Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মোশি ঈশ্বরকে অবিশ্বাস করেন

    মোশি ঈশ্বরকে অবিশ্বাস করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, “আমরা ...জল বাহির করিব?” মনে হচ্ছিল যেন ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছিলেন, তা তিনি করবেন না। দুই ভাইকে ঈশ্বর বললেন, “তোমরা ইস্রায়েলদিগের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না।” যখন জল বন্ধ হয়ে গেল, তখন লোকদের বিদ্রোহের কারণে ঈশ্বরের উপর তাদের নিজদের বিশ্বাসও দুর্বল হয়ে পড়ল। তাদের অবিশ্বাসের জন্য পূর্ববর্তী প্রজন্ম মরু-প্রান্তরে ধ্বংস হয়েছিল। এরাও কি অকৃতকার্য্য হবে? PPBeng 291.2

    ক্লান্ত ও হতোদ্দম মোশি ও হারোণ জনগণের অনুভূতিকে বাধা প্রদান করতে চেষ্টা করলেন না। তারা এই বিষয়টি লোকদের সামনে এমন ভাবে তুলে ধরতে পারতেন যাতে তারা এই পরীক্ষায় কৃতকার্য্য হন। তারা ঈশ্বরকে কিছু করতে বলার আগে লোকদের অভিযোগ থামাতে পারতেন। মন্দের গতি কি সুন্দর ভাবেই না প্রতিহত করা যেত! PPBeng 291.3

    যে ভাবে যীশু খ্রীষ্ট একবার মাত্র বলিকৃত হবেন তদ্রূপ পাথরকেও একবার আঘাত করা হয়েছিল। আর যে ভাবে আমরা যীশুর নামে অনুগ্রহ যাত্রা করে থাকি, সেই একই ভাবে, পাথরের কাছে শুধু কথা বলা প্রয়োজন ছিল। পাথরকে দ্বিতীয়বার আঘাত করার মাধ্যমে খ্রীষ্টের বলির যে সুন্দর প্রতীক ব্যবহার করা হয়েছিল, তার গুরুত্ব ধ্বংস করে ফেলা হল। PPBeng 291.4

    তা ছাড়া, মোশি ও হারোণ সেই ক্ষমতা গ্রহণ করেছিলেন যা শুধুমাত্র ঈশ্বরেরই। ইস্রায়েলদের নেতাদের এই অবস্থার আরো উন্নতি করা উচিত ছিল এবং ঈশ্বরের উত্তমতা ও শক্তির উপর লোকদের আস্থা আরো বাড়িয়ে তোলা উচিত ছিল। যখন তারা ক্রুদ্ধ স্বরে বললেন, “আমরা তোমাদের নিমিত্ত কি এই শৈল হইতে জল বাহির করিব?” তখন তারা নিজদের ঈশ্বরের স্থানে স্থাপন করেছিলেন যেন ঐ জল বাহির করার ক্ষমতা তাদের মধ্যে ছিল । PPBeng 292.1

    মোশি সর্বশক্তিমান সহায়ককে তার দৃষ্টি হতে হারিয়ে ফেলেছিলেন, এবং তার ইতিহাসকে মানবিক দুর্বলতা দ্বারা কলুষিত করেছিলেন। যে ব্যক্তি তার কাজের শেষ পর্যন্ত স্বার্থহীন ও দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন, তিনিই শেষ মুহূর্তে পরাজিত হলেন। PPBeng 292.2

    সেই মুহূর্তে ঈশ্বর তাদের উপর দন্ডাজ্ঞা জারী করলেন না যারা মোশি ও হারোণকে ক্রোধান্বিত করে তুলেছিল। সমস্ত তিরস্কারই নেতাদ্বয়ের উপর পড়ল। এই অভিযোগ যে তাদের বিরুদ্ধে ছিল না কিন্তু ছিল ঈশ্বরের বিরুদ্ধে এটি বুঝতে না পেরে মোশি ও হারোণ নিজেরাই দুঃখিত হয়েছিলেন। নিজেদের দিকে তাকিয়ে তারা অজ্ঞাত ভাবে পাপ করে ফেললেন, আর ঈশ্বরের বিরুদ্ধে তাদের পাপ লোকদের দেখিয়ে দিতে ব্যর্থ হলেন । PPBeng 292.3

    “পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, তোমরা ইস্রায়েল- সন্তানদিগের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে, আমার কথায় বিশ্বাস করিলে না, এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা এই মন্ডলীকে প্রবেশ করাইবে না।” তাদের যদ্দন নদী পার হবার আগেই মৃত্যুবরণ করতে হবে। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত অথবা সজ্ঞানে পাপ করার কোন অভিযোগ ছিল না; তারা একটি আকস্মিক প্রলোভনে প্রলোভিত হয়েছিলেন, এবং তাদের তাৎক্ষণিক ও গভীর মর্মপীড়া হয়েছিল। সদাপ্রভু তাদের অনুতাপ গ্রাহ্য করলেন, কিন্তু তাদের পাপে লোকদের মধ্যে যে ক্ষতি সাধন করতে পারে, ঐ জন্য তিনি তাদের শাস্তি ক্ষমা করতে পারলেন না । PPBeng 292.4

    মোশি লোকদের বললেন যেহেতু তিনি ঈশ্বর প্রাপ্য গৌরব দিতে অক্ষম হয়েছিলেন, তিনি তাদের প্রতিজ্ঞাত দেশে পরিচালিত করে নিয়ে যেতে পারবেন না। তার উপরে যে কঠোর শাস্তি নেমে এল তা তিনি লোকদের বিবেচনা করে দেখতে বললেন, যেন তারা বুঝতে সক্ষম হয় যে তাদের নিজের দোষে যে শাস্তি তাদের উপর নেমে এসেছিল তা একজন সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়ে তারা কত বেশী শাস্তির ভাগীদার হবে। তিনি তাদের বলেন যে তিনি ঈশ্বরের কাছে এই শাস্তি হতে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে। PPBeng 292.5

    যাত্রাকালে যখনই তারা পথের কষ্ট সম্বন্ধে অভিযোগ করেছে, তখনই মোশি বলেছেন, “তোমাদের অভিযোগও ঈশ্বরের বিরুদ্ধে। আমি নয় কিন্তু ঈশ্বর তোমাদের জন্য পরিত্রাণ দান করছেন?” কিন্তু তার দ্রুত উত্তর “আমরা ...কি...জল বাহির করিব?” তাদের অভিযোগের যথার্থতা প্রমাণের সহায়ক ছিল । মোশিকে প্রতিজ্ঞাত দেশে প্রবেশের অনুমতি না দিয়ে সদাপ্রভু তাদের মন থেকে এই অনুভূতি চিরদিনের জন্য মুছে দেবেন। মোশি যে তাদের নেতা নয় এর দ্বারা তা প্রমাণ করা হবে । PPBeng 293.1

    সদাপ্রভু বলেছিলেন, “দেখ, আমি পথে তোমাকে রক্ষা করিতে, এবং আমি যে স্থান প্রস্তুত করিয়াছি, সেই স্থানে তোমাকে লইয়া যাইতে তোমার অগ্রে অগ্রে এক দূত প্রেরন করিতেছি। তাহা হইতে সাবধান থাকিও, এবং তাঁহার রবে অবধান করিও,....কারণ তাঁহার অন্তরে আমার নাম রহিয়াছে।” যাত্রাপুস্তক ২৩:২০, ২১ । PPBeng 293.2