Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    রাজা শৌল একটি ভয়ঙ্কর হত্যাযজ্ঞের আদেশ দেন

    শৌল তার পরিষদদের জানালেন যে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছিল, তাদের কাছে থেকে জানতে চাইলেন যে তার শিবিরের কে দায়ূদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল। ইদোমীয় দোয়েগ সংবাদ সংগ্রহ করতে রাজী হল । উচ্চাকাঙ্খা ও লোভ দ্বারা বশীভূত হয়ে, এবং যে যাজক তার পাপের জন্য তাকে তিরস্কার করেছিলেন তার প্রতি ঘৃণা বশতঃ দোয়েগ অহীমেলকের সহিত দায়ূদের সাক্ষাৎকার, এমন এক আলোকে পেশ করলেন যে ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে রাজার ক্রোধ জ্বলে উঠল। ক্রোধে উন্মাদ হয়ে তিনি আদেশ করলেন যে যাজকের সম্পূর্ণ পরিবারকে যেন হত্যা করা হয়। রাজার হুকুমে শুধু অহীমেলকই নয়, কিন্তু তার পিতার পরিবারের প্রত্যেককে “মসীনা-সুতার এফোদ পরনে পঁচাশী জনকে” দোয়েগ হত্যা করল। শয়তানের নিয়ন্ত্রণে থাকায় শৌল এই ধরণের কাজ করতে পারলেন । PPBeng 480.2

    এই কাজ ইস্রায়েলের প্রত্যেককে আতঙ্কিত করে তুল্ল। যে রাজাকে তারা মনোনীত করেছিল, সেই রাজাই এই ধরণের ঘৃণ্য কাজ করলেন। তাদের সহিত নিয়ম-সিন্দুকটি ত ছিল, কিন্তু যে যাজকদের মাধ্যমে তারা ঈশ্বররের ইচ্ছা জান্ত তাদের সকলকেই খড়গ দ্বারা হত্যা করা হয়েছিল। এরপর কি ঘটবে ? PPBeng 480.3