Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পাপের ভয়ঙ্কর ফল সমূহ

    পাপ ঈশ্বর ও মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করল, আর শুধু খ্রীষ্টের বলিদান এই অতল গহ্বরের সেতু হতে পারে। ঈশ্বর মানুষের সাথে মশীহের এবং দূতগণের মাধ্যমে যোগাযোগ স্থাপন করবেন । PPBeng 36.3

    আদমকে দেখানো হয়েছিল যে যদিও খ্রীষ্টের বলিদান সমস্ত পৃথিবীকে রক্ষা করার জন্য যথেষ্ট, অনেকেই অনুতপ্ত ও বাধ্যতা পূর্ণ জীবন যাপন না করে বরং পাপময় জীবনই বেছে নেবেন। বংশ পরম্পরায় অপরাধ বৃদ্ধি পাবে। পাপের বা অভিশাপের বোঝা মানব জাতি ও পৃথিবীর উপর ভারী হতে ভারীতর হতে থাকবে। তার নিজের পাপ জীবন যাপনের জন্য তার জীবন কাল হ্রাস পাবে; সে দৈহিক, নৈতিক, ও বুদ্ধিমত্তায় অনবরত হ্রাস পেতে থাকবে এবং পরিশেষে পৃথিবী দুরাবস্থাতে পরিপূর্ণ হবে। ক্ষুধা ও আবেগে আতিশয্যায় মানুষ পরিত্রাণ পরিকল্পনার মহান সত্যসমূহ অনুধাবন করতে সক্ষম হবে। তথাপি যারাই বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্টের কাছে আসবে তাদের প্রত্যেকের চাহিদাই খ্রীষ্ট পূরণ করবেন। কিছু লোক থাকবে যারা ঈশ্বর সম্পর্কিত বুদ্ধি বা জ্ঞান রাখবে এবং পবিত্র থাকবে । PPBeng 36.4

    বলিদান এই জন্য নির্দিষ্ট করা হয়েছিল যেন ইহা পাপ স্বীকার করার দান স্বরূপ হয় ও প্রতিজ্ঞাত পরিত্রাণকারীর উপর বিশ্বাস স্থাপনের প্রতীক হয় । প্রথম বলিদান আদমের নিকট অনেক বেদনাদায়ক ছিল। একটি জীবন হরণ করার জন্য তার হাত উঠাতে হবে যে জীবন শুধু সদাপ্রভুই দান করতে পারেন। একটি মৃত্যু অবলোকন করা ছিল তার কাছে প্রথম। তিনি জানেন যে যদি তিনি বাধ্য থাকতেন তাহলে মৃত্যু আসত না। তার পাপের জন্য ঈশ্বর নিষ্পাপ মেষশাবককে নিজ রক্ত বহাতে হবে। এই চিন্তা তাকে অত্যন্ত বিচলিত করেছিল। ঈশ্বরের প্রিয় পুত্রের মৃত্যু ছাড়া তার পাপের গভীরতা সঠিকভাবে অনুধাবন করতে সাহায্য করল। গাঢ় অন্ধকারপূর্ণ ভবিষ্যতে একটি প্রত্যাশার নক্ষত্র জ্বলে উঠল । PPBeng 37.1