Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বর মন্দকে প্রতিহত করেন

    দায়ূদের জীবন হরণ করার কামনা নিয়ে কর্মচারী আপন পথে যাত্রা করেছিলেন, কিন্তু যিনি শৌলের থেকে অধিক ক্ষমতাশালী তিনি তাদের নিয়ন্ত্রণ করলেন। অদৃশ্য দূতগণ তাদের সাথে সাক্ষা করার ফলে তারা ভবিষ্যদ্বাণী প্রচার শুরু করলেন ও যীহোবার প্রশংসা গেতে লাগলেন। এই ভাবে মন্দকে প্রতিহত করে ঈশ্বর তাঁর শক্তি প্রকাশ করলেন। PPBeng 475.3

    শৌল হতাশ ও ক্রোধান্বিত হয়ে অন্যান্য কর্মচারী পাঠালেন। এরাও ঈশ্বরের আত্মার নিকট পরাভূত হয়ে অন্য দলের সাথে যুক্ত হয়ে ভবিষ্যদ্বাণী প্রচার করতে লাগলেন। তার পর তৃতীয় কর্মচারী দল প্রেরণ করা হল। কিন্তু স্বর্গীয় প্রভাব তাদের উপরও পড়ল, আর তারাও ভবিষ্যদ্বাণী প্রচার করলেন। তারপর শৌল সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই যাবেন। আর তিনি নিয়ম করলেন যে, যখনই দায়ূদের সাক্ষা পাবেন তখনই নিজ হাতে দায়ূদকে হত্যা করবেন, এর ফলে যা হবার তা হবে । PPBeng 475.4

    কিন্তু ঈশ্বরের একজন দূত তার সাথে সাক্ষা করলেন এবং ঈশ্বরের আত্মা তাকে নিজ নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। তিনি প্রার্থনা করতে করতে এগিয়ে গেলেন, এবং ভবিষ্যদ্বাণী প্রচার করলেন ও পবিত্র গান গাইতে লাগলেন। যখন রামাতে ভাববাদীর বাটীতে তিনি পৌছলেন তখন তিনি তার রাজকীয় পোশাক খুলে ফেললেন এবং ঈশ্বরের আত্মার প্রভাবে শমূয়েল ও তার ছাত্রদের মধ্যে শুয়ে পড়লেন । সমস্ত ছাত্ররা একত্রিত হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখল, এবং রাজার এই অভিজ্ঞতার কাহিনী সমস্ত দেশে ছড়িয়ে পড়ল। PPBeng 476.1

    কঠিন রাজা দায়ূদকে নিশ্চিত করতে চাইলেন যে তিনি তার সঙ্গে শান্তি স্থাপন করবেন। কিন্তু রাজার অনুতাপে দায়ূদের কোনই আস্থা স্থাপন করতে পারলেন না। তিনি তার বন্ধু যোনাথনকে আবারও দেখতে চাইলেন। নিজের নির্দোষীতা সম্বন্ধে নিশ্চিত থাকায় তিনি রাজার ছেলেকে খুঁজে বের করে একটি হৃদয়গ্রাহী আর্জি পেশ করলেন; “আমি কি করিয়াছি? আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছেন কেন?” PPBeng 476.2

    যোনাথন বিশ্বাস করতেন যে তার পিতা আর দায়ূদের প্রাণ হরণ করতে চান না। “এমন না হউক, তুমি মরিবে না; দেখ, আমার পিতা আমার কর্ণগোচর না করিয়া ক্ষুদ্র কি মহ কোন কর্ম করেন না; তবে আমার পিতা আমা হইতে এই বাক্য কেন গোপন করিবেন? এ কথা কিছু নয়।” PPBeng 476.3

    ঈশ্বরের শক্তির এই আশ্চর্য প্রমাণ পাওয়ার পর যোনাথন বিশ্বাস করতে পারলেন না যে তার পিতা দায়ূদের ক্ষতি করবেন। এটা হবে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ । PPBeng 476.4