Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    “যাকোবের কষ্টের সময়ের” পরবর্তী কাল

    যীশু খ্রীষ্টের আগমনের পূর্বে ঈশ্বরের লোকেরা যে পরীক্ষার মধ্য দিয়ে যাবে যাকোবের কুস্তি ও যাতনার রাতের অভিজ্ঞতা তারই দৃষ্টান্ত । PPBeng 134.5

    “আমরা ভয়ের, কম্পনের শব্দ শুনিয়াছি, শান্তির নয় ।...হায়! সেই দিন মহৎ, তাহার তুল্য দিন আর নাই; এ যাকোবের সঙ্কটকাল, কিন্তু ইহা হইতে সে নিস্তার পাইবে।” যিরমিয় ৩০ঃ৫-৭। PPBeng 134.6

    যখন খ্রীষ্ট মানুষের পক্ষে তার মধ্যস্থতার কাজ শেষ করবেন, তখন এই সঙ্কটের সময় শুরু হবে। তখন প্রত্যেক আত্মার মামলার রায় প্রদান করা হয়ে যাবে, এবং পাপ হতে পরিষ্কার করার জন্য আর কোন প্রায়শ্চিত্তের রক্ত অবশিষ্ট থাকবে না । গম্ভীর স্বরে ঘোষিত হবে, “যে অধর্মাচারী, সে ইহার পরেও অধর্মাচরণ করুক; এবং যে কলুষিত, সে ইহার পরেও কলুষিত হউক; এবং যে ধার্মিক, সে ইহার পরেও ধর্মাচরণ করুক; এবং যে পবিত্র, সে ইহার পরেও পবিত্রীকৃত হউক।” প্রকাশিত বাক্য ২২:১১। যে ভাবে যাকোবের ক্রুদ্ধ ভ্রাতা তাকে হত্যা করার ভয় দেখিয়েছিল, সেই ভাবে দুষ্ট লোকেরা ঈশ্বরের লোকদিগকে বিপদে ফেলবে। ধার্মিকগণ মুক্তির জন্য দিবারাত্র ঈশ্বরের কাছে রোদন করবে । PPBeng 135.1

    শয়তান ঈশ্বরের দূতগণের সামনে যাকোবকে অভিযুক্ত করেছিল, এবং তার পাপের জন্য তাকে ধ্বংস করার অধিকার দাবী করছিল; সে চেষ্টা করছিল যেন যাকোবের মনের উপর পাপের অনুভূতির বোঝা চাপিয়ে তাকে নিরুৎসাহিত করে এবং ঈশ্বরের উপর তার নির্ভরশীলতাকে নষ্ট করে দেয়। যখন যাকোব চোখের জলে তার অনুরোধ পেশ করছিলেন, তখন তার বিশ্বাসের পরীক্ষার জন্য, স্বর্গীয় মহান দূত তাকে তার পাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, এবং তার কাছ থেকে সরে যেতে চাচ্ছিলেন। কিন্তু যাকোব শিক্ষা করেছিলেন যে ঈশ্বর দয়ালু। যখন তিনি তার জীবন পর্যালোচনা করছিলেন, তিনি প্রায় নিরাশ হয়ে পড়ছিলেন, কিন্তু তিনি দূতকে জড়িয়ে ধরে ছিলেন, এবং খুব আন্তরিকতা ও যাতনা সহকারে তার অনুরোধ পেশ করে চলছিলেন যতক্ষণ পর্য্যন্ত না তিনি বিজয় লাভ করলেন । PPBeng 135.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents