দায়ূদের হতাশ হয়ে পড়ার মহা প্রলোভন
পৃথিবীতে দায়ূদের কাছে যা কিছু প্রিয় ছিল সেগুলি তার নিকট হতে ছিনিয়ে নেয়া হয়েছে। শৌল তাকে নিজ দেশ হতে তাড়িয়ে দিয়েছিলেন; অমালেকীয়েরা তার শহর লুট ও ধ্বংস করেছিল; তার স্ত্রীদের ও তার সন্তানদের বন্দী করা হয়েছিল; আর তার বন্ধুরা তাকে হত্যা করার ভয় দেখাচ্ছিল? PPBeng 503.1
এই চরম মুহূর্তে দায়ূদ সাহায্যের জন্য ঈশ্বরের পানে তাকালেন। তিনি “আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন”, এবং ঈশ্বরের অনুগ্রহের অনেক প্রমাণ স্মরণ করলেন। তার হৃদয়ের চিন্তা ছিল, “যে সময়ের আমার ভয় লাগে, আমি তোমাতে নির্ভর করিব।” গীতসংহিতা ৫৬:৩। যদিও এই বিপদ হতে উদ্ধারের কোন উপায় তিনি পাচ্ছিলেন না, তিনি বিশ্বাস রাখলেন যে ঈশ্বর তাকে দেখিয়ে দেবেন কি করতে হবে । PPBeng 503.2
যাজক অবিয়াথরকে এনে “দায়ূদ সদাপ্রভুর কাছে এই বাক্য জিজ্ঞাসা করিলেন, ঐ সৈন্যদলের পশ্চাতে পশ্চাতে গেলে আমি কি তাহাদের লাগাল পাইব?” উত্তর হল, “তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাও, নিশ্চয়ই তাহাদের লাগাল পাইবে, ও সকলকে উদ্ধার করিবে।” PPBeng 503.3
দায়ূদ ও তার সৈন্যরা তাদের পলায়নরত শত্রুদের পেছনে ছুটে চলেন । তারা এত দ্রুত ছুটে চলছিলেন যে তাদের দলের দু’শত জন ক্লান্ত হয়ে পেছনে পড়ে রইলেন । PPBeng 503.4
এগিয়ে গিয়ে তারা একজন মিস্ত্রীয় ক্রীতদাকে পেলেন যে ক্লান্তিতে ও ক্ষুধায় মৃতপ্রায় ছিল। কিছু পানীয় ও খাবার পাওয়ার পর সে সতেজ হয়ে উঠল। আক্রমণকারী সেনারা মরে যাবার জন্য তাকে পথে ফেলে চলে গিয়েছিল। তাকে হত্যা করা হবে না এই প্রতিজ্ঞা আদায় করার পর সে দায়ূদকে তাদের শত্রুদের শিবিরে নিয়ে যেতে রাজী হল । PPBeng 503.5
যখন তারা শিবিরের নিকটবর্তী হলেন, তখন এক মাতলামীর দৃশ্য তাদের নজরে পড়ল । বিজয়ী বাহিনী “সমস্ত ভূমি হুড়াইয়াছিল, ভোজন, পান ও উসব করিতেছিল, কারণ পলেষ্টীয়দের দেশ ও যিহূদোর দেশ হইতে তাহারা প্রচুর লুটদ্রব্য জিনিস আনিয়াছিল।” তাক্ষণিক আক্রমণ চালানোর আজ্ঞা দেয়া হল । অমালেকীয়েরা হতভম্ব ভাবে বিশৃঙ্খল হয়ে পড়ল। প্রায় সমস্ত সৈন্য বাহিনীকে হত্যা না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হল। “আর আমালেকীয়েরা যাহা কিছু লইয়া গিয়াছিল, দ দায়ুদ সে সব উদ্ধার করিলেন, বিশেষতঃ দায়ূদ আপনার দুই স্ত্রীকে মুক্ত করলেন। তাহাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য সামগ্রী প্রভৃতি যাহা কিছু উহারা লইয়া গিয়াছিল, তাহার কিছুই ত্রুটি হইল না; দায়ুদ সমস্তই ফিরাইয়া আনিলেন । PPBeng 503.6
ঈশ্বরের রক্ষাকারী ক্ষমতা উপস্থিত না থাকলে অমালেকীয়েরা সিব্লগের সমস্ত লোকদেরই মেরে ফেলত। অনেক বন্দীদের দেশে নিয়ে গিয়ে বিক্রী করে তাদের বিজয়কে অত্যন্ত লাভজনক করে তোলার জন্য তারা বন্দীদের বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এই ভাবে অজ্ঞাতসারে তারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করল, আর বন্দীরা তাদের পিতা ও স্বামীর সাথে পূনর্মিলিত হবার জন্য বেঁচে থাকল । PPBeng 504.1