Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    যিথ্রোর উপদেশ

    যিথ্রো যখন তাঁবুতে ছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে মোশির উপর কি গুরুভার পড়েছে। শুধুমাত্র লোকদের সাধারণ কাজকর্ম ও দেখাশুনার কর্তব্য নয়, কিন্তু তাদের মধ্যের বিবাদসমূহও মোশির নিকট বিচারের জন্য নিয়ে আসা হত। তিনি বললেন, আমি “ঈশ্বরের নিয়ম ও ব্যবস্থা সকল তাহাদিগকে জানাই।” কিন্তু যিথ্রো তিরস্কার করে বললেন, “এ কাজ তোমার ক্ষমতা হইতে গুরুতর; ইহা একাকী সম্পন্ন করা তোমার অসাধ্য।” “ইহাতে তুমি এবং তোমার সাথী এই লোকেরা দুর্বল হইবে।” তিনি মোশিকে পরামর্শ দিলেন যেন উপযুক্ত লোকদের হাজার জনের উপর, এক শত জনের উপর ও দশ জনের উপর প্রশাসক নিযুক্ত করা হয়। এরা সাধারণ বিষয়গুলির বিচার করবে, আর অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় মোশির নিকট আনা হবে। এই পরামর্শ গ্রহণ করা হল, ফলে ইহা যে শুধু মোশির কাজ লাঘব করল তা নয়, কিন্তু লোকদের মধ্যে পূর্ণ শৃঙ্খলা আনয়ন করল । PPBeng 210.3

    অন্যদের উপদেশ ও পরিচালনা দেবার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে বলে মোশির নিজের কোন উপদেশ প্রয়োজন ছিল না তা নয়। ইস্রায়েলদের মনোনীত নেতা মিদিয়নীয়দের ঈশ্বর ভক্ত পুরোহিতদের পরামর্শ আনন্দ সহকারে শ্রবণ ও গ্রহণ করলেন । PPBeng 211.1

    মেঘস্তম্ভ অনুসরণ করে লোকেরা রফীদীম হতে আবার যাত্রা শুরু করলেন। তাদের রাস্তা ছিল শস্যহীন প্রান্তর দিয়ে, খাড়া পাহাড় বেয়ে, প্রস্তরময় উপত্যকা দিয়ে । এখন তাদের সামনে মহিমান্বিত সীনয় পর্বত দন্ডায়মান। মেঘস্তম্ভ এর চুড়ায় এসে দাঁড়িয়ে পড়ল, আর লোকেরা এর পদভূমিতে তাঁবু স্থাপন করল । এই স্থান প্রায় বসর কালের জন্য তাদের বাসস্থানে পরিণত হতে যাচ্ছিল । রাত্রে অগ্নিস্তম্ভ তাদের ঈশ্বরের উপস্থিতি ও নিরাপত্তার নিশ্চয়তা দান করত, আর যখন তারা গভীর নিদ্রায় মগ্ন থাকত, তখন স্বর্গীয় খাদ্য তাদের তাঁবুগুলির চতুর্দিকে পড়ত ৷ PPBeng 211.2

    এখানেই মানুষের নিকট ঈশ্বরের প্রকাশিত বাক্য সমূহের মধ্যে আশ্চর্য্য্যতম বাক্য ইস্রায়েল জাতির নিকট উপস্থিত করা হয়েছিল। ব্যবস্থার পবিত্র করণীয় সমূহ তাঁর নিজ কন্ঠে ঘোষণা করে যেন লোকদের মনে গেথে দিতে পারেন, এই জন্য সদাপ্রভু এখানেই তাঁর লোকদের জড় করেছিলেন। তাদের মধ্যে আমুল পরিবর্তন সাধন করা প্রয়োজন ছিল; কেননা দাসত্ব ও পৌত্তলিকতার প্রভাব তাদের চরিত্রের ও অভ্যাসের উপর গভীর দাগ ফেলেছিল। তাঁর নিজের সম্বন্ধে জ্ঞান দানের মাধ্যমে ঈশ্বর তাদের নৈতিকতার এক উন্নত অবস্থানে পৌছিয়ে দেবার কাজ আরম্ভ করেছিলেন । PPBeng 211.3