Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    যোষেফের মধ্যে যীশু খ্রীষ্টের দেখা

    যোষেফের জীবন খ্রীষ্টের জীবনেরই একটি প্রতিকৃতি। হিংসা দ্বারা পরিচালিত হয়ে যোষেফের ভাইয়েরা তাকে ক্রীতদাসরূপে বিক্রি করেছিলেন; তারা আশা করেছিলেন যে তাতে করে সে যেন তাদের থেকে উচ্চে না যায় তা তারা নিশ্চিত করবেন। তারা এই ভেবে আত্ম-সন্তুষ্টি লাভ করেছিল যে আর তারা তার স্বপ্ন দ্বারা কষ্ট পাবে না, তার স্বপ্ন বাস্তবায়নের সকল সম্ভাবনাকেই তারা দূর করেছে। কিন্তু তাদের কার্য্যকলাপকে ঈশ্বর প্রতিহত করলেন এবং এর মাধ্যমে তিনি তাই বাস্তবায়ন করলেন যা তারা নষ্ট করতে চেয়েছিল। একই ভাবে পুরহিতগণ ও প্রাচীনেরা খ্রীষ্টের প্রতি ঈর্ষা পোষণ করতেন। তারা তাঁকে মৃত্যুদন্ড দিলেন যেন তিনি রাজা হতে না পারেন, কিন্তু এই কাজের মাধ্যমেই তারা ঐ ফলই বাস্তবায়িত করলেন। PPBeng 167.2

    মিসরে বন্দিত্বের মাধ্যমে যোষেফ তার পিতার পরিবারের রক্ষকে পরিণত হয়েছিলেন; কিন্তু তাতেও তার ভাইদের পাপের বোঝা কমেনি। সেইরূপ শত্রুদের দ্বারা ক্রুশে নিহত হওয়ার ফলে খ্রীষ্ট সমস্ত মানব জাতির মুক্তিদাতা, পতিত জাতির রক্ষাকারী ও সমস্ত পৃথিবীর উপর শাসনকৰ্ত্তাতে পরিণত হন। কিন্তু তাঁর হত্যাকারীর পাপ এতই নীচু মানের যে মনে হয় ঈশ্বর যেন সেই সময়ের ঘটনাকে নিয়ন্ত্রণ করেন নি PPBeng 167.3

    যোষেফ তার সৎ কাজের জন্য অভিযুক্ত হয়েছিলেন ও কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, যীশু খ্রীষ্ট ঘৃণিত ও অগ্রাহ্য হয়েছিলেন, কেননা তাঁর ধার্মিকতা ও আত্ম-ত্যাগী জীবন পাপের প্রতি তিরস্কারস্বরূপ ছিল; আর যদিও তার কোন অন্যায় ছিল না তথাপি মিথ্যাস্বাক্ষী দাঁড় করিয়ে তাঁকে মৃত্যুদন্ড দেয়া হয়। যোষেফের অন্যায় বিচারে ধৈয্য, তার সৎ ভাইদের সহজে ক্ষমা করা ও তাদের উপকার করা, ইত্যাদি মুক্তিদাতার দুষ্টলোকদের ঈর্ষা ও অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করার সমান এবং যারা তাঁর কাছে তাদের পাপ স্বীকার করে ক্ষমা চায় তাদের সকলকেই যে তিনি ক্ষমা করে দেন তারই উদাহরণ। PPBeng 167.4

    যোষেফ তার লোকদের বৃদ্ধি ও ক্রমোন্নতি দেখতে পেয়েছিলেন এবং ঈশ্বর যে ইস্রায়েল জাতিকে প্রতিজ্ঞাত দেশে পুনঃস্থাপন করবেন সে বিষয়ে ঐ বৎসর গুলোতে তার বিশ্বাস অনড় ছিল । PPBeng 168.1

    যখন তিনি দেখতে পেলেন যে তার শেষ সময় উপস্থিত, তখন তার শেষ কাজটি ছিল স্বীয় ভাগ্য ইস্রায়েল জাতির সহিত একত্রে গাঁথা। তার কথা ছিল, “ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, এবং অব্রাহামের, ইস্হাকের, ও যাকোবের নিকটে যে দেশ দিতে দিব্য করিয়াছেন, তোমাদিগকে এই দেশ হইতে সেই দেশে লইয়া যাইবেন।” “যোষেফ একশত দশ বৎসর বয়সে মরিলেন; আর লোকেরা তাঁহার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়া তাহা মিসর দেশে একটি শবাধারের মধ্যে রাখিল।’ PPBeng 168.2

    শতাব্দির পর শতাব্দি ধরে যে দাসত্বের জীবন তাদের কাটাতে হল, সেই সময় এই শবাধার ইস্রায়েল জাতিকে স্মরণ করিয়ে দিত যে তারা মিসরে পথিক মাত্র, আর তারা যেন তাদের আশা সেই প্রতিজ্ঞাত দেশের প্রতি নিবদ্ধ রাখে তারও উৎসাহ দান করত, কেননা মুক্তির মুহূর্ত নিশ্চয়ই উপস্থিত হবে। PPBeng 168.3