Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ১৪—সদোম ও ঘমোরার পাপ

    যদন উপত্যকার শহরগুলির মধ্যে সদোম উর্বরতা ও সৌন্দর্য্যের দিক থেকে ছিল “সদাপ্রভুর উদ্যানের ন্যায়” (আদিপুস্তক ১৩:১০)। মাঠে মাঠে ছিল প্রচুর শস্য, এবং বেষ্টনকারী পাহাড়সমূহ মেষ ও পশুপাল দ্বারা পরিপূর্ণ ছিল। শিল্প ও বানিজ্য গর্বিত শহরকে ধনরাজিতে পূর্ণ রেখেছিল। প্রাচ্যের সম্পদে প্রাসাদ সমূহ শোভিত ছিল, আর উটের বহর মূল্যবান বস্তু এর ব্যবসা কেন্দ্রের জন্য বয়ে আনত । প্রায় বিনা পরিশ্রমে জীবনের সব চাহিদা মেটানো যেত । PPBeng 101.1

    অলসতা এবং ধন-সম্পদ সেই সকল হৃদয়কে কঠিন করে তোলে যা কখনো অভাবের যাতনা ভোগ করেনি অথবা দুঃখে ভারাক্রান্ত হয়নি। লোকেরা ইন্দ্রিয় আতিশয্যে গা ভাসিয়ে দিল। “দেখ, তোমার ভগিনী সদোমের এই অপরাধ ছিল; তাহার ও তাহার কন্যাদিগের দর্প, ভক্ষ্যের পূর্ণতা এবং নিশ্চিন্ততাযুক্ত শান্তি ছিল; আর সে দুঃখী ও দরিদ্রদের হস্ত সবল করিত না। তাহারা অহংকারিণী ছিল, ও আমার সাক্ষাতে ঘৃণার্হ ক্রিয়া করিত, অতএব আমি তাহা দেখিয়া তাহাদিগকে দূর করিলাম।” যিহিষ্কেল ১৬:৪৯, ৫০। যখন শয়তান মানুষের নিকট তাদের অলস মুহূর্তে আসে তখনই সে সবচেয়ে বেশী কৃতকাৰ্য্য হয় । PPBeng 101.2

    সদোমে ছিল উল্লাস, পান, ভোজনোৎসব, উচ্ছ্বসিত উপভোগ এবং মদ্যপান। নিম্নতম কামোত্তেজনাও বাধাপ্রাপ্ত হতো না। লোকেরা খোলাখুলী ঈশ্বর ও তাঁর ব্যবস্থার অবমাননা করত এবং অত্যাচার ও নিপীড়নে আনন্দ পেত। যদিও তাদের কাছে প্রাক-মহাপ্লাবনের দৃষ্টান্ত ছিল এবং ধ্বংস সম্বন্ধে অবগত ছিল, তথাপি তারাও দুষ্টতার সেই একই পথ গ্রহণ করেছিল । PPBeng 101.3

    যখন লোট সদোমে বাস করতে যান, দুর্নীতি তখনও সার্বজনীনরূপ লাভ করে নি, এবং ঈশ্বর এই নৈতিক অন্ধকারের মধ্যেও তাঁর দূরদর্শিতার আলো ছিটকে আসতে দিতেন। সদোমের লোকদের নিকট অব্রাহাম কোন নূতন আগন্তুক ছিলেন না, এবং উন্নত সৈন্যের উপর তার বিজয় বিস্ময়ও প্রশংসা লাভ করেছিল। কেউই এই বিশ্বাস থেকে বিরত ছিল না যে স্বর্গীয় ক্ষমতা তাকে বিজয় দান করেছে। সদোমের অধিবাসীদের নিকট যা সম্পূর্ণ অপরিচিত তার সেই মহ ও স্বার্থহীন চারিত্রিক বৈশিষ্ট্য তিনি যে ধর্ম পালন করেন তার উকর্ষতার আর একটি সাক্ষী ছিল। তাঁর সদয় তত্ত্বাবধানের মাধ্যম ঈশ্বর ঐ জনগোষ্ঠির তাঁর বাণী প্রেরণ করেছিলেন, কিন্তু যে ভাবে আগে করা হয়েছিল সেই একই ভাবে ঈশ্বরের দূরদর্শিতার শেষ আলোক রশ্মিটুকুকেও অস্বীকার করা হল । PPBeng 101.4

    এখন সদোমের শেষ রাত উপস্থিত হচ্ছিল। কিন্তু লোকেরা তা দেখতে পারল না। যখন দূতগণ তাদের ধ্বংসের অভিযানে এগিয়ে আসছিল, লোকেরা তখন আর্থিক উন্নতি ও ভোগ-বিলাসের স্বপ্নে বিভোর ছিল । অন্যান্য দিন সমূহ যে ভাবে শুরু ও শেষ হয়, শেষ দিনটি ঠিক সে ভাবেই শুরু ও শেষ হচ্ছিল। পরন্তু সূর্য্যের রক্তিম আলো এক অবর্ণনীয় সৌন্দর্য্যের সৃষ্টি করেছিল। আমোদ-প্রমোদের অনুসন্ধানীরা এদিক ওদিক ঘুরাফেরা করে এই মুহূর্তে আমোদ উপভোগ করায় মনোযোগী ছিল। PPBeng 102.1

    গোধূলীলগ্নে দু'জন অতিথি এসে উপস্থিত হলেন। কেউই এই অথিতিদ্বয়ের মধ্যে স্বর্গীয় বিচারের উপস্থিতি টের পেল না । অমনোযোগী জনতা স্বপ্নেও ভাবতে পারল না যে এই স্বর্গীয় বাণী বাহকদের প্রতি তাদের ব্যবহারই তাদের অপরাধের চরমতম মুহূর্ত যা তাদের শহরের ধ্বংস ডেকে আনবে । PPBeng 102.2