আমাদের একজন বিশ্বস্ত মেষপালক আছেন
অসহায় জীবনের যত্ন নেয়া ও তাদের ভালবাসার মেষপালকের যে জীবন, তা খোস খবরের মূল্যবান সত্যের কিছু দৃষ্টান্ত বহন করে থাকে । খ্ৰীষ্টকে মেষপালকের সহিত তুলনা করা হয়েছে। তিনি দেখেছিলেন যে তার মেষপাল পাপের অন্ধ-গলিতে ধ্বংস প্রাপ্ত হতে যাচ্ছে। এই পথভ্রষ্টদের বাঁচানোর জন্য তিনি তার পিতার বাড়ীর সম্মান ও মহত্ম ত্যাগ করলেন। তিনি বলেন, “আমি হারাণ মেষের অন্বেষণ করিব, দূরীকৃতকে ফিরাইয়া আনিব, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধিব, ও পীড়িতকে সবল করিব” “আমি আপন মেষপালকে রক্ষা করিব, তাহারা আর লুটদ্রব্য হইবে না।” “বন্যপশুগণ তাহাদিগকে আর গ্রাস করিবে না।” যিহিষ্কেল ৩৪:১৬, ২২, ২৮। তাদের খোয়াড়ে ফিরে যাবার জন্য তার আহবানের শব্দ শোনা যাচ্ছে, “দিনমানে গ্রীষ্মনিবারক ছায়া দিবার জন্য, এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন স্থান হইবার জন্য” যে একটি তাঁবু আছে, সে তাঁবুতে যেন তারা ফিরে। যিশাইয় ৪:৬। তিনি দুর্বলকে শক্তিশালী করেন, দুঃখ ভোগকারীদের দুঃখ দূর করেন, মেষশাবকদের তার কোলে স্থান দেন, এবং বুকে করে তাদের বয়ে নিয়ে যান। তার মেষপাল তাকে ভালবাসে । “তাহারা কোন মতে অপর লোকের পশ্চা যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে। যোহন ১০:১-১৫ পদ দেখুন । PPBeng 128.3
খ্রীষ্টের মন্ডলীকে তার রক্ত দ্বারা ক্রয় করা হয়েছে, এবং প্রত্যেক পুরোহিত (পালক) যে তার আত্মা দ্বারা অনুপ্রাণিত ও চালিত, তার আত্ম- ত্যাগের দৃষ্টান্ত অনুকরণ করিবে, সে তার অধীনস্থদের মঙ্গলের জন্য অনবরত পরিশ্রম করিবে, এবং মেষপাল তার যত্নের কারণে উন্নতি লাভ করিবে। ভাববাদী বলেছেন যে, “তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপমুকুট পাইবে।” ১ পিতর ৫:৪ । PPBeng 129.1
লাবনের জন্য পরিশ্রম করতে করতে ক্লান্ত যাকোব কনানে ফিরে যাবার প্রস্তাব উঠালেন । তিনি তার শ্বশুরকে বললেন, “আমাকে বিদায় করুন, আমি স্ব-স্থানে, নিজ দেশে, প্রস্থান করি; আমি যাহাদের জন্য আপনার দাস্যকর্ম করিয়াছি, আমার সেই স্ত্রীদিগকে ও সন্তানগণকে আমার হস্তে সমর্পণ করিয়া আমাকে যাইতে দিউন, কেননা আমি যেরূপ পরিশ্রমে আপনার দাস্যকর্ম করিয়াছি, তাহা আপনি জ্ঞাত আছেন।” কিন্তু লাবন তাকে এই বলে থাকার জন্য অনুরোধ করলেন, “আমি অনুভবে জানিলাম, তোমার অনুরোধে সদাপ্রভু আমাকে আশীর্বাদ করিলেন।” PPBeng 129.2
যাকোব বললেন, “আমার আসিবার পূর্বে আপনার অল্প সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পাইয়া প্রচুর হইয়াছে।” কিন্তু যখন সময় কাটতে থাকল তখন লাবন যাকোবের “অতি বর্দ্ধিষ্ণু” হওয়ায় তার প্রতি ঈর্ষান্বিত হলেন। লাবনের ছেলেরাও তাদের পিতার ঈর্ষান্বিত হওয়ায় অংশ গ্রহণ করল এবং তাদের হিংসাত্মক আলোচনা লাবনের কাণে আসল। “যাকোব আমাদের পিতার সর্বস্ব হরণ করিয়াছে, আমাদের পিতার ধন হইতে তাহার এই সমস্ত ঐশ্বর্য্য হইয়াছে । আর যাকোব লাবনের মুখ দেখিলেন, আর দেখ, উহা আর তাঁহার প্রতি পূর্বকার মত নয়।” PPBeng 129.3
