Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    কঠিন পানা চাষী, নাবল

    দায়ূদ ও তার লোকেরা নাবল নামক এক ধনী ব্যক্তির মেষ ও পশু চরাতেন, পারণে অনেক সম্পদ ছিল। নাবলের চরিত্র ছিল রূঢ় ও কার্পণ্যপূর্ণ । PPBeng 484.4

    সময়টি ছিল মেষের লোম কাটার সময়, একটি অতিথী আপ্যায়নের কাল। দায়ূদ তার লোকদের কিছু খাদ্য দ্রবের প্রয়োজন ছিল, এবং যিশয়ের পুত্র দশজন যুবককে নাবলের নিকট পাঠালেন, আর তাদের বলে দিলেন যেন তারা তাকে এই বলে মঙ্গলবাদ জানায়; “চিরজীবী হউন, আপনার বাটীর কুশল, ও আপনার সর্ব্বস্বের কুশল হউক। সম্প্রতি আমি শুনিলাম, আপনার কাছে লোমচ্ছেদকগণ আছে; ইতিমধ্যে আপনার মেষপালকগণ আমাদের সহিত ছিল, আমরা তাহাদের অপকার করি নাই; এবং যাব তারা কর্মিলে ছিল, (কর্মিল পৰ্ব্বত নয়, কিন্তু যিহূদা অঞ্চলের একটি জায়গা), তাব তাহাদের কিছুই হারায়ও নাই । আপনার যুবকদিগকে জিজ্ঞাসা করুন, তাহারা আপনাকে বলিবে; অতএব...বিনয় করি, নিজ দাসদিগকে ও আপন পুত্র দায়ূদকে, যাহা আপনার হাতে উঠে, দান করুন। PPBeng 484.5

    ধনী ব্যক্তিকে তার পর্যাপ্ত ধনরাজি হতে তাদের কিছু সাহায্য করতে বলা হয়েছিল যারা তাকে এমন মূল্যবান সেবা করেছিল । নাবল যে উত্তর দিল তা তার চরিত্রের পরিচয় বহন করে, “দায়ূদ কে? যিশয়ের পুত্র কে? এই সময় অনেক দাস আপন আপন প্রভু হইতে পৃথক হইয়া বেড়াইতেছে। আমি কি আপনার রুটি, জল ও আপন মেষ, লোমচ্ছেদকদের জন্য সে সকল পশু মারিয়াছি, তাহাদের মাংস লইয়া অজ্ঞাত কোথাকার লোকদিগকে দিব?” PPBeng 485.1

    দায়ূদ খুবই ক্রোধান্বিত হলেন। যে লোক তাকে তার অধিকার হতে বঞ্চিত করল ও তদুপরি অপমান করল তিনি সেই লোককে দন্ড দেবার সিদ্ধান্ত নিলেন। এই সুযোগ পূর্ণ ব্যবহার দায়ূদের চেয়ে শৌলেরই উপযোগী ছিল । যিশয়ের পুত্রকে এখনও ধৈর্যধারণ শিক্ষা করতে হবে। PPBeng 485.2