গৃহ যুদ্ধ এড়ানো
দুইটি বংশ, গাদ ও রূবেণের বংশ ও মনঃশির বংশের অর্ধেক লোক যৰ্দ্দন নদী পার হবার আগেই তাদের উত্তরাধিকার লাভ করতে সক্ষম হয়। যে উচ্চ প্রসারিত সমভূমি ও উর্বর বনভূমি গিলিয়দ ও বাশনের আকর্ষণ ছিল, কনানেও সেইরূপ আকর্ষণ ছিল না। ঐ আড়াই বংশ ঐ স্থানে বসতি স্থাপন করার জন্য আকাঙ্খিত হওয়ায় তারা যৰ্দ্দনের ওপারে তাদের ভ্রাতাদের সাথে যুদ্ধ করে উত্তরাধিকার দখলে সমানুপাতিক সৈন্য তাদের মধ্য হতে দিতে রাজী হয়েছিল। যখন দশ বংশ কনানে প্রবেশ করে তখন চল্লিশ হাজার রূবেণ- সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্ধ বংশ...যুদ্ধের জন্য...পার হইয়া যিরীহোর তলাভূমিতে গেল। ” যিহোশূয় ৪:১২, ১৩। বৎসরের পর বৎসর তারা তাদের ভ্রাতাদের সাথে একত্রে যুদ্ধ করেছিল তাই তারা লুটের মালেরও ভাগ নিয়েছিল। তারা “প্রচুর সম্পত্তি, পাল পাল পশু এবং রূপা, সোনা, পিত্তল, লোহা ও অনেক বস্ত্র” সঙ্গে নিয়ে ফিরে এসেছিল যেগুলি যারা পরিবার ও পশুপাল দেখার জন্য পেছনে রয়ে গিয়েছিল তাদের সাথে ভাগ করে নেবার কথা ছিল । PPBeng 370.1
যিহোশূয় গভীর দুশ্চিন্তা নিয়ে তাদের ফেরত যাত্রা দেখছিলেন আর ভাবছিলেন যে এদের বিচ্ছিন্ন ও ভ্রমণরত জীবনে যে সমস্ত পৌত্তলিক বংশের লোকেরা তাদের দেশের সীমায় বাস করে তাদের জীবনযাত্রা পদ্ধতির সাথে মিশে যাওয়ার কত তীব্র আকর্ষণ এদের জন্য রয়েছে। PPBeng 370.2
যখন যিহোশূয় ও অন্যান্য প্রাচীনেরা দুশ্চিন্তায় ভারাক্রান্ত ছিলেন তখন তাদের নিকট অদ্ভুত সংবাদ পৌঁছাল। ঐ আড়াই বংশ যৰ্দ্দন নদীর তীরে শীলোর অনুকরণে পোড়ানো বলি দেবার জন্য একটি বৃহৎ যজ্ঞবেদী প্রস্তুত করেছে। ঈশ্বরের ব্যবস্থা অনুসারে যারা সমাগম-তাম্বু ব্যতিরেকে অন্য কোন উপাসনা পদ্ধতি স্থাপন করবে তাদের মৃত্যুদন্ড হবে; কেননা এতে লোকেরা খাঁটি বিশ্বাস হতে দূরে সরে যাবে। PPBeng 370.3
তাদের এই ব্যবহারের ব্যাখ্যা চাওয়ার জন্য ঐ আড়াই বংশের নিকট একদল প্রতিনিধি প্রেরণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হল । প্রতি বংশ হতে একজন করে দশজন অধিপতিকে এই দায়িত্ব দেয়া হল। পিয়োরের ব্যাপারে যিনি অত্যন্ত উৎসাহ প্রদর্শন করেছিলেন সেই পীন্হসকে এই প্রতিনিধিদের মুখপাত্র নিযুক্ত করা হল । PPBeng 370.4
তাদের ভ্রাতারা দোষী এই বিষয়ে স্থির নিশ্চিত হয়ে প্রতিনিধিবর্গ তাদের অত্যন্ত তিরস্কার করলেন। বাল-পিয়োরের সাথে যুক্ত হওয়ার জন্য ইস্রায়েলের উপর কি শাস্তি নেমে এসেছিল তা মনে করতে তারা তাদের স্মরণ করালেন । পীন্হস, গাদ ও রূবেণ সস্তানদের বললেন যে যদি তারা এই দেশে একটি যজ্ঞবেদী ছাড়া বাস করতে না চায়, তবে অন্য পারের তাদের ভ্রাতাদের অধিকার ও সুবিধাদির অংশ ভাগ করে নিয়ে তারা ঐখানে বাস করতে পারে । PPBeng 371.1
অভিযুক্তরা উত্তরে জানাল যে, তাদের যজ্ঞবেদী কোন বলির উদ্দেশে স্থাপন করা হয়নি, এটি শুধুমাত্র একটি স্মারক যে যদিও তারা নদী দ্বারা বিভক্ত তথাপি তাদের ধর্ম ও কনানে তাদের ভ্রাতাদের ধর্ম একই। তাদের ভয় ছিল যে ভবিষ্যতে হয়ত ইস্রায়েলের অংশ নয় এই বলে তাদের সন্তানদের পৃথক করা হয়ে যেতে পারে। শীলোতে সদাপ্রভুর যজ্ঞবেদীর অনুকরণে নির্মিত এই যজ্ঞবেদী সাক্ষী দেবে যে এর নির্মাতারাও জীবন্ত ঈশ্বরের আরাধনাকারী ছিলেন। PPBeng 371.2
মহা আনন্দে প্রতিনিধিবর্গ এই ব্যাখ্যা গ্রহণ করে নিলেন এবং লোকেরা একত্রিত হয়ে ঈশ্বরের গুণগান করল । PPBeng 371.3
কি কারণে তৈরী করা হয়েছিল তা বর্ণনা করে গাদ ও রূবেণ, সন্তানেরা তাদের ঐ যজ্ঞবেদীর উপর একটি ব্যাখ্যা খোদাই করে লিখে রাখলেন। তারা বললেন, “সদাপ্রভুই যে ঈশ্বর, ইহা আমাদের মধ্যে তাহার সাক্ষী (এদ) হইবে। এই ভাবে তারা ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বন করলেন এবং প্রলোভন হতে রক্ষা পাবার উপায় স্থির করলেন । PPBeng 371.4