গিদিয়োন নম্রতার প্রমাণ দেন
গিদিয়োন বললেন, “তোমাদের কর্মের তুল্য কোন কর্ম আমি করিয়াছি? অবীয়েষরের দ্রাক্ষা চয়ন অপেক্ষা ইফ্রয়িমের পরিত্যক্ত দ্রাক্ষা ফল কুড়ান কি ভাল নয়? তোমাদেরই হস্তে ত ঈশ্বর মিদিয়োনের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করিয়াছেন; আমি তোমাদের এই কর্মের তুল্য কোন কাজ করিতে পারিয়াছি?” গিদিয়োনের নম্র উত্তর ইফ্রিয়মদের ক্রোধ প্রশমিত করল আর তারা শান্তিপূর্ণ ভাবে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করল। গিদিয়োন এমন এক মনোভাব প্রদর্শন করলেন যা সচরাচর দেখা যায় না। মিদিয়নীয়দের হস্ত হতে মুক্তি লাভ করার কৃতজ্ঞতায় ইস্রায়েলরা ঈশ্বরের শাসন নীতির বিরুদ্ধে গিয়ে প্রস্তাব করল যে গিদিয়োন রাজা হন। ঈশ্বরই ইস্রায়েলদের রাজা ছিলেন, এবং সিংহাসনে একজন রাজাকে বসানো তাদের জন্য স্বর্গীয় রাজাকে অস্বীকার করা হবে। গিদিয়োন এই সত্য অনুধাবন করলেন। তার উত্তর প্রমাণ করল যে তার মনোভাব কত খাঁটি ছিল: “আমি তোমাদের উপরে কর্তৃত্ব করিব না, এবং আমার পুত্রও তোমাদের উপরে রাজত্ব করিবে না; সদাপ্রভুই তোমাদের উপরে কর্তৃত্ব করিবেন ।” PPBeng 399.3
কিন্তু গিদিয়োন আরেকটি ভুলে জড়িয়ে পড়লেন, যা তার পরিবারে ও সমস্ত ইস্রায়েলের উপর সঙ্কট ডেকে আনল। একটি প্রচন্ড যুদ্ধের পর যে অকর্মন্যতা আসে তাতে যুদ্ধের চেয়ে বেশী বিপদ লুকিয়ে থাকে। গিদিয়োন এখন এই বিপদের সম্মুখীন হলেন। তার উপর এক অস্থিরতা ভর করল। স্বর্গীয় নির্দেশের অপেক্ষা না করে, তিনি নিজে নিজেই পরিকল্পনা তৈরি করতে লাগলেন । PPBeng 399.4
যখন সদাপ্রভুর দূত তার নিকট উপস্থিত হয়েছিলেন তখন যেহেতু পাথরটির উপর তাকে বলি দেয়ার আদেশ দেয়া হয়েছিল, তাই গিদিয়োন ধরে নিলেন যে তাকে এখন যাজক নিযুক্ত করা হয়েছে। স্বর্গীয় অনুমোদনের অপেক্ষা না করে, সমাগম তাম্বুতে যে ধরণের আরাধনা পদ্ধতি চালু ছিল, সেই ধরণের আরাধনা পদ্ধতি তিনি নিজে প্রতিষ্ঠা করতে সংকল্প করলেন। PPBeng 400.1
তার পক্ষে শক্ত জনমত থাকার ফলে, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তার কোন বাধা আসল না। মিদিয়নীয়দের নিকট হতে যত সোনার ঝুমকা লুট করে নেয়া হয়েছিল, তার অনুরোধে সেগুলি তার লুটের ভাগ হিসাবে তাকে দেয়া হল । মিদিয়নীয় রাজপুত্রদের সুসজ্জিত বস্ত্রাদিসহ আরো অন্যান্য মূল্যবান বস্তু সংগ্রহ করে লোকেরা তাকে দিল। সরবরাহ কৃত এই সমস্ত জিনিস দিয়ে মহা যাজকের যে ধরণের এফোদ ও বুকপাটা ছিল, গিদিয়োন সেইরূপ এফোদ ও বুকপাটা নিজের জন্য তৈরি করলেন। তার এই কাজ তার জন্য তার পরিবারের জন্য, এমন কি সমস্ত ইস্রায়েল জাতির জন্য একটি ফাঁদে পরিণত হল । পরিশেষে এই অননুমোদিত উপাসনা বহু লোককে সদাপ্রভুকে ত্যাগ করে পুতুল পূজার দিকে পরিচালিত করল। তার মৃত্যুর পর তার পরিবারসহ অনেক লোক ভ্রষ্ট হয়ে পড়ল। যে লোক একদা পৌত্তলিকতা ধ্বংস করেছিল সেই একই লোক অনেককে ঈশ্বর হতে দূরে সরিয়ে নিয়ে গেল । PPBeng 400.2
যারা উচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত তারা ভুল পথে পরিচালিত করতে পারেন। জ্ঞানীতম ব্যক্তিও ভুল করেন; সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও হেঁচোট খেয়ে পড়ে যান। আমাদের একমাত্র নিরাপত্তা হল তাঁর পরিচালনায় পূর্ণ আস্থা স্থাপন করা যিনি বলেছেন, “আমার পিছনে আইস” । PPBeng 400.3
গিদিয়োনের মৃত্যুর পর ইস্রায়েলরা তার হীনজন্মা ছেলে অবীমেলককে তাদের রাজারূপে গ্রহণ করল, যে অবীমেলক নিজ ক্ষমতা বহাল রাখার জন্য একজন ছাড়া গিদিয়োনের প্রত্যেক আসল সন্তানদের হত্যা করেছিল। গিদিয়োনের পরিবারের প্রতি ইস্রায়েলদের যে নিষ্ঠুর আচরণ দেখা গেল, তা ঐ জাতির নিকট হতে অবশ্যই প্রত্যাশা করা যায় যারা ঈশ্বরের প্রতি এত বেশী অকৃতজ্ঞ হয় । PPBeng 400.4