মহা-বিচার : ঈশ্বর কাকে স্বীকৃতি দেবেন?
পরবর্তী দিনে দু'শত পঞ্চাশ জন প্রশাসক, কোরহের নেতৃত্বে তাদের নিজ কয়লার চুলাসহ উপস্থিত হলেন, আর ফলাফল দেখার জন্য লোকজন একত্রিত হতে লাগল। কোরহ ও তার দলের পরাজয় অবলোকন করার জন্য মোশি এই সমস্ত লোকদের একত্রিত করেন নি, কিন্তু বিদ্রোহীরা তাদের অন্ধ অনুমানের উপর ভিত্তি করে তাদের বিজয় দেখার জন্য এই লোকদের একত্রিত করেছিল। এই লোকদের এক বৃহ অংশ প্রকাশ্যে কোরহের পক্ষাবলম্বন করেছিল । PPBeng 281.5
দাথন ও অবীরামের সহিত যোগ দেবার জন্য যখন কোরহ জনতা হতে সরে পড়েছিল তখন মোশি সত্তর জন প্রাচীনসহ, এবং যে সমস্ত লোক তার সাথে আসতে রাজী হয়নি তাদের প্রতি শেষ সতর্কবাণী উচ্চারণসহ ঐ স্থানে উপস্থিত হলেন। স্বর্গীয় আদেশ অনুসারে মোশি উপস্থিত লোকদের বললেন, “বিনয় করি, তোমরা এই দুষ্ট লোকদের তাঁবুর নিকট হইতে উঠিয়া যাও, ইহাদের কিছুই স্পর্শ করিও না, পাছে ইহাদের সমস্ত পাপে বিনষ্ট হও।” লোকেরা সতর্ক বাণীর প্রতি কর্ণপাত করল কেননা একটি দন্ডাদেশের ভয় সকলের উপরই ভর করেছিল। প্রধান বিদ্রোহীরা দেখতে পেল যে যাদের তারা প্রতারিত করেছিল তারা সকলেই সরে দাঁড়িয়েছে, কিন্তু স্বর্গীয় সতর্কবাণী অবহেলা করে তারা তাদের পরিজনসহ গর্বভরে দাঁড়িয়ে রইল । PPBeng 282.1
এখন জনতা যেন শুনতে পায় এমন ভাবে মোশি ঘোষণা করলেন, “সদাপ্রভু আমাকে এই সমস্ত কার্য্য করিতে পাঠাইয়াছেন, আমি স্বেচ্ছানুসারে করি নাই, তাহা তোমরা ইহাতেই জানিতে পারিবে। সাধারণ লোকদের মরণের ন্যায় যদি এই মনুষ্যেরা মরে,...তবে সদাপ্রভু আমাকে পাঠান নাই। কিন্তু সদাপ্রভু যদি অঘটন ঘটান এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়া ইহাদিগকে ও ইহাদের সর্বস্ব গ্রাস করে, আর ইহারা জীবদ্দশায় পাতালে নামে, তবে ইহারা যে সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছে তাহা তোমরা জানিতে পারিবে।” PPBeng 282.2
যখন তিনি কথা বলা শেষ করলেন, ভূমি বিদীর্ণ হয়ে পড়ল এবং বিদ্রোহীরা তাদের সমস্ত কিছুসহ জীবিত গর্তের মধ্যে কবরস্থ হল, এবং “এইরূপে তাহারা সমাজের মধ্য হইতে লুপ্ত হইল।” আর তাদের পাপের অংশ গ্রহণকারীরূপে প্রাণ ভয়ে ভীত লোকেরা ছুটে পালাল। PPBeng 282.3
কিন্তু এখানেই বিচারের সমাপ্তি ঘটল না। যে দুই শত পঞ্চাশ জন শাসনকর্তা ধূপ দিয়েছিলেন স্বর্গ হতে আগুন এসে তাদের প্রত্যেককে পুড়িয়ে নিঃশেষ করে ফেলল। এই লোকেরা প্রধান বিদ্রোহীদের সহিত ধ্বংস-প্রাপ্ত হয়নি। তাদের বিদ্রোহীদের শেষ ফল দেখতে দেয়া হয়েছিল যেন তারা অনুতাপ করার সুযোগ পায়; কিন্তু বিদ্রোহীদের প্রতি তাদের সহানুভূতি ছিল, ফলে তারাও তাদের ভাগ্যে অংশ গ্রহণ করল । PPBeng 282.4
সমস্ত সমাজের লোকেরাই তাদের পাপের ভাগী ছিল, কেননা সকলেই কম বা বেশী, তাদের সহিত সহানুভূতি প্রদর্শন করেছিল। তথাপি যে সমস্ত লোকেরা প্রতারিত হতে রাজী হয়েছিল তাদের অনুতাপ করার সুযোগ দেয়া হল । PPBeng 282.5
যে দূত যিহুদীদের আগে আগে চলতেন তিনি তাদের ধ্বংস হতে রক্ষা করতে চেষ্টা করলেন। ঈশ্বরের দন্ডাদেশ তাদের অত্যন্ত নিকটবর্তী ছিল এবং তাদের অনুতাপ করার জন্য অনুরোধ করেছিল। যদি তারা ঈশ্বরের ব্যবস্থা অনুসারে সাড়া প্রদান করে, তবে তারা হয়ত বা রক্ষা পেতে পারে। কিন্তু তাদের বিদ্রোহী-ভাব তখনও দূর হয় নি। ঐ রাত্রে তারা ভীত হয়ে তাঁবুতে ফিরে এল, কিন্তু তারা অনুতপ্ত হল না । PPBeng 283.1
কোরহ তাদের এত তোষামোদ করেছিল যে তারা বিশ্বাস করতে আরম্ভ করল যে তারা খুবই সৎ ও ভাল লোক যাদের সহিত মোশি যথেচ্ছারূপ অপব্যবহার করছেন। তারা হৃদয়ের গভীরে কামনা করছিল যে সমস্ত বিষয়ে একটি নতুন প্রশাসন ব্যবস্থা সৃষ্টি হবে যেখানে তিরস্কারের পরিবর্তে প্রশংসা পাওয়া যাবে এবং দুর্ভাবনা ও সংঘাতের পরিবর্তে আনন্দ ও শান্তি পাওয়া যাবে। যে সমস্ত লোকেরা ধ্বংস-প্রাপ্ত হয়েছিল, তারা তাদের নিকট তোষামোদকারী কথাবার্তা বলত, এবং তাদের প্রতি তাদের অনেক আগ্রহ ও প্রেম প্রকাশ করত । তাই লোকেরা ধারণা করে নিল যে মোশি হত্যা করতে পরিকল্পনা করেছিল । তথাপি ঐ রাতে অনুতাপ ও স্বীকারোক্তি করার পরিবর্তে তারা তাদের ভয়ঙ্কর পাপের প্রমাণসমূহ গোপন করার প্রচেষ্টাতে লিপ্ত থাকল । তখনও ওরা ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের প্রতি ক্রোধ পোষণ করতে লাগল এবং তাদের কর্তৃত্বকে বাধা দানের জন্য প্রস্তুতি গ্রহণ করল। “তথাপি পরের দিনে ইস্রায়েলসন্তানগণের সমস্ত সমাজ মোশির ও হারোণের বিরুদ্ধে বচসা করিয়া বলিল, তোমরাই সদাপ্রভুর প্রজাদিগকে বধ করিলে।” আর তারা তাদের বিশ্বস্ত ও আত্ম-ত্যাগী নেতাদ্বয়কে প্রহার করতে উদ্যত হল। PPBeng 283.2