Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    নেতৃত্ব দানের পরিবর্তে, হারোণ অনুসরণ করেন

    হারোণ খুব ক্ষীণ স্বরে লোকদের নিকট প্রতিবাদ জানালেন, কিন্তু এই সন্ধিক্ষণে তার অনিশ্চয়তা ও ভীরুতা তাদেরকে আরো সাহসী করে তুলল। একটি অন্ধ, অযৌক্তিক আবেগ সমস্ত জনতাকে যেন অভিভূত করে ফেলল । কিছু লোক ঈশ্বরের সহিত তাদেরকে চুক্তির প্রতি বাধ্য থাকলেন; কিন্তু অধিকাংশরাই বিশ্বাস পরিত্যাগ করায় অংশ গ্রহণ করল। যে অল্প কয়েকজন এই মূর্ত্তি তৈরিকে পৌত্তলিকতা বলে ধিক্কার দিতে সাহস করলেন, তাদেরকে আক্রমণ করা হল ও ফলে তারা জীবন হারালেন। PPBeng 222.2

    হারোণ তার নিজের নিরাপত্তার জন্য ভীত হলেন, এবং ঈশ্বরের সম্মান রক্ষার্থে সাহস সহকারে প্রতিবাদ না করে তিনি জনতার দাবী মানতে সম্মত হলেন। লোকেরা আগ্রহ সহকারে তাদের সোনা দানা তাকে দিল এবং তিনি মিস্ত্রীয় দেবতার অনুকরণে তাদের জন্য স্বর্ণময় গো-বৎস তৈরী করলেন। PPBeng 222.3

    লোকেরা ঘোষণা করল, “হে ইস্রায়েল, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন।” আর হারোণ হীনতার সহিত ঈশ্বরের এই অবমাননা ঘটতে দিলেন। তা ছাড়া তিনি আরো কিছু করলেন। এই সোনার তৈরী দেবতাকে কত সন্তুষ্টির সহিত গ্রহণ করা হয়েছে তা দেখতে পেয়ে তিনি এর জন্য একটি বেদি নির্মাণ করলেন এবং ঘোষণা করলেন, “কল্য সদাপ্রভুর উদ্দেশে উৎসব হইবে। আর লোকেরা পরদিন প্রত্যূষে উঠিয়া হোমবলি উৎসর্গ করিল, এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনিল; আর লোকেরা ভোজন পান করিত বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল।” তারা রাক্ষসীপানা ও কামোদ্দীপক আনন্দে মেতে উঠল PPBeng 222.4

    যে ধর্ম মানুষকে স্বার্থসিদ্ধি ও কামবাসনা চরিতার্থ করতে অনুমতি-দান করে, সেই ধর্ম ইস্রায়েলদের সময়ের মতই আজ লোকদের মধ্যে আমাদৃত । আজও মন্ডলীর মধ্যে হারোণের মত দুর্বল ও নমনীয় পুরোহিত রয়েছেন যারা অনিবেদিত-প্রাণ লোকদের ইচ্ছা পূরণ করতে রাজী হন এবং তাদ্বারা তাদের পাপের পথে চলতে উৎসাহিত করেন । PPBeng 223.1