যদি না এষৌর সম্মুখাসম্মুখি হওয়ার ভয় থাকত তবে যাকোব অনেক আগেই তার এই ধূর্ত আত্মীয়ের নিকট হতে চলে যেতেন। এখন তিনি লাবনের ছেলেদের নিকট হতে বিপদের ভয় পেলেন, তারা তার ধন-সম্পদকে তাদের বলে মনে করছিল, এবং শক্তি প্রয়োগ করে তা দখল করার চেষ্টা করত পারে। তিনি অনেকটা হতবম্ভ ও দুঃখজনক অবস্থায় পড়লেন। কিন্তু বেথেলের প্রতিজ্ঞার কথা স্মরণ করে তিনি তার অবস্থা ঈশ্বরের নিকট তুলে ধরলেন। একটি স্বপ্নের মাধ্যমে তার প্রার্থনার উত্তর পেলেনঃ “তুমি আপন পৈতৃক দেশে জ্ঞাতীদের নিকটে ফিরিয়া যাও, আমি তোমার সহবর্তী হইব।” PPBeng 129.4
মেষপাল ও পশুপাল দ্রুত একত্রিত করা হল ও আগে পাঠিয়ে দেয়া হল, এবং যাকোব তার স্ত্রীদের, সন্তানদের ও দাসদের সঙ্গে নিয়ে ইউফ্রেটিস নদী পার হয়ে কনানের সীমান্তবর্তী গিলিয়দে পৌছালেন । তিন দিন পরে লাবন তাদের অনুসন্ধানে চললেন, আর তাদের যাত্রার সপ্তমদিনে তাদের ধরে ফেললেন। তিনি ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তাদের ফিরাতে বাধ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। পলাতকরা আসলেই প্রচন্ড বিপদে পড়েছিলেন। PPBeng 129.5
ঈশ্বর নিজে তাঁর সন্তানের রক্ষার জন্য হস্তক্ষেপ করলেন। লাবন বললেন, “তোমাদের হিংসা করিতে আমার হস্ত সমর্থ; কিন্তু গত রাত্রিতে তোমাদের পৈতৃক ঈশ্বর আমাকে বলিলেন, “সাবধান, যাকোবকে ভাল মন্দ কিছুই বলিও না।” অর্থা সে যেন তাকে ফিরতে বাধ্য না করে অথবা নানা প্রলোভন দেখায়ে ও তোষামোদ করেও যেন তাকে না ফিরায় । PPBeng 130.1
লাবন তার মেয়েদের বিয়ের যৌতুক নিজের কাছে রেখে দিয়েছে এবং যাকোবের সাথে নানারূপ ছলচাতুরী করেছে ও কঠোর ব্যবহার করেছে, কিন্তু এখন সে গোপনে চলে আসার জন্য এবং পিতা হিসাবে একটি বড় ভোজের বন্দোবস্ত করার এমনকি তার মেয়েদেরে বিদায় জানানোর সুযোগ থেকে বঞ্চিত করার জন্য যাকোবকে দোষারোপ করল । PPBeng 130.2
উত্তরে যাকোব লাবনের স্বার্থপরতা ও সব কেড়ে নেয়ার নীতি তার সামনে তুলে ধরল এবং তার নিজ কাজের জন্য সাক্ষী হতে অনুরোধ জানাল । “আমার পৈতৃক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্হাকের ভয়স্থান যদি আমার পক্ষে না হইতেন,” যাকোব বলেন “তবে অবশ্য এখন তুমি আমাকে রিক্ত হস্তে বিদায় করিতে। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্য গত রাত্রিতে তোমাকে ধমকাইলেন । PPBeng 130.3
লাবন সত্য অস্বীকার করতে পারলেন না এবং এমন এক শান্তির চুক্তির প্রস্তাব আনলেন । যাকোব সম্মত হলেন এবং কতকগুলি পাথর নিয়ে একটি স্তম্ভ স্থাপন পূর্বক এই চুক্তির একটি প্রতীক স্থাপন করলেন। লাবন এই স্তম্ভের নাম দিলেন মিস্পা, “প্রহরি স্থান,” এবং বললেন, “আমরা পরস্পর অদৃশ্য হইলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকিবেন।...আব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাঁহাদের পিতার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করিবেন। তখন যাকোব আপনপিতা ইস্হাকের ভয়স্থানের দিব্য করিলেন।” PPBeng 130.4
এই চুক্তি দৃঢ় ভাবে প্রতিপন্ন করার জন্য উভয় দল একটি ভোজের আয়োজন করল। রাত বন্ধুত্বপূর্ণ আলাপ-আলোচনায় কেটে গেল; এবং ভোর বেলা লাবন ও তার দলবল চলে গেলেন । এই বিদায়ই অব্রাহামের সন্তানদের ও মেসোপটেমিয়ার অধিবাসীদের মধ্যের সকল যোগাযোগের পরিসমাপ্তি । PPBeng 130.5