১১—অব্রাহাম, সকল বিশ্বাসীদের পিতা আব
বাবিলের পরে প্রতিমা পূজা প্রায় সার্বজনীন রূপ ধারণ করল, আর সদাপ্রভু তখন পরিপক্ক দুষ্টদের তাদের দুষ্কর্মের মধ্যে ছেড়ে দিলেন, এবং শেমের বংশ হতে অব্রাহামকে বেছে নিলেন ভবিষ্যৎ বংশধরদের জন্য ব্যবস্থা পালনকারীরূপে। ঈশ্বর তার ইচ্ছার অমূল্য প্রকাশিত ইচ্ছা রক্ষা করার জন্য সর্বদাই একটি দল অবশিষ্ট রেখেছেন। তেরহের পুত্র এই পবিত্র ব্যবস্থার উত্তরাধিকারী হলেন । চতুর্দিকে বিদ্যমান ভ্রষ্টতা দ্বারা নষ্ট না হয়ে, তিনি ঈশ্বরের আরাধনাতে নিযুক্ত থাকলেন। সদাপ্রভু তার ইচ্ছা অব্রাহামকে জানালেন এবং তাকে তার ব্যবস্থা ও খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণের বিষয়ে জ্ঞান দান করলেন । PPBeng 76.1
আব্রাহামকে এই প্রতিজ্ঞা করা হলো, “আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব, এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে।” আর এরই সাথে এই নিশ্চয়তাও দেয়া হল যে তার বংশেই পৃথিবীর মুক্তিদাতা আবির্ভূত হবেন এবং “তোমার মাধ্যমে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ লাভ করিবে।” তথাপি এই প্রতিজ্ঞা পূরণের প্রথম শর্ত হিসাবে এক পরীক্ষা হবে; একটি বলিদান দাবী করা হল । PPBeng 76.2
অব্রাহামের কাছে ঈশ্বরের বাণী আসল “তুমি আপন দেশ, জ্ঞাতিকুটুম্ব ও পৈতৃক বাটী পরিত্যাগ করিয়া, আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল।” অব্রাহামকে আপন আত্মীয় ও বন্ধু-বান্ধবের প্রভাব হতে মুক্ত হতে হবে। তার চরিত্র ভিন্ন ধরণের হতে হবে, পৃথিবী থেকে অন্য ধরণের হতে হবে। তিনি তার বন্ধু-বান্ধবের হৃদয়ঙ্গম করার মত তার কাজের ব্যাখ্যা পর্যন্ত করতে পারলেন না। তার উদ্দেশ্য তার পৌত্তলিক আত্মীয় স্বজনেরা বুঝতে সক্ষম হলেন না । PPBeng 76.3
সমস্ত বাইবেলের মধ্যে অব্রাহামের নির্বিকার বাধ্যতা বিশ্বাসের এক লক্ষণীয় সাক্ষ্য । ইব্রীয় ১১৪৮ দেখুন। ঈশ্বরের প্রতিজ্ঞার উপর ভিত্তি করে তিনি বাড়ী, আত্মীয় স্বজন ও স্বদেশ পরিত্যাগ করলেন, এবং ঈশ্বর যে দিকে পরিচালনা করে নিয়ে যাবেন সেদিকেই চললেন। “বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন, তিনি সেই প্রতিজ্ঞার সত্ত্বাধিকারী ইস্হাক ও যাকোবের সহিত তাম্বুতেই বাস করিতেন।” ইব্রীয় ১১:৯ । PPBeng 77.1
তাকে তার নিজ দেশ, তার জাতি, তার ঘরের সহিত আঁকড়িয়ে ফেলার জন্য শক্তিশালী বন্ধন ছিল। কিন্তু তিনি ঈশ্বরের আহবানে সাড়া দিতে অবহেলা করলেন না । প্রতিজ্ঞাত দেশ সম্বন্ধে তার কোন প্রশ্ন ছিল না... ভূমি কি উর্বর হবে, আবহাওয়া কি স্বাস্থ্যকর হবে, এ সম্পর্কিত কোন প্রশ্নই ছিল না। পৃথিবীতে সবচেয়ে আনন্দদায়ক স্থান হবে সেটি যেখানে ঈশ্বর তাকে নিয়ে যাবেন । PPBeng 77.2
আজও অনেকেই অব্রাহামের মত পরীক্ষিত হয়ে থাকেন। তারাও সরাসরি স্বর্গ হতে ঈশ্বরের স্বর শুনতে পান না, কিন্তু তিনি তাদের তার বাক্যের শিক্ষার মাধ্যমে ও সমসাময়িক ঘটনার মাধ্যমে তাদের সহিত কথা বলেন । তাদের হয়ত কোন অর্থকারী ও সম্মানিত কার্য জীবন ত্যাগ করতে হয়, আত্মীয় স্বজন থেকে বিচ্যুত হয়ে সামনে হয় এক আত্মত্যাগ ও আত্মবলির পথ বেছে নিতে হয়। ঈশ্বর তাদের জন্য বিশেষ কাজ রেখেছেন; বন্ধু--বান্ধব ও আত্মীয় স্বজনের প্রভাব এর পথে বাধা হয়ে দাঁড়াবে। কে ঈশ্বরের আহবানে সাড়া দিয়ে তার কাঙ্খিত পরিকল্পনা পরিত্যাগ করে নূতন কর্তব্য পালনের জন্য, অপরীক্ষিত ক্ষেত্রে প্রবেশ করতে প্রস্তুত? যে এটা করার জন্য প্রস্তুত তার অব্রাহামের মত বিশ্বাস রয়েছে এবং তার সাথে “অনুপমরূপে...অনন্তকালস্থায়ী বিরাট প্রতাপের” অংশীদার হবে। ২ করিন্থীয় ৪:১৭ ও রোমীয় ৮:১৮ দেখুন । PPBeng 77.3
আব্রাহামের কাছে “কলদীয় দেশের ঊর” নামক স্থানে প্রথমে ঈশ্বরের ডাক আসে এবং তিনি সম্পূর্ণ বাধ্যতা দেখিয়ে হারণ নগরে গেলেন। এই পর্যন্ত তার পরিবার তার সাথে থাকলেন। তেরহের মৃত্যু পর্যন্ত অব্রাহাম এই স্থানে থাকলেন । PPBeng 77.4