সদোম ধ্বংসপ্রাপ্ত
“দেশের উপর সূর্য্য উদিত হইলে লোট সোয়রে প্রবেশ করিলেন ।” ভোরের আলোকরশ্মী সমভূমি সমূহের শান্তি ও প্রগতির কথাই যেন ঘোষণা করছিল। রাস্তায় রাস্তায় জীবন জেগে উঠল; ব্যবসা অথবা প্রমোদের সন্ধানে মানুষ বিভিন্ন পথে ইতঃস্তত ছুটে চলছিল। লোটের জামাতা দুর্বলমনা বৃদ্ধের ভয় ও সতর্কতার বিষয় স্মরণ করে ঠাট্টা বিদ্রুপ করছিল । PPBeng 106.2
সহসা ও অপ্রত্যাশিতভাবে মেঘহীন স্বর্গ হতে বজ্রের মত প্রচন্ড ঝড় শুরু হল। সমতলের শহরগুলিতে সদাপ্রভু গন্ধক ও আগুন বর্ষাইলেন । প্রাসাদ ও মন্দির, সুনির্মিত বাসভূমি, উদ্যান, আঙ্গুরক্ষেত, প্রমোদ সন্ধানী জনতা যারা শুধু গতরাত্রে স্বর্গীয় বাণী বাহকদের অপমান করেছিল সমস্তই ধ্বংস হলো। বৃহ চুল্লির চিীর মধ্য দিয়ে নির্গত ধূয়ার মতো ধুঁয়া উপরে উঠতে থাকল । সিদ্দিমের মনোরম সমভূমি এমন একটি স্থানে পরিণত হল যে স্থান আর কোন দিন নির্মিত হবে না, আর কোন মানুষ ওখানে বাস করবে না।...আর তা হলো সমস্ত ভবিষ্য প্রজন্মের কাছে একটি সাক্ষ্য যে, সকল অবাধ্যতার উপরই ঈশ্বরের বিচার নেমে আসবে । PPBeng 106.3
সদোম ও ঘমোরা যে পাপের কারণে ধ্বংস হয়েছিল তার থেকে আরো বড় বড় পাপ বৰ্ত্তমান কালে ঘটছে। যারা সুসমাচারের নিমন্ত্রণ শোনার পর অগ্রাহ্য করে তারা সিদ্দিমের উপত্যকাবাসীদের চেয়ে বড় পাপ করছেন। যারা বড় বড় পাপের কাজে লিপ্ত শুধু মাত্র তাদের জন্য নয় কিন্তু যারা ঈশ্বর প্রেরিত আলো ও সুযোগের অবহেলা করেন তাদের জন্যও সদোমের ভাগ্য একটি গম্ভীর তিরস্কার। PPBeng 107.1
পৃথিবীর পিতামাতা যে আকুল সহানুভূতি নিয়ে অপেক্ষা করেন, পালনকর্তা তাঁর প্রেম ও ক্ষমার প্রতি উত্তরের জন্য তার চেয়ে অধিক সহানুভূতি নিয়ে অপেক্ষা করেন। “আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব।” মালাখি ৩:৭ । কিন্তু কেউ যদি অনবরত ঐ কোমল ভালবাসা অস্বীকার করে, তাকে পরিশেষে অন্ধকারেই ছেড়ে দেয়া হবে। যে হৃদয় ঈশ্বরের আশীর্বাদকে অবিরাম অবহেলা করে, সেই হৃদয় পাপ দ্বারা একটি কঠিন হৃদয়ে পরিণত হয়, যা ঈশ্বরের আশীর্বাদের প্রভাবের সাড়া প্রদানে অক্ষম হয়। শেষ বিচার দিনে সমভূমির সেই শহরগুলিকে যত সহ্য করা সম্ভব হবে তত সহ্য করা সম্ভব হবে না তাদের যারা খ্রীষ্টের প্রেম সম্বন্ধে অবগত হওয়ার পর পাপের আনন্দদায়ক পথে বেঁচে নিয়েছেন। স্বর্গের খাতায় জাতীয়, পারিবারিক, ও ব্যক্তিগত পাপের হিসাব রাখা হচ্ছে। অনুতাপ করার আহ্বান ও মন পরিবর্তনের আহ্বান এখনো দেয়া হচ্ছে; কিন্তু এক সময় আসবে যখন হিসাবের খাতা পূর্ণ হয়ে যাবে। আত্মার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে যাবে। তার নিজের সিদ্ধান্তেই, মানুষের অন্তিম নির্দ্ধারিত হবে। তার পর শেষ বিচারের রায় দেবার সংকেত দেয়া হবে । PPBeng 107.2