বর্গীয় শক্তি এমনই নিয়ন্ত্রণে নিতে পারে যে সে অভিশাপ উচ্চারণের পরিবর্তে মনোরম কবিতায় গৌরবপূর্ণ ও মূল্যবান প্রতিজ্ঞাসমূহ উচ্চারণ করে। যখন শয়তান ঈশ্বরের লোকদের বিরুদ্ধে মিথ্যা বলতে ও তাদের ধ্বংস করতে দুর্বৃত্তদের অনুপ্রাণিত করবে। PPBeng 318.1

    নিরুৎসাহিত ও দুঃখিত হয়ে মোয়াবের রাজা চিৎকার করে উঠলেন, “আপনি উহাদিগকে শাপও দিবেন না আশীর্বাদও করিবেন না।” তথাপি তিনি আর একবার চেষ্টা করে দেখতে চাইলেন। বিলিয়মকে তিনি পিয়োর পর্বতে নিয়ে গেলেন যেখানে বাল দেবতার লাম্পট্যপূর্ণ পূজার জন্য একটি মন্দির ছিল। এখানে সমসংখ্যক বলি দেয়া হল। কিন্তু বিলিয়ম যাদুবিদ্যা প্রয়োগের কোন ভান করলেন না। তিনি ইস্রায়েলদের শিবির শ্রেণীর দিকে দৃষ্টি দিলেন, আর তার কন্ঠ হতে স্বর্গীয় বার্তা বেরিয়ে এল: PPBeng 318.2

    “হে যাকোব, তোমার তাঁবু সকল,
    হে ইস্রায়েল, তোমার আবাস সকল কেমন মনোহর ।
    সেগুলি উপত্যকার ন্যায় বিস্তারিত,
    নদী তীরস্থ উদ্যানের তুল্য,...
    উহার রাজা অগাগ অপেক্ষাও
    উচ্চ হইবেন, উহার রাজ্য উন্নত হইবে। ...
    যে তোমাকে আশীর্বাদ করে, সে আশীঃপ্রাপ্ত,
    যে তোমাকে শাপ দেয়, সে শাপগ্রস্ত ।
    PPBeng 318.3

    বিলিয়ম ভবিষ্যদ্বাণী করলেন যে ইস্রায়েললের রাজা অগাগের চেয়েও মহান হবেন । এই নাম অমালেকীয়দের রাজাদের দেয়া হত, যারা তখন খুবই শক্তিশালী একটি জাতি ছিল। কিন্তু ইস্রায়েলরা যদি ঈশ্বরের প্রতি বাধ্য থাকে তবে তারা তাদের সকল শত্রুদের বশ্যতা স্বীকার করবে। ইস্রায়েলদের রাজা ছিলেন ঈশ্বরের পুত্র; এবং একদিন সমস্ত পৃথিবীতে তাঁর রাজ্য স্থাপিত হবে, এবং সমস্ত পৃথিবীর রাজাদের উপর তাঁর ক্ষমতা প্রতিষ্ঠিত হবে । PPBeng 318.4