Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মুক্তি প্রাপ্তগণ গীত গাবে

    দায়ূদ বলেন, “যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে।” গীতসংহিতা ৫০:২৩। সমস্ত স্বর্গনিবাসীরা ঈশ্বরের গুণকীর্তন করতে একত্রিত হয়। আসুন, আমরা এখনই দূতদের গান শিখি যেন যখন আমরা তাদের উজ্জ্বল দলে যুক্ত হই তখন সেই গান গেতে পারি। PPBeng 202.1

    ঈশ্বর যিহূদীদের সমুদ্রের সম্মুখের পর্বতের নিভৃত অংশে নিয়ে এসেছিলেন যেন তিনি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবং তাদের অত্যাচারীদের গর্ব ধূলিস্মাৎ করতে পারেন। তিনি তাদের বিশ্বাসের পরীক্ষার জন্য এবং তাঁর উপর তাদের নির্ভরশীলতা বৃদ্ধির জন্য এ উপায় অবলম্বন করেছিলেন । মে।শি যখন তাদের এগিয়ে যেতে আদেশ করেছিলেন, তখন যদি লোকেরা এগিয়ে না যেত, তবে ঈশ্বর কখনও তাদের জন্য পথ খুলতেন না । “বিশ্বাসে লোকেরা শুষ্ক ভূমির ন্যায় লোহিত সমুদ্রের মধ্য দিয়া গমন করিল।” ইব্রীয় ১১:২৯। জলের মধ্যে যাত্রা শুরু করার মাধ্যমে তারা প্রমাণ দিয়েছিলেন যে তারা মোশির মাধ্যমে ব্যক্ত ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস এনেছিলেন। তখন ইস্রায়েলের ক্ষমতাশালী ঈশ্বর সমুদ্র বিভক্ত করে তাদের জন্য পথ খুলে দিয়েছিলেন । PPBeng 202.2

    জীবন প্রায়ই বিপদ দ্বারা পূর্ণ হয়, এবং মনে হয় যে কর্তব্য সম্পাদন সম্ভব হবে না। কল্পনাতে তখন আগামী ধ্বংসের ছবিই ভেসে উঠে। তথাপি ঈশ্বরের ধ্বনি পরিস্কার আদেশ করে, “সম্মুখের দিকে চল।” যদি আমাদের চোখ অন্ধকার ভেদ করতে সক্ষম না হয় ও আমাদের পা বরফ ঠান্ডা জলে জমে যেতে থাকে, তথাপি আমাদের এই আদেশ পালন করতে হবে। যারা সমস্ত অনিশ্চয়তা ও সমস্ত ঝুকি দূর না হওয়া পর্য্যন্ত অপেক্ষা করতে থাকেন, তারা কখনও আদেশ পালন করবেন না; কিন্তু সাহসিকতার সহিত এগিয়ে যাওয়ার জন্য বিশ্বাস সনির্বন্ধ অনুরোধ জানায়। যে পথে ঈশ্বর পরিচালিত করেন তা মরুভূমি বা সমুদ্রের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু এটিই নিরাপদ পথ । PPBeng 202.3