কি ভাবে একটি পাপ শয়তানের নিয়ন্ত্রণের জন্য দরজা খুলে দিল
ভোর বেলা বিলিয়ম বার্তাবাহকদের বিদায় করে দিলেন, কিন্তু সদাপ্রভু কি বলেছিলেন, তা তাদের বললেন না। তার একটি লাভের প্রত্যাশা তিরোভূত হয়ে গেল বলে ক্রোধের সাথে তিনি বললেন, “তোমরা স্বদেশে চলিয়া যাও, কেননা তোমাদের সহিত আমার যাত্রায় সদাপ্রভু রাজি হইলেন না।” বিলিয়ম “অধার্মিকতার বেতন ভালবাসিত।” ২ পিতর ২:১৫। প্রলোভনের পাপ তাকে সময়ের দাসে পরিণত করেছিল; এই একটি দোষের জন্য শয়তান তাকে তার পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। মানুষকে ঈশ্বরের যাজকত্ব হতে দূরে সরিয়ে নেয়ার জন্য শয়তান সর্বদাই পৃথিবীর লাভ ও সম্মানের প্রলোভন উপস্থিত করে থাকে । এই ভাবে প্রলোভনের মাধ্যমে অনেকেই কঠোর সততার পথ হতে দূরে সরে যেতে আরম্ভ করেন। প্রথম অন্যায় পদক্ষেপ দ্বিতীয় অন্যায় পদক্ষেপকে সহজতর করে তুলে, এবং তারা ধীরে ধীরে আরো দুঃসাহসী হয়ে উঠেন। একবার ক্ষমতার লোভ ও আকাঙ্খার নিয়ন্ত্রণে চলে যাবার পর, তারা যে কোন ভয়ঙ্কর কাজ করতে সাহস করে থাকে। অনেকেই এই বলে নিজে নিজেকে তোষামদ করে যে তারা কিছু সময়ের জন্য কঠোর সততা ত্যাগ করার পরও যখন ইচ্ছা আবার নিজ পথ পরিবর্তন করতে পারে। ঐ রকম লোকেরা নিজেদের শয়তানের ফাঁদে জড়ায়ে ফেলছেন, এবং তারা আর কখনও এথেকে বেরিয়ে আসতে পারে না । PPBeng 311.4
ভাববাদীর অস্বীকার যাবার ব্যাপারে বার্তাবাহকরা যখন বালাককে অবহিত করলেন তখন ঈশ্বর যে নিষেধ করেছেন তা বলা থেকে বিরত থাকলেন। আরো মূল্যবান উপঢৌকনের জন্য বিলিয়ম দেরী করছেন ভেবে রাজা প্রথমবারের চেয়ে আরো উচ্চপদস্থ ও আরো বেশী সংখ্যক অধ্যক্ষগণকে প্রেরণ করলেন যেন তারা বিলিয়মের যে কোন দাবীতে রাজী হতে পারেন। বালাকের অত্যন্ত জরুরী বার্তা ছিল, “বিনয় করি, আমার নিকটে আসিতে আপনি কিছুতেই নিবারিত হইবেন না। কেননা আমি আপনাকে অতিশয় সম্মানিত করিব; আপনি আমাকে যাহা যাহা বলিবেন, আমি সকলই করিব;...আপনি আসিয়া আমার নিমিত্তে সেই লোকদিগকে শাপ দিউন।” PPBeng 312.1
এর উত্তরে বিলিয়ম নিজকে অত্যন্ত বিবেকবান ও সৎ ব্যক্তিরূপে উপস্থাপন করলেন -- যে কোন পরিমাণ সোনা-রূপা তাকে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত করতে পারবে না। কিন্তু রাজার অনুরোধ রক্ষা করার জন্য তার প্রবল ইচ্ছা ছিল। যদিও ঈশ্বরের ইচ্ছা তাকে ইতিমধ্যেই জানানো হয়েছিল, তিনি বার্তাবাহকদের অনুরোধ করলেন, যে তারা যেন অপেক্ষা করেন যেন তিনি ঈশ্বরের নিকট আবারও জিজ্ঞাসা করতে পারেন । PPBeng 312.2
রাত্রে সদাপ্রভু বিলিয়মের নিকট উপস্থিত হলেন ও বললেন, “ঐ লোকেরা যদি তোমাকে ডাকিতে আসিয়া থাকে, তুমি উঠ, তাহাদের সহিত যাও, কিন্তু আমি তোমাকে যাহা বলিব, কেবল তাহাই তুমি করিবে।” যেহেতু তিনি তার নিজ ইচ্ছানুসারে চলতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তাই সদাপ্রভু বিলিয়মকে এইটুকু পর্যন্ত যেতে অনুমতি দিলেন। তিনি নিজ কার্যক্রম প্রথমে স্থির করে নিলেন এবং পরে সদাপ্রভুর অনুমতি নিতে প্রচেষ্টা চালালেন । PPBeng 312.3
বর্তমান কালেও হাজার হাজার লোক একই ধরণের কার্য পদ্ধতির অনুসরণ করে থাকেন। তাদের কর্তব্য বাইবেলে সহজ ভাষায় বর্ণিত আছে অথবা ঘটনা, অবস্থা ও যুক্তি বুদ্ধি দ্বারা স্পষ্টতঃ প্রতীয়মান করা যায়। কিন্তু যেহেতু এই সমস্ত প্রমাণাদি তাদের স্বাভাবিক প্রবণতা বিরোধী, তারা এগুলিকে অবহেলা করেন, এবং তাদের কর্তব্য জানার জন্য ঈশ্বরের নিকট উপস্থিত হতে দুঃসাহস দেখান। তারা তাঁর আলো ও পরিচালনার জন্য দীর্ঘ সময় অত্যন্ত আকুল প্রার্থনা করে থাকেন। কিন্তু ঈশ্বরকে তুচ্ছ করা যায় না। তিনি প্রায়ই সকল লোকদের আপন ইচ্ছানুসারে চলে এর ফল ভোগ করতে দেন। “কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না....তাই আমি তাহাদিগকে তাহাদের হৃদয়ের কঠিনতায় ছাড়িয়া দিলাম; তাহারা আপনাদের মন্ত্রণায় চলিল।” গীতসংহিতা ৮১:১১, ১২। PPBeng 312.4