Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আজ “সদোমের” জন্য কে প্রার্থনা করে?

    আব্রাহামের আত্মা ছিল যীশু খ্রীষ্টের আত্মা, যিনি নিজে পাপীদের প্রতি সেই প্রেম দেখিয়েছেন যা একমাত্র অসীম অনুগ্রহের ভান্ডারের পক্ষেই সম্ভব। পৃথিবীর পাপের ভারী বোঝায় ক্লান্ত হয়ে, ক্রুশের প্রচন্ড ব্যথার মধ্যে তিনি তার হত্যাকারীদের জন্য প্রার্থনা করলেন, “পিতঃ, ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে, তাহা জানে না।” লূক ২৩:৩৪ । PPBeng 88.3

    অব্রাহাম সম্বন্ধে ঈশ্বরের সাক্ষ্য হল, “অব্রাহাম আমার কথা শুনেছে, আমার ভার বহন করেছে, আমার আদেশ, আমার আইন, আমার ব্যবস্থা মেনেছে।” “আমি তাহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবী সন্তানদিগকে ও ‘ পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা দয়ালু ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে, এইরূপে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন।” একটি মহা সম্মানের কাজে অব্রাহামকে আহবান করা হয়েছিল, তা ছিল সেই জাতির পিতা হওয়া যারা সমস্ত পৃথিবীর জন্য ঈশ্বরের সত্যের অভিভাবক হবে যাদের মাধ্যমে মশীহ্ আসবেন এবং সমস্ত মানব জাতির জন্য আশীর্বাদস্বরূপ হবেন। অব্রাহাম ঈশ্বরের আদেশ মানবেন এবং ন্যায় ও ধার্মিক আচরণ করবেন। এবং শুধু তিনি নিজেই ঈশ্বরকে ভয় করবেন তা নয়, কিন্তু আপন পরিজনকে ধার্মিকতার পথে চলার উপদেশ দেবেন। PPBeng 88.4

    অব্রাহামের পরিজনের সংখ্যা প্রায় এক হাজারের বেশী ছিল। স্কুলের মতই তারা ঐ সমস্ত উপদেশ পেতেন যা তাদের খাঁটি বিশ্বাসের প্রতিনিধি করতে প্রস্তুত করবে । তিনি পরিবার প্রধানদের শিক্ষা দিতেন, এবং তার শাসন পদ্ধতি তারা নিজ নিজ আওতাধীন পরিবারের সদস্যদের মধ্যে চালু করবেন। PPBeng 89.1

    পরিবারের সকল সদস্যদের একতার বন্ধনে বাঁধার প্রয়োজন ছিল, যেন যে পৌত্তলিকতা অনবরত প্রসারিত হচ্ছিল তার বিরুদ্ধে বাধা সৃষ্টি করা সম্ভব হয়। পৌত্তলিকদের সঙ্গে মেলামেশা করা ও তাদের পৌত্তলিক জীবন যাত্রায় আকর্ষিত হওয়া থেকে রক্ষা করার জন্য অব্রাহাম তার তাম্বুর আওতাধীন সকলকে প্রহরায় রাখতেন। মহিমান্বিত ও গৌরবান্বিত সত্য ঈশ্বরই যে একমাত্র আরাধনার যোগ্য তা মনের মধ্যে গভীর ভাবে গেঁথে দেয়ার জন্য যথেষ্ট যত্ন নেয়া হত। PPBeng 89.2

    ঈশ্বর স্বয়ং অব্রাহামকে তার পৌত্তলিক গোত্র হতে পৃথক করেছিলেন যেন গোত্রপতি তার পরিজনকে মেসোপটেমিয়ার ক্ষতিকারক প্রভাব হতে মুক্ত রেখে শিক্ষাদান করতে পারেন, এবং যেন তার বংশধরেরা সততা ও খাঁটি বিশ্বাস রক্ষা করতে পারে । PPBeng 89.3