Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    দায়ূদ শৌলের নিকট হতে আত্ম-গোপন করেন

    কিন্তু দায়ূদ ইহা বিশ্বাস করতে পারলেন না। তিনি যোনাথনের নিকট ঘোষণা করলেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য, ও তোমার জীবিত প্রাণের দিব্য, আমার ও মৃত্যুর মধ্যে নিতান্ত এক পাদমাত্র ব্যবধান।” PPBeng 476.5

    নতুন চাঁদের সময় ইস্রায়েলে এক উসব পালন করা হত। আশা করা হয়েছিল যে দায়ূদ ও যোনাথন উভয়ই রাজার সাথে এক টেবিলে বসে খাবেন। কিন্ত্ত দায়ূদ উপস্থিত হতে ভয় পেলেন, এবং বন্দোবস্ত করা হল যে তিনি তার ভাইদের সাথে বেলেহমে সাক্ষা করবেন। ফিরে এসে রাজার নিকট হতে তিন দিন পর্যন্ত পালিয়ে থাকার জন্য তিনি খাবার ঘর হতে অল্প দূরে একটি মাঠে লুকিয়ে থাকবেন। আর যোনাথন শৌলের মনের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন। যদি রাজার কোন ক্রোধান্বিত প্রতিক্রিয়া না দেখেন, তবে দায়ূদের জন্য রাজ দরবারে ফিরে আসা নিরাপদ হবে। PPBeng 476.6

    যখন দ্বিতীয় দিনও টেবিলে দায়ূদের স্থান খালি থাকল তখন রাজা প্রশ্ন করলেন, “যিশয়ের পুত্র কল্য ও অদ্য কেন ভোজনে আসিতেছে না? যোনাথন শৌলকে উত্তর করিলেন, দায়ূদ বেলেহমে যাইবার জন্য আমার কাছে অনেক বিনতি করিয়াছিল; সে কহিল, অনুগ্রহ করিয়া আমাকে যাইতে দেও, কেননা নগরে আমাদের গোষ্ঠীর এক যজ্ঞ আছে, এবং আমার ভ্রাতাই আমাকে যাইতে আজ্ঞা করিয়াছেন; অতএব বিনয় করি, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আমি গিয়া আমার জ্ঞাতিদিগকে দেখিয়া আসি । এই জন্য সে রাজার মেজে আইসে নাই।” PPBeng 477.1

    যখন শৌল এই বাক্যগুলি শুনলেন তখন তিনি ক্রোধে দিশেহারা হলেন। তিনি ঘোষণা দিলেন যে যতদিন দায়ূদ জীবিত আছেন ততদিন যোনাথন সিংহাসন অধিকার করতে পারবেন না । শীঘ্রই দায়ূদকে আনাতে হবে যেন তাকে হত্যা করা সম্ভব হয়। যোনাথন আবারও আর্জি পেশ করলেন, “সে কেন হত হইবে? সে কি করিয়াছে?” এতে রাজার এত রাগ হলো যে তিনি শয়তানের মত হয়ে উঠলেন এবং যে বল্লম দায়ূদকে মারার জন্য রেখেছিলেন, তা নিজ ছেলের প্রতি নিক্ষেপ করলেন । PPBeng 477.2

    রাজপুত্র দুঃখিত ও ক্রোধান্বিত হলেন। রাজার নিকট হতে উঠে গিয়ে নির্দিষ্ট সময়ে সেই নির্ধারিত স্থানে এসে গেলেন যেখানে দায়ূদকে রাজার ইচ্ছা জানানোর বাক্য ছিল। তারা উভয়ে খুব কাঁদলেন। রাজার কু-মতলবের ছায়া তাদের উভয়ের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছিল, এবং তাদের দুঃখ ভাষায় অবর্ণনীয় ছিল। যখন তারা পৃথক হলেন, তখন যোনাথনের শেষ কথা দায়ূদের কানে আসল,“কুশলে যাও, আমরা ত দুই জন সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে, সদাপ্রভু যুগে যুগে আমার ও তোমার মধ্যবর্তী এবং আমার বংশের ও তোমার বংশের মধ্যবর্তী থাকিবেন।” PPBeng 477.3

    দায়ূদ দ্রুত নোবের দিকে যাত্রা করলেন। শীলো হতে সমাগম-তাম্বু ঐ স্থানে নিয়ে আসা হয়েছিল এবং ঐখানে মহাযাজক অহীমেলক সেবা কাজ করতেন । যাজক দায়ূদকে দেখে অবাক হলেন যে তিনি এত দ্রুত একাকী এসে উপস্থিত হয়েছেন। তিনি জানতে চাইলেন যে তিনি কি কারণে এখানে এসেছেন। তার এই কঠিন সময় যুবক ছলনার আশ্রয় নিলেন। দায়ূদ যাজককে বললেন যে রাজা তাকে একটি বিশেষ গোপনীয় কাজে এখানে পাঠিয়েছেন । PPBeng 477.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents