Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৬২—দায়ূদ রাজারূপে অভিষিক্ত হন

    সতেজ বাল্য বয়সে দায়ূদ বেলেহমের চতুর্দিকস্থ পাহাড়ের উপর মেষ চরাতেন। সরল রাখাল স্বরচিত গান গেতেন, আর সতেজ যুব কন্ঠের সহিত মিশে তার বীণা এক আশ্চর্য মুর্ছনার সৃষ্টি করত। পরবর্তীকালে তার নিকট ঈশ্বর যে দায়িত্ব অর্পণ করতে যাচ্ছিলেন, সেজন্যই তিনি তাকে প্রস্তুত করছিলেন। PPBeng 462.1

    “পরে সদাপ্রভু শমূয়েলকে বলিলেন, তুমি কতকাল শৌলের জন্য শোক করিবে? আমি ত তাহাকে অগ্রাহ্য করিয়া ইস্রায়েলের রাজ্যচ্যুত করিয়াছি। তুমি তোমার শৃঙ্গ তৈলে পূর্ণ কর, যাও, আমি তোমাকে বেলেহমীয় যিশয়ের নিকটে প্রেরণ করি, কেননা তাহার পুত্রগণের মধ্যে আমি আপনার জন্য এক রাজাকে দেখিয়া রাখিয়াছি।...আমি তোমার কাছে যাহার নাম করিব, তুমি আমার জন্য তাহাকে অভিষেক করিবে। পরে শয়েল সদাপ্রভুর সেই বাক্যানুসারে কর্ম করিলেন, তিনি বেলেহমে উপস্থিত হইলেন। তখন নগরের প্রাচীনবর্গ কাঁপিতে কাঁপিতে তাঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন, আর বলিলেন, আপনি শান্তিভাবে আসিয়াছেন ত? তিনি কহিলেন, শান্তিভাবে আসিয়াছি।” প্রাচীনেরা একটি যজ্ঞের নিমন্ত্রণ গ্রহণ করলেন, এবং শমূয়েল যিশয় ও তার ছেলেদেরও নিমন্ত্রণ জানালেন। যিশয়ের পরিবারের সকলেই এই নিমন্ত্রণে যোগ দিলেন, শুধু দায়ূদ ছাড়া, যিনি মেষের দেখাশুনা করার জন্য পিছনে রয়ে গেলেন । PPBeng 462.2

    যজ্ঞের নিমন্ত্রিত খাবার শুরুর আগে শমুয়েল সভ্রান্ত চেহারার যিশয়ের ছেলেদের প্রাথমিক পরীক্ষা শুরু করলেন। জ্যেষ্ঠ, ইলীয়াব তার দৈহিক গঠনে ও সৌন্দর্য্যে শৌলের মতই ছিলেন। যখন শমূয়েল তার রাজার মত চেহারার দিকে দৃষ্টি দিলেন, তখন তিনি ভাবলেন, “অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাঁহার সম্মুখে।” এবং যেন তিনি তাকে অভিষিক্ত করতে পারেন এর জন্য স্বর্গীয় অনুমোদনের অপেক্ষা করলেন। কিন্তু ইলীয়াব ঈশ্বরকে ভয় করতেন না। তিনি একজন গর্বিত, অত্যাচারী রাজা হতেন । শমূয়েলের প্রতি ঈশ্বরের বাক্য আসল, “তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না; কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন ।” মুখের সৌন্দর্য্য ও শরীরের গঠনের প্রতি লক্ষ্য দেয়া যে ভ্রান্তিপূর্ণ সে বিষয়ে আমরা শমূয়েলের ভুল হতে শিক্ষা লাভ করতে পারি। তাঁর সৃষ্টি সম্পর্কে ঈশ্বরের ধারণা আমাদের সীমিত মনের চিন্তার অনেক বাইরে। কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে যদি তাঁর সন্তানেরা যদি তাঁর ইচ্ছার নিকট আত্ম- সমর্পণ করে, তবে তিনি তাদের উপযোগী স্থান পূরণ করতে পরিচালনা দেবেন । PPBeng 462.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents