Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বর অব্রাহামকে দুর্ভিক্ষে কষ্ট পেতে দিলেন কেন ?

    অব্রাহাম অনবরত দক্ষিণ দিকে ভ্রমণ করতে থাকলেন, এবং আবারও তার বিশ্বাসের পরীক্ষা হল। স্বর্গ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল, এবং তার মেষ ও অন্যান্য পশু কোন চরাণীর ভূমি পেল না। সমস্ত তাম্বুবাসী অনাহারের ভয়ে ভীত হয়ে পড়ল। একের পর এক বিপদের উপস্থিতিতে অব্রাহাম কি করেন, সকলেই তা দেখার জন্য উদগ্রীব ছিল। যতক্ষণ তার বিশ্বাস দৃঢ় ছিল, তারা অনুভব করত যে তারা নিরাপদ রয়েছে; তারা নিশ্চিত ছিল যে ঈশ্বর তার (ব্রাহামের) বন্ধু এবং তিনি এখনও তাকে পরিচালনা দিচ্ছেন। PPBeng 79.1

    অব্রাহাম ঈশ্বরের এই প্রতিজ্ঞাকে দৃঢ় ভাবে ধরে থাকলেন, “আমি তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে।” জীবনের কোন পরিস্থিতিতে ঈশ্বরের উপর তার বিশ্বাসকে দুর্বল করতে দিবেন না । দুর্ভিক্ষ এড়ানোর জন্য তিনি মিসরে গেলেন। প্রচন্ড অভাবের সময়ও তিনি যে দেশ ছেড়ে এসেছিলেন, সেই কলদীয়দের দেশে আর ফিরে গেলেন না, বরং প্রতিজ্ঞাত দেশের যত নিকটে সম্ভব তত নিকটে একটি সাময়িক আশ্রয় খুঁজে নিলেন । PPBeng 79.2

    পরবর্তী কালে যাদের কষ্ট ভোগ করতে আহবান করা হবে তাদের শিক্ষার জন্য সদাপ্রভু তার পূর্ব পরিকল্পিত নির্ধারিত পরিকল্পনা অনুসারেই আব্রাহামকে শিক্ষা দেবার জন্য তার উপর এই পরীক্ষা আসতে দিলেন। যারা তার উপর তাদের বিশ্বাস ন্যাস্ত করে ঈশ্বর তাদের ভুলে যান না বা পরিত্যাগ করেন না। যে সমস্ত পরীক্ষা আমাদের বিশ্বাসের উপর কঠিন চাপ সৃষ্টি করে এবং আমাদের মনে এ রকম অনুভূতি সৃষ্টি করে যে, ঈশ্বর বুঝি আমাদের পরিত্যাগ করেছেন, সেগুলি আমাদের খ্রীষ্টের আরো নিকটবর্তী করে। আমরা আমাদের সমস্ত বোঝা তার কাছে নিয়ে আসতে পারি এবং বিনিময়ে তিনি যে শান্তি দান করেন তা উপভোগ করতে পারি । PPBeng 79.3

    অগ্নি কুন্ডের প্রচন্ড তাপের দ্বারা খ্রীষ্টীয় বিশ্বাসীদের চরিত্রের খাদ গলায়ে ফেলে খাঁটি সোনা বের করা হয় । ঈশ্বর তার সন্তানদের কঠিন পরীক্ষার মাধ্যমে শাসন করে থাকেন । তিনি দেখতে পান যে কারো কারো ক্ষমতা রয়েছে যা তার কাজ এগিয়ে যেতে ব্যবহার করা যাবে। তিনি তাদের এমন অবস্থানে নিয়ে আসেন যেখানে তাদের চরিত্রের পরীক্ষা হয় এবং তাদের নিজেদের নিকট অজানা তাদের দুর্বলতা প্রকাশ করে তার উপর তাদের নির্ভরশীলতা বৃদ্ধি করা হয়। এভাবে তাদের শিক্ষা দেয়া হয়, প্রশিক্ষণ দেয়া হয়, এবং শাসন করা হয়, এবং যে মহান লক্ষ্যে তাদের ক্ষমতা দেয়া হয়েছে সেই লক্ষ্য পূর্ণ করা হয়। তখন পৃথিবীতে কাজ করার জন্য তাদের সাথে স্বর্গীয় দূতগণ যোগদান করেন । PPBeng 79.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents