Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ইস্রায়েলদের মারত্মক ভুল

    চল্লিশ বৎসর আগের সেই ঘটনা যা ইস্রায়েলদের মরু প্রান্তরে ইতঃস্তত ভ্রমণে বাধ্য করেছিল তা অনেকেরই স্মরণ ছিল। প্রতিজ্ঞাত দেশ সম্বন্ধে গুপ্তচরদের বিবৃতি অনেকাংশেই সত্য ছিল । শহরগুলি ছিল বৃহৎ ও দেয়াল ঘেরা এবং অধিবাসীরা ছিল দৈত্যকায়। কিন্তু ঈশ্বরের শক্তিকে অবিশ্বাস করে তাদের পিতৃপুরুষেরা যে ভুল করেছিল, তা এখন অনেকেই দেখতে পেল। এটিই তাদের এই সুন্দর দেশে প্রবেশে বাধা দিয়েছিল । PPBeng 309.3

    ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে যদি তাঁর লোকেরা তাঁর কথার বাধ্য হয় তবে তিনি তাদের আগে আগে যাবেন ও তাদের জন্য যুদ্ধ করবেন। তিনি ঐ দেশের অধিবাসীদের তাড়িয়ে দেবেন। কিন্তু এখন ইস্রায়েলরা সতর্ক ও শক্তিশালী শত্রুদের মোকাবেলা করে এগিয়ে যেতে হবে এবং বাধা দানে প্রস্তুত সুশিক্ষিত সৈন্যদলের সহিত যুদ্ধ করতে হবে। PPBeng 309.4

    তাদের পিতৃপুরুষরা ভীষণভাবে অকৃতকার্য হয়েছিল। কিন্তু ঈশ্বর যখন ইস্রায়েলদের এগিয়ে যেতে বলেছিলেন, তার চেয়ে এখন পরীক্ষা আরো কঠোর হয়েছে । এগিয়ে যেতে বলার পর যখন তারা অস্বীকার করেছিল তখনকার চেয়ে বাধা বিপত্তি এখন অনেক বেশী বেড়ে গিয়েছিল। PPBeng 309.5

    ঈশ্বর আজও তাঁর লোকদের পরীক্ষা করে থাকেন। আর যদি তারা অকৃতকার্য হয় তবে তিনি তাদের আবারও সেই একই জায়গায় ফেরৎ নিয়ে আসেন, এবং প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের পরীক্ষা কঠিনতর হয়। PPBeng 309.6

    ইস্রায়েলদের শক্তিশালী ঈশ্বর আমাদের ঈশ্বর। তাঁর উপর আমরা আস্থা রাখতে পারি, আর যদি আমরা তাঁর আদেশ সকল মানি, তবে তিনি অতীতে তাঁর লোকদের জন্য যে ভাবে কাজ করেছেন, আমাদের জন্যও সেই একই ভাবে কাজ করবেন। যারা হতাশাগ্রস্থ হয়ে পড়ে, তাদের কাছে যে কোন পথই অজেয় বাধা দ্বারা পরিপূর্ণ মনে হতে পারে; কিন্তু ঈশ্বরের আদেশ হল, এগিয়ে যাও। নম্রভাবে, ঈশ্বরের উপর নির্ভর করে যখন আপনি সামনে এগিয়ে যাবেন তখন যে সকল বাধা বিঘ্ন আপনার আত্মাকে পরাভূত করে ফেলে, তিরোভূত হবে । PPBeng 309.7