কয়েদী হতে প্রধান মন্ত্রী
যোষেফের নিকট বিস্ময়কর ঘোষণা করা হল, “ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন, অতএব তোমার তুল্য সুবুদ্ধি ও জ্ঞানবান্ কেহই না ! তুমিই আমার বাটীর অধ্যক্ষ হও ; আমার সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য্য করিবে, কেবল সিংহাসনে আমি তোমা হইতে বড় থাকিব।” “পরে ফরৌণ হস্ত হইতে নিজ অঙ্গুরীয় খুলিয়া যোষেফের হস্তে দিলেন, তাঁহাকে কার্পাসের শুভ্র বসন পরিধান করাইলেন, এবং তাঁহার কণ্ঠদেশে সুবর্ণহার দিলেন। আর তাঁহাকে আপনার দ্বিতীয় রথে আরোহণ করাইলেন, এবং লোকেরা তাঁহার অগ্রে অগ্রে হাঁটু পাত, হাঁটু পাত, বলিয়া ঘোষণা করিল।” PPBeng 151.2
অন্ধকার গর্ত হতে যোষেফকে সারা মিসর দেশের শাসনকর্তার পদে উন্নীত করা হল, অত্যন্ত উচ্চ-সম্মানিত একটি পদ, তথাপি অনেক বিপদ পূর্ণ । কেউই বিপদবিহীন ভাবে উচ্চ স্থানে দাঁড়াতে পারে না। প্রচন্ড ঝড় যখন আসে তখন উপত্যকার নীচু ফুলগাছসমূহ ক্ষতিগ্রস্থ হয় না, কিন্তু পাহাড়ের উপরের বিশাল গাছ সমূলে উৎপাটিত হয়। সুতরাং যারা সাধারণনত জীবনে তাদের সততা বজায় রাখতে পেরেছেন, তারা হয়ত সেই প্রলোভন যা পার্থিত কৃতকার্য্যতা ও সম্মান লাভের জন্য মোহ সৃষ্টি করে তা দ্বারা আকর্ষিত হতে পারেন। কিন্তু যোষেফের চরিত্র দুঃখের মধ্যে এবং প্রাচুর্য্যের মধ্যে পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে। এক পৌত্তলিক দেশে তিনি আত্মীয় স্বজনহীন পথিক ছিলেন, কিন্তু তিনি পূর্ণরূপে বিশ্বাস রেখেছিলেন যে স্বর্গীয় হাত তাকে পরিচালনা করছে। ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরশীলতা রেখে তিনি তার পদের দায়িত্ব বিশ্বস্ত ভাবে সম্পাদন করেছেন। মিসরের রাজা ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের মনোযোগ ঈশ্বরের প্রতি নিবিষ্ট হয়েছিল, এবং ঈশ্বরের আরাধনাকারী দ্বারা প্রচারিত নীতি সমূহের প্রতি তার সম্মান দেখাতে শিখলেন । PPBeng 152.1
শৈশবে যোষেফ তার ভোগের অনুসরণ না করে কর্তব্যের প্রতি অনুরাগ দেখিয়েছেন; এবং এই সততা, সরল বিশ্বাস, এবং যৌবনের উৎকৃষ্ট চরিত্র, প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাজে ফল ধারণ করল। PPBeng 152.2
দৈনন্দিনের যে বিভিন্ন অবস্থায় আমাদের মোকাবিলা করতে হয় সে সবই আমাদের বিশ্বস্ততার পরীক্ষা করার জন্য এবং আরো অধিক দায়িত্ব বহনে আমাদের প্রস্ত্তত করার জন্য। নীতি অনুসারে চলার মাধ্যমে আমাদের মন আনন্দ ও ভোগ পরিত্যাগ করে কর্তব্য সম্পাদনে অভ্যস্ত হয়ে উঠে। এভাবে প্রস্তুতকৃত মন ন্যায় ও অন্যায়ের মধ্যে বায়ু তাড়িত খাগড়ার মত দুলে না। ছোট বিষয়ে বিশ্বস্ত থেকে তারা বড় বিষয়ে বিশ্বস্ত হবার শক্তি সঞ্চয় করে। PPBeng 152.3
একটি উন্নত চরিত্র ওফীরের সোনার থেকেও অধিক মূল্যবান। এটি ছাড়া কেউই সম্মানের উচ্চ শিখরে চড়তে পারে না। একটি মহান চরিত্র সৃষ্টি একটি পূর্ণ জীবনের কার্য্য ফল। ঈশ্বর সুযোগ সৃষ্টি করেন; এগুলির উপযুক্ত ব্যবহারের উপরই কৃতকার্য্যতা নির্ভর করে। PPBeng 152.4