Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    এলির অবিশ্বস্ততা ধ্বংস বয়ে আনে

    পরে ঈশ্বরের একজন লোক এলির নিকটে আসিয়া বলিলেন,... “অতএব...আমার প্রজা ইস্রায়েলের সমস্ত নৈবেদ্যের অগ্নিমাংশ দ্বারা যাহাতে তোমরা হৃষ্টপুষ্ট হও, এই আশয়ে তুমি কেন আমা অপেক্ষা আপন পুত্রদিগকে অধিক গৌরবান্বিত করিতেছ? অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি নিশ্চয় বলিয়াছিলাম, তোমার কুল ও তোমার পিতৃকুল যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করিবে, কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাহা আমা হইতে দূরে থাকুক। কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে, তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব; কিন্তু যাহারা আমাকে তুচ্ছ করে, তাহারা তুচ্ছীকৃত হইবে। ...আর আমি নিজে একজন বিশ্বস্ত যাজককে উৎপন্ন করিব, সে আমার হৃদয়ের ও আমার মনের মত কর্ম করিবে, আর আমি তাহার এক স্থায়ী কুল প্রতিষ্ঠিত করিব; সে নিয়ত আমার অভিষিক্ত ব্যক্তির সামনে গমনাগমন করিবে।” PPBeng 418.1

    যারা সন্তানদের প্রতি অন্ধ প্রেমের জন্য তাদের স্বার্থপর কামনায় গা ভাসিয়ে দেন আর তারা পাপ করলে তিরস্কার করেন না ও তাদের দুষ্টামী সংশোধন করা হতে বিরত থাকেন, তারা প্রমাণ করে থাকেন যে তারা ঈশ্বরের চেয়ে তাদের সন্তানদের অধিক প্রেম করেন। এলির উচিত ছিল প্রথমে নরম পদ্ধতিতে মন্দকে বাধা দান করা; আর যদি এতে কাজ না হত তবে আরো কঠোর উপায়ে অন্যায়ের জন্য শাস্তি প্রদান করা। যাদের অন্যায় আচরণ রোধ করা সম্ভব ছিল যদি পিতামাতার ও যাজকের কর্তৃত্ব ব্যবহার করে তাদের আমরা সংশোধন না করি তবে আমরা নিজে ঐ অন্যায় করার সমান দায়ে দায়ী হব। PPBeng 418.2

    সময়ে এরা পরিবর্তিত হবে এই ভেবে এলি তার ছেলেদের বাল্যকালের ভুল ও পাপকে অগ্রাহ্য করেছিলেন। আজো অনেকেই এই একই ভুল করে থাকেন। তারা তাদের সন্তানদের মধ্যের অন্যায়কে এই বলে প্রশ্রয় দেন যে, “শাস্তি পাবার সময় এখনো তাদের আসে নি। এরা বড় হোক, তখন তারা সবই বুঝতে পারবে।” এই ভাবে সন্তানেরা এমন মন্দ চরিত্র নিয়ে গড়ে উঠে যা তাদের সারা জীবনের অভিশাপের কারণ হয় । PPBeng 419.1

    যুবক যুবতীদের নিজ ইচ্ছামত চলতে দেয়ার মত অভিশাপ পারিবারিক জীবনে আর কিছুই নাই। ছেলেমেয়েরা দ্রুত বাপ মায়ের প্রতি সম্মান ও কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে, আর ফলে শয়তানের ইচ্ছার নিকট রন্দী হয়ে পড়ে। সকল উচ্ছৃঙ্খল পরিবারের প্রভাব সমাজের ধ্বংসের কারণ । এটা মন্দের এমন এক ঢেউ আনে যা পরিবার, সমাজ, সরকারকে ভাসিয়ে নিয়ে যায়। PPBeng 419.2

    ইস্রায়েলের হাজার হাজার পরিবারের মধ্যে এলির পারিবারিক দৃষ্টান্ত অনুকরণ করা হচ্ছিল। সকল মৌখিক ধার্মিকতার বিরুদ্ধে প্রধান সাক্ষী হল কাজ। যে কোন অবস্থাতেই পিতামাতার অবিশ্বস্ততার ফল অত্যন্ত খারাপ রূপ নেয়; লোকদের যারা শিক্ষক তারাও যদি অবিশ্বস্ত হয় তবে এর ফলাফল দশগুণ বেশী খারাপ হয় । PPBeng 419.3