Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অব্রাহামের দুঃখজনক ভুল

    মিসরে অব্রাহাম প্রমাণ করলেন যে তিনি মানবিক দুর্বলতা হতে মুক্ত ছিলেন না। স্ত্রী সারা “দেখতে সুন্দরী” ছিলেন এবং তিনি সন্দেহ করলেন যে মিসরীয়রা এই সুন্দরী আগন্তুককে কামনা করবে এবং তার স্বামীকে হত্যা করবে। তিনি চিন্তা করলেন যে তিনি সারাকে তার বোন বললে কোন মিথ্যা বলা হবে না, কেননা সারাও তার বাপের সন্তান কিন্তু মায়ের নয় । PPBeng 80.1

    কিন্তু এটিও একটি প্রতারণা ছিল। অব্রাহামের বিশ্বাসের দুর্বলতার জন্য স্ত্রী সারাকে মহা বিপদে পড়তে হয়েছিল। মিসরের রাজা তাকে তার স্ত্রী করে নেবার জন্য নিজ প্রাসাদে নিয়ে গেলেন। কিন্তু সদাপ্রভু তাঁর মহা দয়াতে স্ত্রী সারাকে রক্ষা করার জন্য রাজ পরিবারের উপর বিচার উপস্থিত করলেন। এর মাধ্যমে রাজা জানতে পারলেন যে তাকে কি প্রতারণা করা হয়েছে। তিনি অব্রাহামকে এই বলে তিরস্কার করিলেন? “আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেন নাই? উহাকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি ত উহাকে বিবাহ করিতে লইয়াছিলাম। এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাউন।” PPBeng 80.2

    ফরৌণের অব্রাহামকে ছেড়ে দেয়া বেশ উদার মনোভাবের পরিচয়, কিন্তু তিনি তাকে মিসর ছেড়ে চলে যেতে বললেন। তিনিও অজ্ঞাত ভাবে নিজের উপর এক মহা ক্ষতি ডেকে এনেছিলেন, কিন্তু ঈশ্বর রাজাকে এ ধরণের এক প্রচন্ড পাপ থেকে রক্ষা করলেন। এই আগন্তুকের মধ্যে ফরৌণ এমন একজনকে দেখতে পেলেন যাকে ঈশ্বর সম্মান করেন। যদি অব্রাহাম মিসরে থেকে যান তবে তার ধন-সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল যার ফলে মিসরীয়রা তাকে হিংসা করতে পারে ও তার ক্ষতি করতে পারে, তাতে রাজ পরিবারের উপর আবার শাস্তি নেমে আসতে পারে। PPBeng 80.3

    বিষয়টি গোপন থাকল না, আর দেখা গেল যে অব্রাহাম যে ঈশ্বরের উপাসনা করেন তিনি তাঁর সন্তানকে রক্ষা করবেন এবং তার কোন ক্ষতি করা হলে ঈশ্বর তার প্রতিশোধ নেবেন। স্বর্গীয় রাজার কোন সন্তানের ক্ষতি সাধন করা একটি ভয়ানক ব্যাপার। গীতসংহিতায় বলা হয়েছে যে ঈশ্বর “বরং তাহাদের জন্য রাজগণকে অনুযোগ করিতেন; আমার অভিষিক্ত ব্যক্তিদিগকে স্পর্শ করিও না, আমার ভাববাদীগণের অপকার করিও না।” গীতসংহিতা ১০৫:১৪, ১৫। PPBeng 81.1