Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রেতাত্মাবাদের আসল রূপ

    ঈশ্বর অতীতে যে ডাইনি বিদ্যা ও ভূতপূজা নিষেধ করেছিলেন আধুনিক প্রেতাত্মাবাদ তারই পুনঃ প্রকাশ। এটি সম্বন্ধে ঈশ্বরের পবিত্র বাক্যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, এবং বলা হয়েছিল, “উত্তরকালে কতক লোক ভ্রান্তি জনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে।” ১ তীমথিয় ৪:১। PPBeng 498.4

    শেষকালে অনেক ভ্রান্ত শিক্ষকের আবির্ভাব হবে। ২ পিতর ২:১, ২। প্রেতাত্মাবাদের শিক্ষকরা খ্রীষ্টকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে না। ঐ সকল শিক্ষক সম্বন্ধে আমাদের প্রিয় যোহন বলেছেন, “যীশুই খ্রীষ্ট, ইহা যে অস্বীকার করে, সে বই আর মিথ্যাবাদী কে? সেই ব্যক্তি খ্রীষ্টারি, যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে । যে কেহ পুত্রকে অস্বীকার করে, সে পিতাকেও পায় নাই;” । ১ যোহন ২:২২, ২৩। খ্রীষ্টকে অস্বীকার করার মাধ্যমে প্রেতাত্মাবাদ পিতা ও পুত্র উভয়কেই অস্বীকার করে, আর বাইবেল অনুসারে এটিই খ্রীষ্টের শত্রু । PPBeng 498.5

    যে মোহের মাধ্যমে প্রেতাত্মাবাদ অগণিত লোকদের আকর্ষণ করে তা হল এটির এই প্রতারণা যে ইহা অন্ধকার ভবিষ্যকে দেখতে পায়। ঈশ্বর তাঁর বাক্যে আমাদের ভবিষ্যতের ঘটনাবলি সম্বন্ধে বলেছেন । আমাদের জন্য যতটুকু জানা প্রয়োজন, ততটুকুই জানিয়েছেন। কিন্তু শয়তানের কাজই হল ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসকে নষ্ট করে দেয়া, ঈশ্বর তাঁর জ্ঞানে যেটুকু আমাদের নিকট আড়াল করে রেখেছেন তা খুঁজে দেখার জন্য মানুষকে অনুপ্রাণিত করা, এবং তাঁর জ্ঞানে যেটুকু আমাদের নিকট আড়াল করে রেখেছেন তা খুঁজে দেখার জন্য মানুষকে অনুপ্রাণিত করা, এবং তাঁর পবিত্র বাক্যে যা প্রকাশ করেছেন তার প্রতি মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা । PPBeng 499.1

    পৃথিবীর ঘটনাবলীর ব্যাখ্যা করতে না পারলে অনেকেই অস্থির হয়ে উঠেন। তারা অনিশ্চয়তা সহ্য করতে পারেন না এবং ঈশ্বরের মুক্তির অপেক্ষা করতে পারেন না। তাদের মধ্যে বিদ্রোহী মনোভাব সৃষ্টি হয় আর যা কিছু প্রকাশ করা হয় নি সে বিষয়ে জ্ঞান লাভের জন্য প্রচন্ড আবেগ নিয়ে এদিক সেদিক ছুটে বেড়ান। যদি তারা ঈশ্বরের উপর আস্থা স্থাপন করেন ও প্রার্থনা সহ অপেক্ষা করতে থাকেন, তবে তারা স্বর্গীয় শান্তি লাভ করবেন । PPBeng 499.2

    ভবিষ্যতের পর্দা ছিঁড়ে ফেলার এই যে প্রয়াস আর শয়তান তার ভবিষ্যৎ ঘটনা প্রকাশের ক্ষমতার প্রতি লোকের আস্থা সৃষ্টি করে। ভ্রান্ত পথে চালিত ব্যক্তিদের তার ক্ষমতা আওতায় আনার জন্য সে তার যুগ যুগ ধরে লব্ধ অভিজ্ঞতা ব্যবহার করে কিছু কিছু ভবিষ্য ঘটনার সঠিক ভবিষ্যদ্বাণী করে থাকে । PPBeng 499.3

    ঈশ্বরই তাঁর লোকদের আলো। তিনি চান যেন তারা মনের চোখের আড়ালে তার যে গৌরব লুকিয়ে আছে তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে। তারা স্বর্গের ক্ষমতা হতে আলো পায় তাই শয়তানের প্রতিনিধির প্রতি তাকানোর তাদের কোন আকাঙ্খা নাই । PPBeng 499.4

    শৌলের নিকট ভূতের সংবাদের উদ্দেশ্য ছিল না তাকে সংশোধন করা, বরং তাকে পূর্ণ ধ্বংস করাই ছিল এর লক্ষ্য। কিন্তু প্রায়ই তোষামোদের মাধ্যমে মানুষের ধ্বংস করাই প্রলোভনকারীর (অর্থাৎ শয়তানের) মূল লক্ষ্য। সত্যকে অবহেলা করা এবং অপবিত্রতাকে ঘোষণা করে যে মৃত্যু বলে কিছু নাই, পাপ বলে কিছু না, বিচার নাই, ও প্রতিফল্পও নাই; আকাঙ্খা ও কামনা পূরণ করাই সবোর্চ্চ নীতি, আর মানুষ কেবল নিজের কাছেই জবাবদিহী করবে। সত্য, পবিত্রতা, এবং সম্মান রক্ষার জন্য ঈশ্বর যে সকল বাধা সৃষ্টি করেছেন, সেগুলি ভেঙ্গে ফেলা হয়, আর অনেকেই পাপের পথে চলতে সাহসী হয়ে উঠেন। PPBeng 499.5

    ঈশ্বর তার লোকদের পৃথিবীর জঘণ্য অবস্থা হতে বের করে আনছেন, যেন তারা তাঁর ব্যবস্থা পালন করতে পারে। এই জন্য “আমাদের ভাতৃগণের উপরে দোষারোপকারী” সীমাহীন ক্রোধে আগুন হয়ে উঠে। “কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে; সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত।” প্রকাশিত বাক্য ১২:১০, ১২। শয়তান ঈশ্বরের লোকদের ধ্বংস করার জন্য সংকল্পবদ্ধ, এবং সে তাদের অধিকার হতে বঞ্চিত করতে চায় । “তোমরা জাগিয়া থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়;” (মার্ক ১৪:৩৮), এই বাক্য বৰ্ত্তমান কালেই সবচেয়ে বেশী উপযোগী ।” PPBeng 500.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents