Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শীলো একটি সতর্কীকরণ স্থানে পরিণত হয়

    সমাগম-তাম্বুর আরাধনা অনুষ্ঠান পরিশেষে যিরূশালেমে স্থানান্তর করা হয়, এবং শীলো একটি ধ্বংসাবশেষে পরিণত হয়। অনেক দিন পর যিরূশালেমকে সতর্ক করার এর ভাগ্যের প্রতি ইঙ্গিত করা হয়। সদাপ্রভু যিরমিয়কে বলেছিলেন, “কিন্তু শীলোতে আমার যে স্থান ছিল, যেখানে আমি প্রথমে আপন নাম বাস করাইয়াছিলাম, তোমরা একবার তথায় গমন কর, এবং আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতা প্রযুক্ত আমি সেই স্থানের প্রতি যাহা করিয়াছি, তাহা দেখ।...সেই জন্য...এই যে স্থান আমি তোমাদিগকে ও তোমাদের পিতৃ- পুরুষদিগকে দিয়াছি, ইহার প্রতিও আমি এখন সেইরূপ করিব, যেরূপ শীলোর প্রতি করিয়াছিলাম ।” যিরমিয় ৭:১২, ১৪। PPBeng 367.3

    এইরূপে তাহারা দেশ বিভাগ কাজ শেষ” করার পর যিহোশূয় নিজ দাবী উত্থাপন করলেন । তিনি কোন প্রশস্ত প্রদেশ দাবী করলেন না, শুধু একটি মাত্র শহর, তিম্ন-সেরহ, যা অবশেষ রয়ে গিয়েছিল, তাই শুধু দাবী করলেন । বিজয়ী নেতা লুটের মালের প্রথম অংশ গ্রহণ না করে, তার লোকদের মধ্যে নম্রতম ব্যক্তি তার অংশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন। PPBeng 367.4